১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ
১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা আল-আমিন আহমেদ -38th BCS Audit & Accounts (Recommended) Position- 6th Subject: Mechanical Engineering(RUET) বোর্ড- শাহজাহান আলী মোল্লা স্যার চয়েজঃ এডমিন,পুলিশ,অডিট..... ভাইবাঃ ০৫ ডিসেম্বর সময়ঃ১৫ মিনিট চেয়ারম্যান স্যারঃ শুরুতেই নিজের সম্পর্কে বলতে বললো। -- স্যার বাংলায় বলাতে আমি বাংলায় ই উত্তর করি। চেয়ারম্যান স্যার : ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, কিন্তু নিজের ক্যাডার দিয়েছেন ৫ নং এ। শুরুতেই প্রশাসন। কেনো প্রশাসন এইটা এই স্যার কে বুজিয়ে বলুন(এক্সটার্নাল এর দিকে দেখিয়ে)। -- এবার আমি বাংলায় শুরু করার পর স্যার থামিয়ে দিয়ে বললেন,ইংরেজিতে বলুন।আপনার ইংরেজি টাও আমাদের দেখা দরকার। এক্সটার্নাল ১ : বাংলাদেশের বাজেটের আকার বলুন। : বৈদেশিক উতস থেকে কতটুকু আসবে। : রেমিট্যান্স এবং এক্সপোর্ট নিয়ে একটা প্রশ্ন ছিলো। ...