ভাইভা অভিজ্ঞতা বিজ্ঞ সদস্য জনাব শামীম আহসান স্যার

ভাইভা অভিজ্ঞতা বিজ্ঞ সদস্য জনাব শামীম আহসান স্যারের বোর্ডে দেয়া ভাইভা অভিজ্ঞতাঃ
প্রথমেই সালাম দিয়ে ভেতরে ঢোকার অনুমতি চাইলাম।
চেয়ারম্যান স্যারঃ আসুন, বসুন।
আমিঃ ধন্যবাদ স্যার।
চেয়ারম্যান স্যারঃ আপনার বাসা কোথায়?
আমিঃ যশোর স্যার।
চেয়ারম্যান স্যারঃ যশোরের বানানটা বলেন।
আমিঃ স্যার বাংলা নাকি ইংরেজিতে বলব স্যার?
চেয়ারম্যান স্যারঃ ইংরেজিতে বলুন।
আমিঃ Jashore.
চেয়ারম্যান স্যারঃ নামের বানান কি পরিবর্তন হয়েছে?
আমিঃ জি স্যার।
চেয়ারম্যান স্যারঃ কবে থেকে এই পরিবর্তন হয়েছে?
আমিঃ দুঃখিত স্যার, আমার তারিখটা জানা নাই।
চেয়ারম্যান স্যারঃ আপনার ক্যাডার চয়েসের প্রথম তিনটা বলুন।
আমিঃ কাস্টমস>এডমিন>ট্যাক্স।
চেয়ারম্যান স্যারঃ কাস্টমস প্রথম চয়েস কেনো?
আমিঃ স্যার, সত্যি বলতে আমার জানামতে কাস্টমস ক্যাডারে ৩১ বিসিএস এর পরে আর কোন নিয়োগ ছিলো না। তাই, এই ক্যাডারে প্রমোশন পেয়ে সংশ্লিষ্ট ক্যাডারের সর্বোচ্চ কর্মকর্তা হওয়ার সুযোগ পাবো ভেবে এইটা প্রথম চিয়েস দিয়েছিলাম।
চেয়ারম্যান স্যারঃ শুধু প্রমোশনের কথা চিন্তা করে চয়েস দিয়েছেন?
আমিঃ জি স্যার, শুধু প্রমোশনের কথা ভেবেই এইটা প্রথম চয়েস দিয়েছি।
চেয়ারম্যান স্যারঃ আপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন?
আমিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি।
চেয়ারম্যান স্যারঃ কাস্টমস ক্যাডার সম্পর্কে বিস্তারিত জানেন?
আমিঃ স্যার, সিনিয়র বড় ভাইদের কাছ থেকে অল্প স্বল্প জেনেছি। কিন্তু বিস্তারিত জানা নাই।
চেয়ারম্যান স্যারঃ বিস্তারিত না জেনে ভাইভা দিতে আসা কি ঠিক?
আমিঃ দুঃখিত স্যার। তবে, স্যার সার্ভিসে না গেলে আসলে বিস্তারিত জানার সুযোগ খুব বেশি থাকে না। কারণ কাস্টমস সার্ভিস বিষয়ে তেমন বই আসলে, আমার পড়া নাই। 
চেয়ারম্যান স্যারঃ জিডিপি এর সাথে কাস্টমস এর সম্পর্ক কি?
আমিঃ উত্তরটা নিজের মত করে দিয়েছিলাম। মনে হয়েছিলো স্যার উত্তরটা নিয়েছেন।
এক্স-১ঃ মনিটরিং পলিসি ও ফাইন্যান্সিয়াল পলিসি কি?
আমিঃ দুঃখিত স্যার, আমার জানা নাই।
এক্স-১ঃ চামড়া শিল্পের বর্তমান চিত্র কি?
আমিঃ সাব্জেক্টিভ তাই নিজের মত করে উত্তর দিয়েছি।
এক্স-১ঃ জিডিপি ও কাস্টমস এর ভেতরে কোন সম্পর্ক আছে??
আমিঃ জ্বি স্যার। পরে পুরাটা ব্যাখ্যা দিয়েছি। মনে হলো স্যার উত্তরটা নিয়েছেন।
এক্স-২ঃ সাভারে চামড়া শিল্প স্থানান্তর সম্পর্কিত কিছু প্রশ্ন।
আমিঃ সাজিয়ে দেয়ার চেষ্টা করেছি।
এক্স-২ঃ চামড়ার দাম ক্যান কম এবং এইখানে কোন সিন্ডিকেট আছে কিনা?
আমিঃ আমার মত করেই গুছিয়ে বলেছি। তবে শেষ অংশের উত্তরে স্যার খুশি হননি বলে মনে হলো। 
এক্স-২ঃ লিগ্যাল টেন্ডার কি? 
আমিঃ দুঃখিত স্যার।
এক্স-২ঃ বাংলাদেশ ব্যাংকের গর্ভণর যে নোটে স্বাক্ষর করেন সেটা কি লিগ্যাল টেন্ডার কি না?
আমিঃ স্যার, অর্থ সচিবের স্বাক্ষরযুক্ত নোট কে সরকারী নোট এবং মাননীয় গর্ভণর স্যারের স্বাক্ষর‍যুক্ত নোটকে ব্যাংক নোট বলে এইটা জানি। কিন্তু লিগ্যাল টেন্ডার বলতে আসলে কি বোঝায় এটা আমার জানা নেই স্যার। দুঃখিত।
চেয়ারম্যান স্যারঃ আচ্ছা, আপনি আসুন।
আমিঃ ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ