কুপন বলতে লভ্যাংশ/সুদকে বুজায়। যেমন-১০০ টাকার বন্ড ১০% কুপন রেটে বিক্রি করলে ১ বছর পর (১০০×১০℅) = ১০ টাকা সুদ সহ মোট( ১০০+১০)= ১১০ টাকা পাবে। অন্যদিকে জিরো কুপন বন্ড বলতে সুদবিহীন বন্ডকে বুজানো হয়। এক্ষেত্রে কোনো কুপন রেট দেয়া থাকেনা,,, বরঞ্চ বন্ডের লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয় কিন্তু সময় শেষে লিখিত মূল্যে বন্ডের অর্থ পরিশোধ করা হয়। বন্ডের ক্রেতার লাভ = লিখিত মূল্য- ক্রয়মূল্য (কমদামে)। উদাহরণের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করা যাক, ধরুন কোনো কোম্পানি ৫ বছর মেয়াদি ১,৫০০ টাকার বন্ড ছাড়লো যা বাজারে ১,০০০ টাকায় বিক্রি হবে। এখন আপনি মোট ১০০ টি বন্ড কিনলেন। এখানে, আপনি মোট বিনিয়োগ করলেন (১,০০০×১০০)= ১,০০,০০০। কিন্তু, ৫ বছর পর আপনি পাবেন (১,৫০০×১০০) = ১,৫০,০০০। লাভ = (১,৫০,০০০ - ১,০০,০০০) = ৫০,০০০। জিরো কুপন বন্ড অনেকটা সরকারি সঞ্চয়পত্রের মতো কাজ করে। তবে সঞ্চয়পত্রের সাথে পার্থক্য হলো এই বন্ডের কিছু অংশ শেয়ারে কনভার্ট করা যায়। এই বন্ডের দাম সাধারণ শেয়ারের মতো উঠানামা করেনা, তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ব্যবহার করা যায়। সুইটি রাণী বনিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
আজ সমন্বিত ৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লিখিত ফলাফল প্রকাশ পেলো। ভাইবা ০১/০২/২০২২ তারিখে শুরু হবে। ২৪০৪ জন থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হবে ৭৭১ জন। তাই এই দুর্গম পথ পাড়ি দিয়ে যারা বাংলাদেশ ব্যাংকের দরজায় পা দিবেন তাদের জানাই ফুলেল শুভেচ্ছা। চলুন জেনে নেই ভাইবা সর্ম্পকে প্রাথমিক ধারণাঃ ::: সরকারি সকল ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকসহ সকল পরীক্ষার ভাইবা মার্কস হলো ২৫। ভাইবা হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা। :::: ১.প্রথমেই বলবো আপনার ড্রেসআপ নিয়েঃঃ আপনার ড্রেস যেন মার্জিত এবং পরিপাটি হয়। টাই পড়াই ভালো। অর্থাৎ আপনার যা কিছু আছে তা যেন পরিস্কার ও পরিচ্ছন হয়। ২. Introduce yourself, why you interest to serve in Baking Sector এই Question গুলো জানা। ৩. আপনার এলাকার পরিচিত, বিশেষ ব্যক্তিত্ব, স্থান, মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর এর অধীনে ইত্যাদি। ৪.আপনার বিশ্ববিদ্যালয়ের একাডেমি বিষয় সম্পর্কে প্রাথমিক বিষয়গুলো জানা। ৫. ব্যাংকিং রিলেটেড প্রাথমিক তথ্য যেমন Bank rate, CRR,CSR, Balance Sheet, total Bank, commercial vs Private Bank, Economic ...
১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা আল-আমিন আহমেদ -38th BCS Audit & Accounts (Recommended) Position- 6th Subject: Mechanical Engineering(RUET) বোর্ড- শাহজাহান আলী মোল্লা স্যার চয়েজঃ এডমিন,পুলিশ,অডিট..... ভাইবাঃ ০৫ ডিসেম্বর সময়ঃ১৫ মিনিট চেয়ারম্যান স্যারঃ শুরুতেই নিজের সম্পর্কে বলতে বললো। -- স্যার বাংলায় বলাতে আমি বাংলায় ই উত্তর করি। চেয়ারম্যান স্যার : ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, কিন্তু নিজের ক্যাডার দিয়েছেন ৫ নং এ। শুরুতেই প্রশাসন। কেনো প্রশাসন এইটা এই স্যার কে বুজিয়ে বলুন(এক্সটার্নাল এর দিকে দেখিয়ে)। -- এবার আমি বাংলায় শুরু করার পর স্যার থামিয়ে দিয়ে বললেন,ইংরেজিতে বলুন।আপনার ইংরেজি টাও আমাদের দেখা দরকার। এক্সটার্নাল ১ : বাংলাদেশের বাজেটের আকার বলুন। : বৈদেশিক উতস থেকে কতটুকু আসবে। : রেমিট্যান্স এবং এক্সপোর্ট নিয়ে একটা প্রশ্ন ছিলো। ...
Comments
Post a Comment