জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

কুপন বলতে লভ্যাংশ/সুদকে বুজায়।


যেমন-১০০ টাকার বন্ড ১০% কুপন রেটে বিক্রি করলে ১ বছর পর (১০০×১০℅) = ১০ টাকা সুদ সহ মোট( ১০০+১০)= ১১০ টাকা পাবে।

অন্যদিকে জিরো কুপন বন্ড বলতে সুদবিহীন বন্ডকে বুজানো হয়। এক্ষেত্রে কোনো কুপন রেট দেয়া থাকেনা,,, বরঞ্চ বন্ডের লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয় কিন্তু সময় শেষে লিখিত মূল্যে বন্ডের অর্থ পরিশোধ করা হয়।


বন্ডের ক্রেতার লাভ = লিখিত মূল্য- ক্রয়মূল্য (কমদামে)।

উদাহরণের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করা যাক, ধরুন কোনো কোম্পানি ৫ বছর মেয়াদি ১,৫০০ টাকার বন্ড ছাড়লো যা বাজারে ১,০০০ টাকায় বিক্রি হবে। এখন আপনি মোট ১০০ টি বন্ড কিনলেন।


এখানে, আপনি মোট বিনিয়োগ করলেন (১,০০০×১০০)= ১,০০,০০০। কিন্তু, ৫ বছর পর আপনি পাবেন (১,৫০০×১০০) = ১,৫০,০০০।


লাভ = (১,৫০,০০০ - ১,০০,০০০) = ৫০,০০০।


জিরো কুপন বন্ড অনেকটা সরকারি সঞ্চয়পত্রের মতো কাজ করে। তবে সঞ্চয়পত্রের সাথে পার্থক্য হলো এই বন্ডের কিছু অংশ শেয়ারে কনভার্ট করা যায়। এই বন্ডের দাম সাধারণ শেয়ারের মতো উঠানামা করেনা, তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ব্যবহার করা যায়।



সুইটি রাণী বনিক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Comments

Popular posts from this blog

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ