ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী
আজ সমন্বিত ৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লিখিত ফলাফল প্রকাশ পেলো। ভাইবা ০১/০২/২০২২ তারিখে শুরু হবে। ২৪০৪ জন থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হবে ৭৭১ জন। তাই এই দুর্গম পথ পাড়ি দিয়ে যারা বাংলাদেশ ব্যাংকের দরজায় পা দিবেন তাদের জানাই ফুলেল শুভেচ্ছা।
চলুন জেনে নেই ভাইবা সর্ম্পকে প্রাথমিক ধারণাঃ
:::
সরকারি সকল ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকসহ সকল পরীক্ষার ভাইবা মার্কস হলো ২৫। ভাইবা হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা।
::::
১.প্রথমেই বলবো আপনার ড্রেসআপ নিয়েঃঃ
আপনার ড্রেস যেন মার্জিত এবং পরিপাটি হয়। টাই পড়াই ভালো। অর্থাৎ আপনার যা কিছু আছে তা যেন পরিস্কার ও পরিচ্ছন হয়।
২. Introduce yourself, why you interest to serve in Baking Sector এই Question গুলো জানা।
৩. আপনার এলাকার পরিচিত, বিশেষ ব্যক্তিত্ব, স্থান, মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর এর অধীনে ইত্যাদি।
৪.আপনার বিশ্ববিদ্যালয়ের একাডেমি বিষয় সম্পর্কে প্রাথমিক বিষয়গুলো জানা।
৫. ব্যাংকিং রিলেটেড প্রাথমিক তথ্য যেমন Bank rate, CRR,CSR, Balance Sheet, total Bank, commercial vs Private Bank, Economic Review,Budget etc
৬. ব্যাংলাদেশ ব্যাংকের কাজ, বিভিন্ন গর্ভণরের নাম ও যে ব্যাংকের ভাইবা দিবেন সেই ব্যাংক সর্ম্পকে।
Hierarchy of Bank
৭. যেদিন ভাইবা ঐদিন দৈনিক পত্রিকার হিডিং এবং বাংলা ও ইংরেজি সাল এবং তারিখ।
ওভারঅল যা পারবেন সঠিক উওর দিবেন। না পারলে বলবেন স্যার এই মূহুর্তে পারছি না।
এছাড়াও
অহেতুক ভীতি, অল্পতে ঘাবড়ে যাওয়া, আঞ্চলিক ভাষায় কথা বলা, বিনয়ী না হওয়া এই বিষয়গুলো পরিহার করতে হবে।
সবার জন্য শুভকামনা
মোঃ ইউসুফ আলী
Comments
Post a Comment