41 BCS Viva - পুলিশ - গোবিন্দ হালদার

৪১ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা। 
বোর্ডঃ নাম প্রকাশে অনিচ্ছুক 
সিরিয়ালঃ ০৩
সময়ঃ ১৫-১৮ মিনিট 
তারিখঃ ৭/১২/২০২২
আমিঃ ভিতরে গিয়ে নমস্কার দিলাম
স্যারঃ বসুন।
আমিঃ ধন্যবাদ দিয়ে বসলাম।
স্যারঃ আপনার নাম কি??
আমিঃ গোবিন্দ হালদার। 
স্যারঃ আচ্ছা হালদার এর অর্থ কি??
আমিঃ ব্যবসায়ী বা তত্ত্বাবধায়ক। উল্লেখ্য আমাদের বর্নপ্রথা অনুযায়ী আমরা নমশুদ্র এবং আমাদের পূর্বপুরুষদের পেশা ছিল ব্যবসা। 
স্যারঃ বর্নপ্রথায় কতটি ভাগ?
আমিঃ ৪ টি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র।
স্যারঃ হালদারের হাল এবং হালখাতার হাল কি একই??
আমিঃ স্যার এ ব্যাপারে আমি সঠিক জানি না তবে, আমার মতে এক নয়।
স্যারঃ বাড়ি কোথায়? 
আমিঃ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায়। 
স্যারঃ এখন থাকো কোথায়?
আমিঃ চাকরির জন্য ঢাকায় থাকি।
স্যারঃ কিসে চাকরি করো?
আমিঃ বর্তমানে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। এর পূর্বে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে সুপারিশ প্রাপ্ত ছিলাম।
স্যারঃ তোমার ব্যাংকের অনাপত্তিপত্র কোথায়?
আমিঃ স্যার ভাইভার সময়সূচি প্রকাশিত হবার পরে আমি অনাপত্তিপত্র নেওয়ার চেষ্টা করেছিলাম এবং তাতে ১৫ কর্মদিবস সময় লাগবে তাই নিয়ে আসতে পারি নাই।
স্যারঃ তুমি কত দিন সময় পেয়েছিলে?
আমিঃ স্যার ৭ দিন।
স্যারঃ তাইলে তুমি আগামী ১০ দিনের মধ্যে অনাপত্তিপত্র জমা দিয়ে যেও। এর আগেও কিছু করেছ?
আমিঃ জ্বী স্যার জমা দিয়ে যাব৷ স্যার এর আগে আমি পল্লীবিদ্যুতে ACE পদে কর্মরত ছিলাম ৩ মাস।
স্যারঃ ভালো। আপনারা প্রশ্ন করুন।
এক্সটার্নাল ১ঃ প্রথম পছন্দ কি?
স্যারঃ আমি বলছি। পুলিশ, এডমিন, অডিট, ট্যাক্স।
এক্স ১ঃ পুলিশ ক্যাডার তোমার প্রথম পছন্দ কেন?
আমিঃ আমি চ্যালেঞ্জিং এবং শৃঙ্খলাবদ্ধ জব পছন্দ করি। এখানে প্রমোশনের সুযোগ বেশি এবং মানুষ বিপদের সম্মুখীন হলে কাছ থেকে সাহায্য করার সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।
এক্স ১ঃ কি কি সুযোগ সুবিধা?? 
আমিঃ কাজের সুবিধার জন্য একটি গাড়ি পাওয়া যাবে, রেশনের ব্যবস্থা আছে, পরিবারের জন্য পুলিশ হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া যাবে, ঝুকি ভাতা, দেহরক্ষী পাওয়া যাবে। 
এক্স১ঃ পুলিশের পদসোপান বলো।
আমিঃ Assistant Superintendent of Police, Additional Superintendent Police. বলার থামিয়ে দিলো।
এক্স১ঃ তোমার সর্বোচ্চ পদ কি হবে? 
আমিঃ IGP
এক্স১ঃ পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা রয়েছে কি?
আমিঃ পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দিন দিন বদলাচ্ছে। বিশেষ করে করোনাকালীন সময়ে পুলিশের আত্নত্যাগ, জঙ্গি নিয়ন্ত্রনে সাহসী ভুমিকা পুলিশের ভাবমূর্তি ইতিবাচক করছে দিন দিন। এছাড়া এসপি মাশরুফ হোসেন, এডিশনাল এসপি শামীম আনোয়ার এর মত মানুষরা পুলিশের প্রতি নেতিবাচক ধারণা দিন দিন কমিয়ে এনেছে। তবে কিছু অসাধু লোক আছে যাদের জন্য পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে।
এক্স১ঃ প্রমোশন পেয়ে এর তুলনায় তো এডমিনে আরও বেশি উপরে যেতে পারবে।
আমিঃ স্যার আমি মনে করি " সংকল্পের কাছে বিকল্প থাকা উচিত না"। প্রকাশ থাকে যে, আমার পরিবার বলেছে তুমি তোমার পছন্দ অনুযায়ী ক্যাডার সার্ভিসে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাও। আমি সর্বদা পরিবারের কথা শুনে চলার চেষ্টা করি।এই কারনে পুলিশকে প্রথমে দেওয়া।
এক্স১ঃ মুজিব বাহিনী এবং মুক্তিবাহিনীর পার্থক্য কি?
আমিঃ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বঙ্গবন্ধুকে অনুসরণ করে মুক্তিযুদ্ধ করেছে তাদের মুজিব বাহিনী এবং ৪ এপ্রিল, ৭১ সালে তেলিয়াপাড়া রণকৌশল অনুযায়ী যোদ্ধাদের মুক্তিবাহিনী বলা হয়।
এক্স১ঃ বঙ্গবন্ধুর লেখা বই কতটি?
আমিঃ ৩ টি।
এক্স১ঃ পড়েছ?
আমিঃ জ্বী স্যার। 
এক্স১ঃ  বল বই ৩ টি নাকি ৪ টি?
আমিঃ ৩ টি।
এক্স১ঃ বলো আমার দেখা নয়াচীন বইয়ে বঙ্গবন্ধুর ফিলোসোফি গুলা কি কি?
আমিঃ স্যার এই সম্পর্কে আমাকে আরও জানতে হবে। ( কার্যত এই প্রশ্নের উত্তর না পারাই আমাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে)
এক্স১ঃ তুমি সাহিত্য পড়?
আমিঃ জ্বী স্যার। 
এক্স১ঃ কি কি পড়েছ??
আমিঃ রবীন্দ্রনাথের উপন্যাস " নৌকাডুবি " "শেষের কবিতা " পড়েছি।
এক্স১ঃ বলো কেটি কে ছিল?
আমিঃ দুঃখিত স্যার, এখন মনে পরছে না। (এই দুই প্রশ্নই ভাইভা শেষ করে দিয়েছে)
এক্স২ঃ তুমি ব্যাংকের কোন ব্রাঞ্চে আছ?
আমিঃ আইসিএমএইচ ব্রাঞ্চ, মাতুয়াইল।
এক্স২ঃ ব্যাংকের তারল্যসংকট নিয়ে ১০ টি বাক্য বলো।
আমিঃ ২০২০ সালে ব্যাংকে মোট তারল্য ছিল ১২ লক্ষ ৫১ হাজার কোটি, ২০২১ সালে ১৩ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা,  ২০২২ সালে ১৪ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা। এক্ষেত্রে দেখা যাচ্ছে গত ১ বছরে তারল্য বেড়েছে ১ লক্ষ ১ হাজার কোটি টাকা। এই সময়ে ঋণ প্রদান হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার কোটি টাকা এবং মূল্যস্ফীতির জন্য গত এক মাসে ৫০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলে মানুষ দৈনন্দিন খরচ মেটাচ্ছে। সামগ্রিক ভাবে মনে হচ্ছে তারল্যসংকট আছে কিন্তু ব্যাংকিং হিসেবে টাকা ডিপোজিট বাড়ছে এবং সেখান ঋণরদান হয়েছে তাই তারল্যসংকট নেই।
স্যারঃ রিজার্ভ কমার কমেছে কত?
আমিঃ সেপ্টেম্বর ২১ থেকে সেপ্টেম্বর ২২ এই সময়ে ১১ বিলিয়ন মার্কিন ডলার কমেছে।
স্যারঃ রিজার্ভ কমার কারন কি?
আমিঃ মাননীয় প্রধানমন্ত্রীর বলেছেন।  ভ্যাক্সিন ক্রয়, খাদ্য আমদানি, পায়রা বন্দর নির্মান, বিনিয়োগ। এই কারনে রিজার্ভ কমেছে।
স্যারঃ তারল্যসংকট কমার কারন কি?
আমিঃ advance Reserve ratio কমানো,
cash Reserve ratio বাড়ানো, Statutory liquidity Ratio বাড়ানো। 
স্যারঃ তুমি বলো এই গুলা বাংলাদেশ ব্যাংক চেঞ্জ করে নাই?
আমিঃ করেছে তবে আশাব্যঞ্জক নয়।
স্যারঃ রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক কত ডলার মার্কেটে ছেড়েছে?
আমিঃ সঠিক জানা নেই স্যার। 
স্যারঃ এই মার্কেটে ছাড়া ডলার কারা কিনেছে?
আমিঃ ব্যাংক কিনেছে।
স্যারঃ কিভাবে?
আমিঃ সম পরিমান বাংলাদেশি অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রেখে।
স্যারঃ এটা তো তারল্যসংকট হওয়ার একটা কারন যেটা তুমি বলো নাই।
আমিঃ জ্বী স্যার। 
স্যারঃ তুমি এখন আসতে পারো।
আমিঃ ধন্যবাদ স্যার। নমস্কার।
বি.দ্রঃ যা কথোপকথন হয়েছে সেটাই উল্লেখ করা হয়েছে। ভুলত্রুটি নিজ দায়িত্বে বুঝে নিবেন।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ