41 BCS Viva - এডমিন -

৪১ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 
তারিখঃ ০৬/১২/২২
বোর্ডঃ জনাব ফয়েজ স্যার 
সাবজেক্টঃ লেদার ইন্জিনিয়ারিং 
চয়েজঃ এডমিন, পুলিশ।
বোর্ড চেয়ারম্যান স্যারঃ নাম পরিচয় জিজ্ঞাসার পরে, আচ্ছা ১৯৬৯ এর গনঅভ্যুত্থান সম্পর্কে তো জানো, গনঅভ্যুত্থানের কারন কি ছিলো আর এই অভ্যুত্থান মুক্তিযুদ্ধের উপর কিভাবে প্রভাব ফেলেছিলো?
চে.স্যারঃ ১৯৬৬ এ বঙ্গবন্ধু প্রণীত ৬ দফা কীভাবে সাধারণ জনগণকে প্রভাবিত করেছিলো? 
চে.স্যারঃ একমাত্র ‘বঙ্গোপসাগর’ ছাড়া আর কোনও কিছুর নামের সঙ্গে ‘বাংলা’ কথাটির অস্তিত্ব খুঁজিয়া পাওয়া যায় নাই।...জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি আজ হইতে পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। উক্তিটি কার? 
চে.স্যারঃ কবে এবং কোন প্রেক্ষিতে তিনি উক্ত কথাটি বলেছিলেন?  
চে.স্যারঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দুজন ছেলে ছিলেন, তাদের সম্পর্কে বলুন। 
চে.স্যারঃ ওনার ছেলেরা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন নাকি বিপক্ষে?  
চে.স্যারঃ আজকে কি কি দিবস? দিবসগুলোর ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করেন। 
চে.স্যারঃ সম্প্রতি কৃষ্ণ সাগরে একটি চুক্তি হয়েছে। চুক্তিটার নাম কি ও পক্ষ গুলো কে কে? চুক্তির মেয়াদ কতদিনের? 
চে.স্যারঃ এই চুক্তি বাংলাদেশের উপর কীরূপ প্রভাব ফেলবে?
এক্সটার্নাল ১ স্যারঃ ক্যাডার চয়েজ লিস্ট জানতে চাইলেন।
এক্স ১ঃ প্রশাসন ক্যাডার ১ নম্বরে এবং পুলিশ ২ নম্বরে রাখছেন কেনো? 
এক্স ১ঃ প্রশাসন ক্যাডারে গিয়ে দেশের জন্য কী ভূমিকা রাখবেন? 
এক্স ১ঃ লেদার সেক্টর রিলেটেড ৫-৬ টা সাবজেক্টিভ প্রশ্ন। (লেদার সেক্টরের বর্তমান অবস্থা, ক্রোম ট্যানিং লেদারের ক্ষতিকর দিক, পরিবেশ দূষণ, লেদার সেক্টরের উন্নয়নে সরকার কেনো ভূমিকা রাখতে পারছে না, CETP কি ও এর কার্যপ্রণালী, LWG Certification etc) 
এক্স ২ঃ ইংরেজিতে ১৬তম ও ২০তম শব্দ দুটি উচ্চারণ করেন। Sixteenth ও Twentieth এর spelling বলেন। 
এক্স ২ঃ Syllable কী? এর ব্যবহার বলেন। 
ধন্যবাদ, আসতে পারেন।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ