ভাইভা অভিজ্ঞতা (৪০ তম বিসিএস) তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২১

ভাইভা অভিজ্ঞতা (৪০ তম বিসিএস)
তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২১
বোর্ডঃ বিজ্ঞ সদস্য শ্রদ্ধেয় আব্দুল মান্নান স্যার
সিরিয়ালঃ ৩ 
সময়ঃ ১৭-১৮ মিনিট৷ 
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
মেধাক্রমঃ ৬২ 
১ম বিসিএস ছিল ৪০ তম আর সেই কারণে আবেগের পরিমাণ  ছিল আকাশচুম্বী। ৪১ তম রিটেন আর ৪৩ তম প্রিলিমিনারি দিয়ে প্রায় বিধ্বস্ত আমি। এছাড়াও ৪১ তম রিটেনের ঠিক ৭ দিন পর ১৩ তারিখ ছিল প্রথম ভাইভার দিন। 
দুরুদুরু বুকে অনুমতি নিয়ে ভাইভা বোর্ডে প্রবেশ করার পর খানিক এগিয়ে আদাব দিলাম। চেয়ারম্যান স্যার বসার অনুমতি দিলেন। ধন্যবাদ জ্ঞাপন করে বসলাম। (মাস্ক খুলেই ভাইভা গ্রহণ করেছিলেন) 
চেয়ারম্যান স্যারঃ অন্তরা সরকার অদ্রি, ২৬ সেপ্টেম্বর, ১৯৯৫।
চেয়ারম্যানঃ বাহ! তোমার জন্মদিন ২৬ সেপ্টেম্বর!  জানো এই দিন কার জন্মদিন। 
- জ্বি স্যার, বাংলা সাহিত্যের যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।  
চেয়াঃ আচ্ছা বলুন তো তার ১০০ বছর পর এই উপমহাদেশে কে জন্মগ্রহণ করেছিলেন? 
- স্যার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ  বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেছিলেন। ( প্রথমে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম, পরেই মনে পরে ১৮২০ সালেই ঈশ্বরচন্দ্র জন্মেছিলেন) 
চেয়াঃ তাঁকে  ছোটবেলায় কী নামে ডাকা হতো জানো? 
- স্যার খোকা নামেই ডাকতেন সবাই। 
 চেয়াঃ মুজিব বর্ষ কখন থেকে? 
- বললাম। 
চেয়াঃ ২০১৮ সালে স্নাতকোত্তর শেষ করেছ এখন কোথায় আছো?
- স্যার আমি বিসিএস র জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। 
চেয়াঃ এতদিন ধরে! বিসিএসই কেন? 
- স্যার, আমি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করতে চাই। (আরো কিছু ছিল মনে করতে পারছি না)
চেয়াঃ প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলো কী? 
- স্যার, যদিও বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং উদ্যোগে দেশে দারিদ্র্য এখন ক্রমহ্রাসমান তবুও দরিদ্র, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এখন ও রয়েছে। এছাড়া ও নারীর প্রতি সহিংসতা, নির্যাতন,  বাল্যবিবাহ সহ বর্তমানে আলোচিত বিষয় হলো জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব।..... 
চেয়াঃ শ্যাডো প্যান্ডেমিক কী? 
- বললাম 
চেয়াঃ আপনার পছন্দক্রম?  
- স্যার, বিসিএস( প্রশাসন) , বিসিএস( শুল্ক ও আবগারি), বিসিএস ( কর)... 
চেয়াঃ পররাষ্ট্র ক্যাডার পিছনে দিয়েছো? 
- স্যার আমি কোন পেশাকেই অসম্মান করি না। তবে আমি আসলে দেশে থেকেই রাষ্টযন্ত্রের সেবক রূপে কাজ করতে আগ্রহী তাই পররাষ্ট্র কে শেষে রেখেছি। 
চেয়াঃ এক্সটার্নাল স্যারকে বললেন প্রশাসন থেকে আপনি প্রশ্ন করুন স্যার। 
১ম এক্সটার্নাল স্যারঃ আপনি প্রশাসন আগে দিয়েছেন কারণ কী? 
- স্যার প্রশাসন ক্যাডার কে Nation building Department হিসেবেই ধরা হয়, তাই আমি এখানে সমগ্র জনগোষ্ঠীর সাথে থেকে তাদের সেবায় নিয়োজিত থাকার সুযোগ পাব। (আরো অনেক কিছু) 
১ম এক্সটার্নাল স্যারঃ Nation Building তো শিক্ষা ক্যাডারের কাজ। 
- স্যার, জেলার ডিসি মহোদয় সংশ্লিষ্ট জেলায় সমন্বয়কারী রূপেই কাজ করেন। ( আরো কিছু বলেছিলাম যা মনে নাই) 
১ম এক্সটার্নাল স্যারঃ গতকাল কী দিবস ছিলেন জানেন? 
- স্যার, ১২ ডিসেম্বর - ডিজিটাল বাংলাদেশ দিবস।  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় ফাইভ জি উন্মোচন হয়েছে। 
১ম এক্সটার্নালঃ ডিজিটাল ডিভাইড কী? 
- ( আগের দিনই ড.সেজুতি সাহা এই নিয়ে বক্তব্য দিয়েছিলেন সুন্দর করে বলে দিয়েছি গ্রাম শহরের বৈষম্যের কথা) 
১ম এক্সটার্নাল স্যারঃ ৪জি আর ৫ জি পার্থক্য?
- বললাম
১ম এক্সটার্নাল স্যারঃ বিসিএস (কাস্টমস)  ২য় পছন্দ রাখার কারণ?
- উত্তর দিলাম
২য় এক্সটার্নাল স্যারঃ বিসিএস ( কাস্টমস)  এবং ট্যাক্স র মাধ্যমে রাজস্ব আদায় করে কেন? 
- উত্তর দিলাম ( উত্তরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ১০ টি উদ্যোগ, মেগা প্রকল্প রেখেছিলাম। স্বভাবতই পরের প্রশ্ন) 
চেয়াঃ প্রধানমন্ত্রীর উদ্যোগ ১০টি কী কী 
- উত্তর দিলাম (আমার বাড়ি আমার খামার বলার পর স্যার বলেছিলেন ওটা না একটি বাড়ি একটি খামার পরে এক্সটার্নাল স্যার ই বলে দিলেন বর্তমানে নাম পরিবর্তন) 
চেয়াঃ এ সকল কার্যক্রম সূচনা কার হাত ধরে হয়েছিল? 
- উত্তর দিলাম
চেয়াঃ প্রশাসন ক্যাডারের তত্ত্বাবধানে কোন কার্যক্রম হয়? 
- গুচ্ছ গ্রাম প্রকল্পের কথা বলেছি
চেয়াঃ মেগাপ্রকল্প কী? কোনগুলো
- উত্তর দিলাম
চেয়াঃ আলোচিত কোনটি বর্তমানে? 
- বঙ্গবন্ধু টানেল নিয়ে বলেছি। 
চেয়াঃ টেবিলের সামনে থেকে ছবি দেখে জানতে চাইলেন? 
- (জর্জ হ্যারিসনের ছবি থাকায় Concert for Bangladesh সমগ্র ঘটনা বলেছি) 
চেয়াঃ পন্ডিত রবি শংকরের সাথে আমাদের আত্মিক সম্পর্ক আছে জানি কী না? 
- খুব কমন ছিল কিন্তু আমি স্যরি স্যার বলে দিয়েছি। 
চেয়াঃ সংগীত চর্চা করি কী না? 
- বললাম 
চেয়াঃ আমার কাগজপত্র দেখতে দেখতে হঠাৎ বললেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট? 
- জ্বি স্যার, স্নাতক ২য় স্থান, স্নাতকোত্তর এ ১ম স্থান। (সিজিপিএ ৩.৯৪ এবং জিপিএ ৪.০০)
চেয়াঃ জিপিএ ফোর  আউট অফ ফোর 
- জ্বি স্যার। 
চেয়াঃ মা তুমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করবে না কেন? 
- উত্তর দিলাম ( রেডি ছিলাম এই প্রশ্নের জন্যই) 
১ম এক্সটার্নাল স্যারঃ স্কুল - কলেজ? 
- ভিকারুননিসানূন স্কুল এণ্ড কলেজ। 
চেয়াঃ বাবা কী করেন? 
- উত্তর দিলাম 
চেয়াঃ তোমাকে রেখেই রিটায়ার্ড হয়ে গিয়েছেন। ভাই বোন কয়জন? 
- উত্তর দিলাম 
চেয়াঃ তুমি একাই! বলে হাসলেন। 
আমি ও সর্বক্ষন হেসেই উত্তর দিয়েছি 
চেয়াঃ বাবা কোন স্কুলের শিক্ষক ছিলেন? শিক্ষা ক্যাডার কত নম্বরে দিয়েছি? 
- উত্তর দিলাম। 
শান্তিবাগ হাই স্কুল যে পূর্বে এরশাদ স্কুল ছিল তাই নিয়ে নিজেদের  মধ্যে কথোপকথন করছিলেন। 
চেয়াঃ আচ্ছা মা তোমার সামনে প্রধানমন্ত্রীর বাণী আছে দেখো তো। 
- টেবিলেই ছিল " আর কখনো পথ হারাবে না বাংলাদেশ"।  
( আমি সেটাই পড়ে শোনালাম) 
চেয়াঃ ব্যাখা করো তো। 
-১৯৭৫ সালের ১৫ আগস্ট  কিছু বিপথগামী সেনা সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের  মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন,থমকে যায় স্বাধীনতা  পরবর্তী যুদ্ধ -বিধ্বস্ত দেশের উন্নয়নের যাত্রা । কিন্তু বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বনির্ভর, উন্নয়নশীল থেকে উন্নত দেশে যাত্রা শুরু করেছে। (আরো কিছু বলেছি যা মনে নেই) 
চেয়াঃ ঠিক আছে। এবার তুমি আসতে পার। 
ধন্যবাদ দিয়ে পুনরায় আদাব দিয়ে হেসে বের হয়ে আসলাম। 
স্যার অমায়িক, একবারও মনে হয়নি ভাইভা বোর্ড। সর্বক্ষন হাসি মুখেই কথোপকথন চলছিল। 
সকলের কাছে আশীর্বাদপ্রার্থী। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ