ভাইভা অভিজ্ঞতা -ফরেন > কাস্টমস > এডমিন
ভাইভা অভিজ্ঞতা
০৬/০২/২০২২
চয়েসঃ ফরেন > কাস্টমস > এডমিন।
ঢুকে সালাম দেয়ার পরে স্যার বসতে বললেন।।
১.চয়েস গুলি বলো
২. ব্যাক্তিগত প্রশ্ন
৩. Treaty agreement mou accord কি? একবারে।
blundered. Not pleased.
৪. Negotiation কী। বলার মধ্যে win win আসছিলো।সেটা কি।
৫. আব্রাহাম একর্ড। কোন কোন দেশ। mbs mbz কে।
৬.ইউক্রেন এ সংঘাত নিয়ে রাশিয়ার বক্তব্য। রাশিয়ার চাওয়া। আমেরিকার সাথে মিটিং এ কি বলসে আমেরিকা। কোন অঞ্চলে সংঘাত বেশি ইউক্রেন এর। কারন কি। যুদ্ধ লাগলে বাংলাদেশ এ কি প্রভাব পড়তে পারে৷ রাশিয়া কত সৈন্য মোতায়েন করেছে।
৭. গাজার পাশে কোন এলাকা।
answered but not taken (মারত্মক তিরস্কার।)
৮. ইকোনমিক ডিপ্লোমেসি।
Not pleased
৯. বাংলাদেশের জেনোসাইড স্বীকৃতি। কার অবদান আছে।
১০. মাননীয় প্রধানমন্ত্রীর বই। নাম। কোনটা পড়সি৷ আরো নাম। দারিদ্র্য নিয়ে কোন বই।
Not pleased
১১. মুক্তিযুদ্ধ করার পেছনে তিনটা যুক্তিসঙ্গত কারন।
১২. মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য।
Blundered
১৩. একুশে পদক। বাংলাদেশের পদক কি কি৷ এবারের পদক পাওয়া কয়েকজন উল্লেখযোগ্য ব্যাক্তি৷
১৪. বংগবন্ধুর নামে কি কি পদক।
Not pleased
১৫. আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল কবে। এই অঞ্চলে প্রভাব।
১৬. অর্থনৈতিক বৈষম্য পরিমাপের পদ্ধতি। বাংলাদেশের মান।
(৭০% প্রশ্ন ইংরেজিতে করেছেন স্যাররা। আর্টিকুলেশন নিয়ে স্যাটিসফাইড নিজে। এক কোশ্চেন থেকে আরেক কোশ্চেন এর মাঝে গ্যাপ খুব কম ছিল। কোশ্চেন অনুযায়ী আরো ভালো করা উচিত ছিল।)
Comments
Post a Comment