ভাইভা অভিজ্ঞতা-পররাষ্ট্র

ভাইভা অভিজ্ঞতা ঃ ২৬/০৯/২০২১

বোর্ডঃ প্রফেসর হামিদুল হক

পছন্দক্রমঃ পররাষ্ট্র,  প্রশাসন।  

after lunch...  

চেঃ নাম কি? আর কিছু না।

এক্স২ঃ

1. সম্প্রতি শেখ হাসিনা কি পুরস্কার পেল। 

2.রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের কুটনীতি কতটুকু সফল। আপ্নি কি মনে করেন। 

3. রোহিঙ্গা আসলে কারা। 

4. মায়ানমার সৃষ্টির সময় প্রেসিডেন্ট কে ছিলেন। 

5..অই সময়ের রোহিংগাদের থেকে কে কে মন্ত্রিসভায় ছিলেন। 

6. সর্বশেষ রোহিংগা নেতা যিনি মায়ানমার মন্ত্রীসভায় ছিলেন তার নাম।

7. FTA & PTA এর পার্থক্য।  

8. বাংলাদেশ উন্নত দেশ হলে কি কি চ্যালেঞ্জ এর সম্মুখীন হবে। 

9.ডেল্টা প্ল্যান ২১০০ কি এবং কি কারণে করছে। 10.নেদারল্যান্ডস এর সাথেই কেন করল।

এক্স ১ঃ  

11.What is economic diplomacy?

12. কোভিড মোকাবেলায় বাংলাদেশ সরকারের অর্থনৈতিক পদক্ষেপ। 

13.কোভিড মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ।  

এক্স২ঃ স্যার ছেড়ে দেই ওকে। 

কাগজপত্র নিয়ে,  ধন্যবাদ দিয়ে প্রস্থান। 

Gathered experience.  It was literally a cyclone which i barely survived.  

দুয়া করবেন আমার জন্য। 

সবার জন্য শুভকামনা।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ