৪০ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা- এস, এম, রাহাতুল ইসলাম

৪০ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
এস, এম, রাহাতুল ইসলাম
পররাষ্ট্র ক্যাডার (গেজেটেড)
ভাইভার তারিখ: ১১/১১/২০২১
সময়: ১৯-২০ মিনিট।
৪০ তম বিসিএস আমার প্রথম বিসিএস এবং ৪০ তম বিসিএস এর ভাইবা হচ্ছে আমার জীবনে প্রথম কোন চাকরির ভাইভা। তবে প্রথম ভাইবা হলেও তেমন একটা ভয় কাজ করেনি, তবে ভাইবার দিন সকালবেলা কিছুটা উত্তেজনা কাজ করছিল ভেতরে ভেতরে। প্রথমে একটি বিশাল হলরুমে স্পিচ দেয়া হয় এবং আমার বোর্ড সিলেক্ট হওয়ার পর সেখানে বেশ কয়েকজনের পরে আমার সিরিয়াল আসে। ভেতরে ঢুকে সালাম দিলে চেয়ারম্যান স্যার আমাকে বসতে বলেন, অতঃপর আমার ভাইভা শুরু হয়।
চে. স্যার: তোমার নিজের ডিপার্টমেন্টাল পরীক্ষার সাবজেক্ট কোড কত?
আমি: ৫১০
চে. স্যার: তোমার third choice কি?
আমি: BCS Police.
চে স্যার: First choice?
আমি: BCS Foreign Affairs.
চে. স্যার: Last choice?
আমি: BCS Information (Radio Engineering)
চে. স্যার: বর্তমানে কোথায় কর্মরত আছো?
আমি: স্যার, আমি বর্তমানে কোথাও কর্মরত নেই।
চে. স্যার: বাংলা সাহিত্য সম্পর্কে জ্ঞান আছে কি?
আমি: জি স্যার, আছে।
চে. স্যার: তাহলে বলতো, বাংলা সাহিত্যের বিপ্লবী কবি কে?
আমি: কাজী নজরুল ইসলাম (সঠিক উত্তর: সুকান্ত ভট্টাচার্য)
চে. স্যার: তাহলে বিদ্রোহী কবি কে?
আমি: কাজী নজরুল ইসলাম। (তৎক্ষণাৎ বুঝেছিলাম যে আগের উত্তরটি ভুল ছিল, স্যারও হেসে হেসে বলেছিলেন, তাহলে বিপ্লবী আর বিদ্রোহী এক হলো নাকি, আমি তখন সরি স্যার বলেছিলাম)
চে. স্যার: বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি?
আমি: ১২০১ থেকে ১৮০০ সাল পর্যন্ত।
চে. স্যার: বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটি?
আমি: ১৭৬০ থেকে ১৮৬০ (সঠিক উত্তর: ১২০১ হতে ১৩৫০)
চে. স্যার: আচ্ছা বলতো, বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম গ্রন্থটি কোনটি?
আমি: স্যার, চর্যাপদ।
চে. স্যার: একটি প্রথম কোথায় পাওয়া গিয়েছিল?
আমি: স্যার, নেপালের রাজ গ্রন্থশালায় চর্যাপদ প্রথম আবিষ্কৃত হয়।
চে. স্যার: ড: হরপ্রসাদ শাস্ত্রী এর নাম কি দিয়েছিলেন?
আমি: চর্যাচর্যবিনিশ্চয়।
চে. স্যার: সূর্যসেন এর সাথে একজন বিপ্লবী নারী যুক্ত ছিলেন, তিনি কে?
আমি: তিনি হলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার।
চে. স্যার: তাদের অপারেশন কোথায় ছিল?
আমি: চট্টগ্রামের পাহাড়তলীতে।
চে. স্যার: প্রীতলতা ওয়াদ্দেদারের শেষ পরিণতি কি ছিল?
আমি: তিনি গ্রেপ্তার হওয়ার পরে নিজের সম্মান যাতে ইংরেজদের কাছে বিলিয়ে দিতে না হয় সেজন্য সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।
চে. স্যার: নেতাজি বলতে কি বুঝি?
আমি: নেতাজী সুভাষচন্দ্র বসু।
চে. স্যার: ১৭ মার্চ, ১৭ এপ্রিল ও ১৭ মে এই তিনটি দিবসের বিশেষ তাৎপর্য বলতে পারবে?
আমি: স্যার, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথতলায় মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৯৮১ সালের ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন।
চে. স্যার: প্রীতিলতার সমসাময়িক কয়েকজন বিপ্লবী নারীর নাম বলতে পারবে?
আমি: ইলা মিত্র, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
চে. স্যার: "আরব্য রজনী সব সুগন্ধ এনে দিল আমার হাতের রক্তের গন্ধ দূর হবে না" এটি একটি নাটকের সংলাপ। বলতে পারবে নাটক এর নাম কি?
আমি: Macbeth নাটকের সংলাপে এটি।
চে. স্যার: এটি কে বলেন?
আমি: এটি বলেন Lady Macbeth.
চে. স্যার: এটি নাটকের কোন দিকের অংশ?
আমি: স্যার এটি নাটকের শেষের দিকের অংশ।
চে. স্যার: কোন প্রেক্ষাপটে এটি বলেন?
আমি: স্যার Macbeth যখন একের পর এক রাজা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের মেরে ফেলছিলেন তখন শেষ দিকে নিজের ভুল বুঝতে পেরে Lady Macbeth এই সংলাপটি বলেন।
চে. স্যার: Macbeth এর পরিচয় কি?
আমি: Macbeth শেষ দিকে রাজা হয়েছিলেন।
চে. স্যার: রাজা হবার আগে কি ছিলেন?
আমি: রাজা হবার আগে Macbeth সেনাপতি ছিলেন।
চে. স্যার: তা ঠিক আছে, কিন্তু কোন ধরনের সেনাপতি ছিলেন?
আমি: স্যার, প্রধান সেনাপতি ছিলেন।
চে. স্যার: স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হয় ১০ই এপ্রিল কিন্তু ২৬ শে মার্চ কেন জাতীয় দিবস?
আমি: স্যার কারণ, ১৯৭১ সালের ২৬ শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এ কারণে আমরা ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করি।
চে. স্যার: এ ঘোষণাটি কিভাবে দিয়েছিলেন?
আমি: ইপিআর এর ওয়ারলেস এর মাধ্যমে।
চে. স্যার: আমি জানতে চাচ্ছি এটার আইনত ভিত্তি কি?
আমি: স্যার বাংলাদেশ সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদের ৬ নং তাফসিলে এটি বর্ণিত আছে।
চে. স্যার: এটাতো আরো পরে হয়েছে, তখনকার সময় এর আইনত ভিত্তি কি?
আমি: স্যার, এটি লিখিত ছিল।
চেয়ারম্যান স্যার এবার সন্তুষ্ট হলেন।
এক্স ১: আচ্ছা ফরেন আছে তোমার প্রথম পছন্দ তাহলে বলতো নিজের দেশকে কিভাবে বিদেশে তুলে ধরবে?
আমি: স্যার আমি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সুযোগ-সুবিধার কথা বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরব।
এক্স ১: তা সেটি কিভাবে তুলে ধরবে যাতে তারা আমাদের দেশে বিনিয়োগ এ আগ্রহী হয়?
আমি: অবশ্যই ইংরেজিতে তুলে ধরবো স্যার, আপনি অনুমতি দিলে আমি ইংরেজিতে সেটি উপস্থাপন করতে পারি।
এক্স ১: আচ্ছা ২ মিনিটের মধ্যে করোতো?
আমি: Greetings everyone, I am representing Bangladesh today in front of you as an independent, investment friendly nation. Bangladesh is a South Asian small country of young age, born after a  heroic war of independence in 1971 under the great leadership of the father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman. According to the father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman, we want friendship to all and malice to none. The GDP of Bangladesh is at constant growth. Bangladesh is an investment friendly nation. The government has taken all the necessary initiatives to attract the investors like tax holiday for 5 to 10 years of capital, duty free import on machineries, legal safeguards to the investors, one stop service. There is a huge development of the mega-infrastructures ongoing in Bangladesh. The labour is also very cheap here. So I think Bangladesh can be a safe heaven for you and all the investors.
এক্স ২: How you can brand your country to attract the foreigners?
আমি: Sir, I will explain them about all the natural beauties, our historical places, heritages and development projects in Bangladesh to the foreigners. I will also describe about the GI products and all the historical products of Bangladesh. I will also tell about the history of Bangladesh and the several historical importances of our country.
চে. স্যার: what is GI product?
আমি: Sir, GI product of a country is such a product that is originated in that country.
চে. স্যার: what is that country?
আমি: The country in which the product is first originated.
চে. স্যার: What is ease of doing business?
আমি: Ease of doing business indicates how easily any national or foreign company can establish and start their own business in a country.
চে. স্যার: আচ্ছা বলতো, Fourth industrial revolution বলতে তুমি কি বুঝ?
আমি: By Fourth industrial revolution, I understand the Artificial Intelligence based system, Internet of things and huge development of information and technology system.
এক্স ২: If you represent your country in United Nations what will be your suggestion to reform the organisation?
আমি:  If I can repreesent my country in United Nations, I will ask for the democratic rights of each and every country. There should be no Veto power given to any country and all the countries will be considered equally.
এই উত্তরে সবাই বেশ সন্তুষ্ট হয়েছিলেন। এরপর আমাকে আমার কাগজপত্র বুঝিয়ে দিলে, আমি তাদের সালাম দিয়ে বের হয়ে আসি।
এই ছিল আমার ভাইভা অভিজ্ঞতা। ভাইবার প্রস্তুতি হিসেবে আমি বাজারের বেশ কয়েকটি বই, বঙ্গবন্ধুর লেখা তিনটি বই, মুক্তিযুদ্ধের উপর লেখা বেশ কয়েকটি বই পড়েছিলাম। তাছাড়া খবরের কাগজের রেগুলার চোখ রাখতাম। আর প্রতিদিন নিজে নিজে জোরে জোরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি। তবে আমার ভাইভা অভিজ্ঞতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথম পছন্দ যাই হোক প্রশ্ন যে কোন জায়গা থেকে আসতে পারে। তাই সেভাবেই প্রস্তুতি নেয়া উচিত।
আসন্ন ৪১ ও ৪৩ তম বিসিএস ভাইভা ক্যান্ডিডেটদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ