৪১তম বিসিএস ভাইভা বিষয়ক-৪১টি পরামর্শ - মোঃ সাজ্জাদ পারভেজ
***৪১তম বিসিএস ভাইভা বিষয়ক-৪১টি পরামর্শ***
****আপনাদের স্বপ্নযাত্রায় একজন শুভানুধ্যায়ী হিসেবে-
✍️✍️মোঃ সাজ্জাদ পারভেজ
৪০ তম বিসিএস (প্রশাসন)
'বিসমিল্লাহ' বলে ভাইভার পড়াশুনা শুরু করুন। মনে রাখবেন, এই ১৩ হাজার ক্যান্ডিডেট থেকেই জেনারেল ক্যাডার/ প্রত্যাশিত ক্যাডার পাবেন। তাই আপনার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে নিজেকে শাণিত করুন।আপনার সফলতার পথে আমার পরামর্শ কিছুটা হলেও সহায়তা করবে- এই বিশ্বাস থেকেই এই লেখাটি আপনাদেরকে উৎসর্গ করলাম।
১. মানসম্মত পোশাক(Proper Dress Code) - এবারের ভাইভা যেহেতু শীতকালে শুরু হতে যাচ্ছে তাই Gents দের জন্য Formal পোশাকেই রেডি হয়ে যেতে হবে( স্যুট+ টাই+ টাই ক্লিপসহ, সুন্দর আউটলুকসহ উপস্থাপনা), Ladies দের জন্য শাড়ী প্রেফারেবল বলেই মনে করেন সবাই।
যেদিন/যে মাসে ভাইভা দেবেন সেই দিনের বাংলা মাস ও তারিখ, আরবি মাস ও তারিখ, ইতিহাসের আয়নায় সেই মাসে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনাসমূহ জেনে যাবেন অতি যত্নসহকারে।
২. বোর্ডে প্রবেশ- আপনাকে বিশ্লেষণ করা শুরু হবে - প্রবেশপর্ব থেকেই । Greetings বিনিময় করে ধন্যবাদ দিয়ে আপনি নিজেই কৌশলে ভাইভা পরিবেশকে হালকা করে তুলতে পারেন।
৩. কথোপকথন ( বাংলায় প্রশ্ন করলে বাংলাতেই উত্তর, ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতেই উত্তর, টেকনিক্যাল টার্ম ইংরেজিতেই বলা যাবে)।যারা নিচুস্বরে কথা বলেন তারা একটু Voice Pitch ঠিক করে নেবেন, যারা স্বভাবতই জোরালো আওয়াজে কথা বলেন, তারা নরমাল হবার চেষ্টা করবেন।
আঞ্চলিকতা অবশ্যই পরিহার করতে হবে, বাংলা উচ্চারণ ঠিকভাবে করতে হবে , ইংরেজির ক্ষেত্রে Natural English বলবেন, আপনি যা - সেই সেরকম ভাবেই নিজেকে উপস্থাপন করবেন,মেকি ভাবে 'লেফাফা ধারণ' করবেন না ।
৪. প্রশ্ন বৈচিত্র্য -
* Icebreaking Questions - Introduce yourself, Tell about your District, Tell about your Upazilla, Relate your cadre choice with academic subject etc.
* Cadrewise Questions
* Subjective Questions
* GK questions- BA, IA, Geography.
** Critical Questions/ Understanding--- বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে আপনি কি করবেন? Judicial Killing সমর্থন করেন কি না? ঘুষ খাবেন কি না? বিদেশি Delegates দের সামনে কীভাবে বাংলাদেশ সম্পর্কে তুলে ধরবেন? বাংলাদেশের দর্শন কী? ইত্যাদি প্রশ্ন।
* Final greetings - সুন্দরভাবে নিজের কাগজপত্র নিয়ে, সম্মান জানিয়ে, পৃষ্ঠ প্রদর্শন না করে, সবিনয়ে, নিঃশব্দে প্রস্থান করা।
৫. প্রশ্ন বুঝে একটু সময় নিয়ে সাবলীলভাবে উত্তর দেয়া, প্রশ্ন পুরোপুরি না শুনে উত্তর দিতে শুরু করবেন না। মাথা ঠাণ্ডা রেখে উত্তর দেবেন- মনে রাখবেন ভাইভাতে আপনাকে যে সময় রাখা হবে তার সর্বোত্তম ব্যবহার আপনাকেই করতে হবে। আপনাকে Impromptu হতে হবে।
৬. নিজের সাবজেক্টের সাথে ---প্রশাসন /ফরেন/পুলিশ/কাস্টমস/ ট্যাক্স ক্যাডারের সম্পর্ক, এই কমন প্রশ্নের উত্তর ভালোভাবে রেডি করতে হবে। পঠিত বিষয়ের সাথে পছন্দের ক্যাডারের সরাসরি সম্পর্ক না থাকলেও অনেকে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে দেন যা না বলাই ভালো- বরংচ বলবেন এমন কথা যা বোর্ডের নিকট বিশ্বাসযোগ্য হওয়ার আগে আপনার নিজের কাছেই যেন প্রশস্তিদায়ক হয়।
৭. উত্তর প্রদানের ক্ষেত্রে স্মর্তব্য- নিজেকে নিয়ন্ত্রণে রাখা, থামতে হবে কোথায় এটা সম্পর্কে খেয়াল রাখা,
পরিমিতিবোধ থাকা( Cut your answer according to your question)
*মুদ্রাদোষ --- হাত নাড়ানো, চোখের পাতা বার বার ফেলা, পা
কাঁপতে থাকা, মুখে জড়তা কাজ করা/ তোতলানো/ আমতা আমতা করা, মেঝের দিকে তাকিয়ে/ ছাদের দিকে তাকিয়ে উত্তর দেয়া - এরকম বিষয়গুলো অবচেতনভাবে চলে আসলেও সর্বোচ্চ সতর্কভাবে ম্যানেজ করতে হবে, gesture & posture ঠিক রাখতে হবে। বোর্ডের বিজ্ঞ সদস্যদের সাথে Eye Contact ঠিক রাখতে হবে।
৮. উত্তর না পারা- এটা কীভাবে উপস্থাপন করবেন তা আগে থেকেই ঠিক করা- যেমন সরি স্যার, এটা আমার জানা নেই স্যার এভাবে বিনয়ের সাথে নিজেকে সাবমিসিভ হিসেবে তুলে ধরা, কখনোই মিথ্যা কথা বা আন্দাজে উত্তর দেবেন না। পরপর কয়েকটি প্রশ্ন না পারলেও ভড়কে যাবেন না, নিজেকে বলবেন' All is well'.
অবশ্যই একজন প্রার্থী সকল প্রশ্নের উত্তর পারবেন না, এটা কারো পক্ষে সম্ভবও না,তাই না পারা প্রশ্নেও আপনি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করেন সেটাই আর্ট।
৯. আপনার নিজের সম্পর্কে, নিজ নামের অর্থ, শখ, বিশেষ গুণ, সম্পর্কে কী বলবেন তা আগে থেকেই রেডি করুন।
* নিজের সম্পর্কে বলতে বলা হলে অনেকেই প্রাগৈতিহাসিক কাহিনি শুরু করে- এত বিষয় না বলে আপনি নিজের নাম, বাবা- মায়ের নাম, নিজ জেলা, সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি, এখন কি করছেন, কোন বিশেষ গুণ, Extracurricular activities থাকলে- এগুলো ২-৩ মিনিট সময়ের মধ্যে যাতে বলা সম্ভব হয়, তেমন ভাবে রেডি করুন।
* বাবার নামে সম্মান সূচক শব্দ 'জনাব' ব্যবহার করবেন।
১০. পঠিত বিষয়- নিজস্ব বিষয় সম্পর্কে কমন প্রশ্ন, টপিকস ভিত্তিক আইডিয়া নতুনভাবে ঝালিয়ে নিয়ে জেনে যেতে হবে।
১১. নিজ বিভাগ, জেলা, জেলা ব্রান্ডিং, উপজেলা, ইউনিয়ন, গ্রাম,
নিজ অঞ্চলের- প্রাকৃতিক সম্পদ, ফসল, নামকরা স্থান, নদ- নদী, বিখ্যাত খাবার, বিখ্যাত ব্যক্তিত্ব, নিজ এলাকার বিখ্যাত মন্ত্রী, সংসদ সদস্য, কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, কয়েকজন রাজাকারের নাম, মহান মুক্তিযুদ্ধের সময় আপনার জেলা কোন সেক্টরে ছিলো ইত্যাদি।
১২. ক্যাডার চয়েস লিস্ট, Hierarchy- ১ম চয়েস সম্পর্কে 'আদি থেকে উপান্ত' জেনে যাবেন, ২য় চয়েস ও ৩য় চয়েস থেকেও পুঙ্খানুভাবে জানতে হবে। অন্য ক্যাডারগুলো থেকেও মৌলিক বিষয়গুলো জেনে যেতে হবে।
* জেনারেল ক্যাডারের ক্ষেত্রে শুধু ক্যাডারভিত্তিক নয়, পাশাপাশি আপনার পঠিত একাডেমিক বিষয় থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তাই কোন ভাবেই 'Achilles Heel 'রাখা যাবে না।
১৩. বর্তমানে কোনো চাকরিতে থাকলে সেই চাকরী সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে- প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন উইংয়ের কাজ ইত্যাদি। যদি কোন চাকরীতে না থাকেন তাহলে এতদিন কী করেছেন- এমন প্রশ্নের উত্তরে কী বলা যায় তা আগে থেকেই রেডি রাখতে হবে।
১৪. নিজ বিশ্ববিদ্যালয়/ কলেজ, হল/ হলের নামকরণ সম্পর্কে, অনুষদ/বিভাগ সম্পর্কে, বিখ্যাত শিক্ষকগণ সম্পর্কে জানতে হবে বিস্তারিতভাবে।
১৫. সাধারণ জ্ঞান পর্বঃ
ভূগোল - প্রিলিতে যা পড়েছেন তা আবার পড়ুন- ম্যাপ সম্পর্কে, দেশের অবস্থান, প্রণালী, সাগর, উপসাগর, ভূরাজনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতেই হবে।
১৬. বাংলাদেশ বিষয়াবলি- প্রিলিতে যা পড়েছেন আবার পড়ুন।
* ইতিহাস- আলেকজান্ডার দ্য গ্রেট থেকে--- ১৯৪৭ পর্যন্ত, মোঘল আমল, নবাবি আমল, ছোট ছোট ঘটনা( মাৎস্যন্যায়, কপালের নাম গোপাল কেন? কেন তুঘলকি কাণ্ড বলা হয়, নবরত্ন কারা...), গুরুত্বপূর্ণ সাল ও সংশ্লিষ্ট ঘটনা।
বিশেষ গুরুত্ব দিয়ে ১৯৪৭-১৯৭১ পর্যন্ত।
১৭.১৯৫২ সাল, ১৯৬৬ সালের 6 points, ১৯৬৯ সাল, ১৯৭০ সালের নির্বাচনী ফলাফল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, তারিখসহ ১৯৭১
(মার্চ- ডিসেম্বর) সালের ঘটনা প্রবাহ।
১৮. সংবিধান- বিশেষ কিছু অনুচ্ছেদ, সংশোধনী, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে।
১৯. সরকারব্যবস্থা, সসচিবালয়, মন্ত্রণালয়, স্থানীয় সরকার ব্যবস্থা ইত্যাদি জানতে হবে।
* Warrent of Precedence সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
২০. অর্থনীতির কিছু সূচক, GDP, Per Capita Income, Inflation, NEC & ECNEC, Tax Revenue and Non-Tax Revenue, Budget, ADP, LDC graduation, Social Safety Nets এগুলো নিখুঁতভাবে জেনে নিতে হবে।
২১. প্রধানমন্ত্রীর কার্যালয় Website এ খুঁজে পাবেন-মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ - এগুলোতে সুন্দরভাবে ব্যাখ্যাসহ জানতে হবে।
২২. উন্নয়ন মূলক কর্মকাণ্ড- Mega Project and Fast Track Project এগুলো জানতে হবে। এর মাধ্যমে আপনার আপডেট জ্ঞান সম্পর্কে বোর্ড সহজেই বুঝে ফেলতে পারবে।
২৩. বাংলাদেশ বিষয়ে সাম্প্রতিক বিষয়াবলি- অর্থনীতি, পুরস্কার, খেলাধূলা, চলমান সমস্যা- জ্বালানি সমস্যা, রোহিঙ্গা সমস্যা, সীমান্ত সমস্যা, বাণিজ্য ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, IMF Loan ইত্যাদি।
২৪. SDG, e-Governance, National Integrity Strategy, Digital Bangladesh, Fourth Industrial Revolution, Vision 2041, 8th Five Years Plan, COVID-19, Dengue Fever এগুলোসহ যে কোন চলমান বিষয় সম্পর্কে বিশদভাবে জানতে হবে।
২৫. আন্তর্জাতিক বিষয় -
প্রিলিতে যা পড়েছেন আবার পড়তে হবে, উল্লেখযোগ্য সাল ও ঘটনা পড়তেই হবে,
* সাম্প্রতিক সম্মেলন
* বিশ্বব্যাপী বিরাজমান সমস্যা --- ইউক্রেন- রাশিয়া যুদ্ধ, খাদ্য সংকট, দক্ষিণ চীন সংকট, মধ্যপ্রাচ্য সংকট ইত্যাদি।
* P-5, G-7, G-20
* SARRC, BIMSTEC, ASEAN, OIC, NAM etc
* UN charter- selected sections
*Vienna Convention on Diplomatic Relations-1961
২৬. জেলা প্রশাসকের দায়িত্ব ও কার্যাবলি, ২০১১; পিআরবি - কিছু সিলেক্টেড ধারা; সিআরপিসি- কিছু সিলেক্টেড ধারা, মোবাইল কোর্ট আইন,২০০৯ ইত্যাদি।
২৭. জাতীয় তথ্য বাতায়ন- www.bangladesh.gov.bd থেকে নিয়মিতভাবে তথ্যাবলি জেনে নেয়া।
২৮. কিছু সংজ্ঞা- সরাসরি উত্তর---শাসন, প্রশাসন, সুশাসন, সরকার, সংস্কৃতি, সুশীল সমাজ, শুদ্ধাচার, ডিপ্লোম্যাসি,আমলাতন্ত্র, ট্যাক্স,কাস্টমস, ভ্যাট,- ইত্যাদি ট্যু দ্য পয়েন্ট উত্তর দিতে হবে।
২৯. সাহিত্য বিষয়ক, কবিতা, উপন্যাস, সাহিত্যিক উক্তি, সংস্কৃতিমনা
মানসিকতা,
চলচ্চিত্র, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান- এগুলো না জানলে বিপদ হলেও হতে পারে। তাই পড়ার তালিকায় এগুলো রাখতে ভুলবেন না।
৩০. পিএসসি’র আশে পাশের অফিস সমূহ সম্পর্কে অবস্থান জানবেন-আসল কথা হলো আপনার দৃষ্টি প্রসন্ন রাখুন, আশেপাশে নজর রাখুন।
৩১. কিছু শব্দগত দিক খেয়াল রাখবেন- এখন থেকে প্রাকটিস করবেন; যেমন- মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, সচিব মহোদয়, আইজিপি মহোদয়, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে কথা বললে মাধুর্য বাড়বে বৈ কমবে না।
৩২. বঙ্গবন্ধুর বংশ পরিচয়, বঙ্গমাতা সম্পর্কে,
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সম্পর্কে, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর শাসনকাল, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও বিচার সম্পর্কে নিখুঁতভাবে জেনে নেবেন।
৩৩. মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে- জন্ম, বিদ্যাপীঠ, রাজনৈতিক জীবন, স্বদেশ প্রত্যাবর্তন, সফলতা, পুরস্কার সম্পর্কে জানতে হবে।
৩৪. বাংলাদেশের বিভিন্ন ঘটনা- ১০ জানুয়ারি, ১৭ মার্চ, ১৭ এপ্রিল, ১৭ মে, জেল হত্যা, ৩ নভেম্বর, ৭ নভেম্বর, ২১ আগস্ট ইত্যাদি বিষয়ে জানবেন।
৩৫. কোচিং করতে পারলে ভালো হয়, মডেল ভাইভা থেকে নিজেকে আরো ঝালিয়ে নেয়া যেতে পারে, বাসায় প্রাকটিস করবেন, নিজেকে সময় দেবেন, প্রতিনিয়ত Self- development করতে হবে। কর্মকর্তাসুলভ বৈশিষ্টাবলি নিজের ভিতরে, কথায়-চলনে-বলনে ফুটিয়ে তুলতে হবে।
৩৬. গ্রুপ করে পড়তে পারলে ভালো হয়, প্রাকটিস সেশনে কমপক্ষে ভাইভা আলোচনা - একজন বলবেন আরেকজন শুনবেন, আবার ভুলত্রুটিগুলো ধরিয়ে দিতে হবে এমন হলে নিজেকে শোধরানোর সুযোগ থাকে যা আপনার ভাইভার দিনে অনেক কাজে আসবে।
৩৭. যখন ভাইভা চলবে তখন আগে যাদের ভাইভা হয়েছে- পিএসসি গেট থেকে তাদের ভাইভা প্রশ্ন/ ' ভাইভা বোর্ড-প্রশ্ন' সংগ্রহ করা ও আলোচনা করে সমাধান করবেন এবং মনে রাখবেন- কিছু প্রশ্ন নতুন হলেও বেশিরভাগ প্রশ্নই আগে জিজ্ঞাসিত হয়েছে, Classical ।
৩৮. আপডেট থাকা, দৈনিক পত্রিকা পড়া, সাম্প্রতিক ঘটনাবলির উপর সূক্ষ্ম ধারণা রাখা।
৩৯. কিছু বই পড়া থাকবেই হবে- বঙ্গবন্ধুর ৪ টি বই( আমার কিছু কথা, অসমাপ্ত আত্নজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন), মাননীয় প্রধানমন্ত্রীর রচিত বই( শেখ মুজিব আমার পিতা, সবুজ মাঠ পেরিয়ে...ইত্যাদি)
* একাত্তরের দিনগুলি
* নাগরিকদের জানা ভালো
* আরেক ফাল্গুন
* সত্য মামলা আগড়তলা
* যখন পুলিশ ছিলাম
* সংবিধান (সরকারিভাবে ছাপানো), ব্যাখ্যাসহ
* ভারত স্বাধীন হলো
* তিনটি সেনা অভ্যুন্থান ও কিছু না বলা কথা
* 'মা' উপন্যাস- আনিসুল হক
* আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি
* রাজনীতিকোষ
ইত্যাদিসহ আপনি ইতোমধ্যে পড়ে ফেলেছেন এমন বইগুলো থেকে আরেকবার চুম্বক অংশ গুলো চোখ বুলিয়ে নেবেন।
৪০. 'ভাষণ দেয়া'/ কোন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে ৫ মিনিট মনোমুগ্ধকর বক্তৃতা করার প্রাকটিস করা।
৪১. ভাইভা সহায়িকা হিসেবে প্রচলিত কিছু বই -
কনফিডেন্স( সব ক্যাডারের জন্য এই একটা বইতে চুম্বক আলোচনা আছে), মিলন'স বিসিএস ভাইভা হ্যান্ডবুক।
* ক্যাডারভিত্তিক বই---অ্যাসিউরেন্স/ ওরাকল/ জামিল'স ভাইভা গাইড
*জয়কলি ভাইভা বইটাতে বিগত বিসিএস ভাইভার অনেক প্রশ্নের সমাধান রয়েছে। অন্ধভাবে উত্তর মুখস্থ না করে যাচাই বাছাই করে উত্তর মনে রাখার চেষ্টা করবেন।
* শরীর- স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। সুস্থ থাকুন, আপনার সময়কে বরকতময় করে তুলুন, মা- বাবার থেকে প্রতিনিয়ত দোয়া নিন, আপনি নিজে- একান্তে মহান আল্লাহর নিকট উত্তম ফয়সালাটি প্রার্থনা করুন।
[ সামগ্রিক প্রস্তুতি নিতে আপনাকে অনেক বিষয় টাচ করে লেখাপড়া এগিয়ে নিতে হবে। আমি ক্যাডার ভিত্তিক আলোচনা না করে সম্যক ধারণা দেবার নিমিত্তে আলোচনা করেছি। আপনারা নিজস্ব পরিকল্পনা মাফিক আগাবেন, আমাদের পরামর্শ আপনাদের 'ফাইন টিউনিং' করতে সহায়ক হবে]
*** ৪০ তম বিসিএস ছিলো আমার প্রথম বিসিএস,এমনকি প্রথম চাকরীর পরীক্ষাও ছিলো ৪০ তম প্রিলি; সফলতা এসেছে দীর্ঘ প্রতীক্ষার বিনিময়ে। তাই বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, নিজের ভাগ্যের উপরে, সাধ্যমত পরিশ্রম করুন,নিজের প্যাশন নিয়ে ধৈর্য ধরে লেগে থাকুন, সময় হলে বিজয়ীর হাসি আপনিই হাসবেন, হাসি ফুটবে প্রাণপ্রিয় মা-বাবাসহ সকলের মুখে, উন্মোচিত হবে সম্ভাবনার নতুন দুয়ার, আপনি নতুন একটি পরিচয় পাবেন - ইনশাআল্লাহ।
♥♥♥আপনাদের স্বপ্নযাত্রায় একজন শুভানুধ্যায়ী হিসেবে-
মোঃ সাজ্জাদ পারভেজ
Ex, Pharmacy Dept,DU.
৪০ তম বিসিএস (প্রশাসন),
মেধাক্রম-৩২ ♥♥♥
Comments
Post a Comment