বিসিএস_পুলিশ_ম্যানিয়া

#বিসিএস_পুলিশ_ম্যানিয়া

আইজিপি কোন পদমর্যাদার কর্মকর্তা? 

- সিনিয়র সচিব। 

আইজিপি সেনাবাহিনীর কোন পদের সমতূল্য? 

- লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ থ্রি স্টার জেনারেল। 

সিনিয়র সচিবদের বেতন স্কেল কত?

- ৮২ হাজার টাকা (বেসিক স্কেল)

পুলিশের আইজিপি থ্রি স্টার জেনারেল এর সমান পদমর্যাদা পায় কত সালে? 

- ২০১২ সাল থেকে। 

সিনিয়র সচিব পদ (সম্মান) কেন সৃষ্টি করা হলো? 

- পূর্বে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন সেনাপ্রধান এবং তিনি  ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব এর সমান সুবিধা পেতেন। পরবর্তীতে জেনারেল পদটি সেনাপ্রধান এর জন্য সংরক্ষণ করা হয়। ফলে চাইলেই আর লেফটেন্যান্ট জেনারেল পদটি সচিবের সমান পদে পদায়ন করা যাচ্ছে না। সেই সময়ে পুলিশের আইজিপির পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল এর সমান করা হয়। ফলে পুলিশ প্রধান ৩ স্টার জেনারেল এর মর্যাদা ভোগ করবেন যা এরশাদ ক্ষমতায় আসার আগে ছিলো। অর্থাৎ এরশাদ ক্ষমতায় আসার আগে সেনাপ্রধান ও পুলিশ প্রধানের র‍্যাংক সমান ছিলো। এরশাদ ক্ষমতায় এসে ১৯৮২ সালে পুলিশ প্রধানের পদমর্যাদা মেজর জেনারেল এর সমান করে দেন যা ১৯৮২-২০১২ সাল পর্যন্ত বহাল ছিলো। পরবর্তী যখন আইজিপি লেফটেন্যান্ট জেনারেল এর সমান পদমর্যাদা পান তখন তিনি স্বরাষ্ট্র সচিবের উপরে চলে গেলেন যা প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করে। ফলে সিনিয়র সচিব এর উদ্ভব করে এই সংকট নিরসন করা হয়। 

পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বিভাগের অধীনে? 

- জননিরাপত্তা বিভাগ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগ কয়টি?

- দুটি।

১) জন নিরাপত্তা বিভাগ 

২) সেবা সুরক্ষা বিভাগ

সচরাচর জননিরাপত্তা বিভাগের সচিব কোন পদমর্যাদা হয়?

- সিনিয়র সচিব। এই বিভাগে সচিব থাকেন ২ জন। একজন সচিব, অন্যজন সিনিয়র সচিব। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কী কী প্রতিষ্ঠান আছে?

ক) জননিরাপত্তা বিভাগ:

১) পুলিশ অধিদপ্তর 

২) কারা অধিদপ্তর 

৩) বিজিবি

৪) আনসার ও ভিডিপি

খ) সেবা সুরক্ষা বিভাগ 

১) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর 

২) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর 

৩) পাসপোর্ট ও বহিরাগমন  অধিদপ্তর 

© Hasan Zahid

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ