গ্রন্থ সমালোচনা ৪৩ বিসিএস

#গ্রন্থ _সমালোচনা 
১.অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ৩৮ তম বিসিএসে চলে আসছে।সেই হিসেবে ২০২০ সালে প্রকাশিত 'আমার দেখা নয়াচীন' ৪৩তম লিখিত'র জন্য আমার প্রথম চয়েস!
২.৩৫,৩৭,৪১ এ মুক্তিযুদ্ধভিত্তিক চলে আসায় এইবারের জন্য মুক্তিযুদ্ধ আমি লিস্টে রাখছিনা।সে হিসেবে ৩৫তমতে আসা ভাষা আন্দোলন হবে এইবার আমার দ্বিতীয় পছন্দ।[আরেক ফাল্গুন(উপন্যাস),কবর(নাটক)]
৩.৩৬,৪০এ ইতিহাস, লোক ঐতিহ্য চলে আসায় এইটাও লিস্টে রাখছিনা!সে জায়গায় সামাজিক প্রেক্ষাপট, সমাজ জীবন, নদীকেন্দ্রিক জীবন নিয়ে রচিত গ্রন্থ আমার তৃতীয় পছন্দ। (হাজার বছর ধরে/পদ্মা নদীর মাঝি)
৪.এর বাহিরে নতুন ধারার ৬৯ এর গণ অভ্যুত্থান আমার চতুর্থ পছন্দ।( চিলেকোঠার সেপাই)
৫.পাঁচ নাম্বারে রাখবো প্রধানমন্ত্রীর 'শেখ মুজিব আমার পিতা'।
আশা করি এগুলো থেকে কমন পড়বে..

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ