বিসিএস ভাইভা মার্ক - মিঠু মোকাররম

#বিসিএস_ভাইভা_মার্ক
বাংলাদেশ সিভিল সার্ভিস (#বিসিএস) হলো বাংলাদেশ সরকারের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও নীতিনির্ধারণের জন্য একদল ক্যাডার অফিসার এবং তাদের সার্ভিস। বাংলাদেশে সরকারি চাকরি গুলোর মধ্যে তুলনামূলক আকর্ষণীয় এবং লোভনীয় চাকরি বলা চলে। সেজন্য এই চাকরির পরীক্ষায় তুলনামূলক প্রতিযোগিতা বেশি এবং পরীক্ষার ধরণও অনেকটা আলাদা। আমরা অনেকেই জানি, #বিসিএস পরীক্ষায় ৩ টি ধাপ-
➤প্রিলিমিনারি- ২০০ মার্কস(নৈর্ব্যক্তিক টাইপ)
➤রিটেন- ৯০০ (শুধু জেনারেল ক্যাডার অথবা শুধু টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার), ৯০০+সাব্জেক্টিভ ২০০=১১০০ (বোথ ক্যাডার)
➤ভাইভা- ২০০ মার্কস
ক্যাডার প্রাপ্তির ক্ষেত্রে এখানে রিটেন এবং ভাইভার মার্ক যোগ করা হয়। সুতরাং রিটেন এবং ভাইভা দুটোই অনেক গুরুত্বপূর্ণ। 
এখন কথা হলো, ৩৫তম বিসিএস থেকে সিলেবাস ও পরীক্ষায় কিছু পরিবর্তন এনে ভাইভার মার্ক ২০০ করা হয়। আমরা বিগত কয়েকটা বিসিএস-এ লক্ষ করেছি রিটেনে অনেকে কিছুটা কম মার্কস পেয়েও ক্যাডার পাচ্ছে আবার অনেকে মার্কস বেশি পেয়েও নন-ক্যাডার নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আবার অনেকে তুলনামূলক কম মার্কস পেয়েও তার প্রথম চয়েসের ক্যাডার গুলো পাচ্ছে। আমরা জানি তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১ মার্কের ব্যবধানে অনেকের চাকরি হয় আবার সেই ব্যবধানে অনেকের হৃদয় ভেঙ্গে যায়। 
#বিসিএস রিটেন পরীক্ষায় একটা মানুষের বাংলা, ইংরেজি, অংক, মানসিক দক্ষতা, বিজ্ঞান ও কম্পিউটার, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি জ্ঞান সহ অনেককিছু পুরোদস্তুর যাচাই করা হয়। সুতরাং সেখানে বেশি মার্কিং করটা স্বাভাবিক। কিন্তু একটা মানুষের বাচনভঙ্গি ও উপস্থিত বুদ্ধির বিচারে বেশি মার্কিং করাটা ঠিক না মনে করি। আবার ভাইভাবোর্ড অনেকটা লটারির মতো, লাকি নাম্বার উঠলেই জয় না উঠলে পরাজয়। তাই এখানে মার্কিংটা একটু কমানোই সবার জন্য ভালো। 
অন্যান্য পরীক্ষা যেমন: সব ব্যাংকে রিটেন ২০০+ভাইভা ২৫, এখানে রিটেনের ১২.৫% হলো ভাইভা আর বিসিএস এ সেটা ২২.২৩%। আবার ব্যাংক বাদে অন্য পরীক্ষা গুলোতে ১৫/২০ করে থাকে, কিন্তু এই ১৫/২০ এর মধ্যে আবার সার্টিফিকেটের উপর একটা নির্দিষ্ট মার্ক থাকে। 
✪সার্বিক বিবেচনায় #বিসিএস এর ভাইভা মার্ক ১০০ বা তার একটু বেশি ১২০/১২৫ হলে ভালো হয়। এ ব্যাপারে  #পিএসসির নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। এবং মেধার যথোপযুক্ত মূল্যায়নের নিমিত্ত এটা নিয়ে সর্ব মহলে একটা জোড়ালো আওয়াজ তোলা প্রয়োজন। 
#মিঠু_মোকাররম 
ফিশারিজ ক্যাডার (সুপারিশ প্রাপ্ত)
৪০তম বিসিএস।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ