ভাইভা অভিজ্ঞতা ৪০ তম বিসিএস - Tapash Chakrabarty Tushar - অ্যাডমিন

ভাইভা অভিজ্ঞতা 

৪০ তম বিসিএস

বোর্ডঃ....

এক্স১ ম্যাম ও এক্স ২ স্যার

তারিখঃ ১০/১০/২০২১

আদাব দিয়ে প্রবেশ করলাম।

চেয়ারম্যান স্যার বসতে বললেন।  আমি ধন্যবাদ জানিয়ে বসলাম।

চেয়ারম্যান ঃ তাপস চক্রবর্ত্তী তুষার। শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এবং ব্যাংকিং এ বিবিএ ও এমবিএ।

আমিঃ জি স্যার।

চেয়ারম্যান ঃ আচ্ছা কয়েকটা নন ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইন্সটিটিউসনের নাম বল।

আমিঃ তিনটা বললাম।

চেয়ারম্যানঃ আচ্ছা যে তিনটা বলেছ এদের নিয়ন্ত্রণকারী সংস্থার নাম বল। কোনটার দুইটা থাকলে সেটা ও বলবা।

আমিঃ উত্তর করলাম।

চেয়ারম্যান ঃ এনজিও বিষয়ক ব্যুরো কি?  এটা কার অধীনে?

আমিঃ উত্তর দিলাম

স্যারঃ বলতো আমাদের দেশে মোট ঋণের কতভাগ কৃষিখাতে হয়?

আমিঃ ১০-১৫ ভাগ বললাম।

স্যারঃ তুমি নিশ্চিত? 

আমি ঃ জি স্যার

আচ্ছা আমাদের দেশে ফরেইন রেমিট্যান্স আসা এখন কমছে কেন বলে তোমার মনে হয়?

আমিঃ নিজের মত উত্তর করলাম। 

চেয়ারম্যান স্যারঃ What is GIP

আমি সরি বললাম 

স্যার বললেন ভৌগোলিক নির্দেশক পণ্য কি? 

আমি এখন উত্তর করতে পারলাম।

স্যারঃ GIP er elaboration বল।

আমি ভুল বললাম।

এক্স ১ঃ Ok. How many GI products are there in Bangladesh? 

আমিঃ mam 8 (actually 9)

এক্স১ঃ Tell me the name of the products.

আমি ৩ টা বলার পর চেয়ারম্যান স্যার বললেন তোমাকে পণ্য গুলার সাথে অবশ্যই সেগুলা কোন জায়গার সেটা বলতে হবে।  

আমি এবার বিশাল প্যাচ লাগালাম। প্রথমবারের মত একটু নার্ভাস ও লাগল।

চেয়ারম্যান স্যারঃ আচ্ছা একটা GI product আছে ধান। সেটা কি আর কোন জায়গার তা বল।

আমিঃ সরি স্যার। 

এক্স ১ ম্যাম ঃ Tapash It is not necessary that you should know everything.  You answar what you can.

আমিঃ ok mam.

চেয়ারম্যান ঃ এনজিও গুলা কোন আইনে চলে সেটা আমাকে বল।

আমিঃ সরি স্যার।

চেয়ারম্যান স্যার এক্স ১ ম্যামকে বললেন প্রশ্ন করতে।

Ex1: Tapash If you become the prime minister of Bangladesh,  what the first five things you will do?

Me: Answered in details.

Ex1: Tell me what is Habiganj renowned for?

Me: answered 

Ex1: What do you think? Is there any emotional and mental impact of this covid situation on our young generation??

Me: Answered in details.

এক্স ১ ম্যাম এবার এক্স ২ স্যারকে বললেন Now you ask.

এক্স ২ঃ Tapash there is a sector Commander of our Liberation war from Habiganj. Tell me his name.

Me: Answered.

Ex2: Is he alive??

Me: no sir he died last year in 2020.

Ex2: There is another renowned freedom fighter who is from Baniachong.

Me: M. A. Rob

Ex2: Ok. Now tell me the differences between financial benefit and economic benefit.

Me: Answered. 

Ex2 :  ঠিক আছে।  তুমি তাইলে আস৷ তোমার কাগজ গুলা নিয়ে যাও।

চেয়ারম্যান স্যারঃ ঠিক আছে। যাও। 

আমি কাগজ নিতে গেলে এক্স ২ স্যার বললেন প্রথম চয়েজ প্রশাসন।  তাই না?

আমিঃ জ্বি স্যার।

এক্স ২ ঃ আচ্ছা যাও।

আমি আদাব দিয়ে বের হলাম।

এই ছিল আমার ভাইভা অভিজ্ঞতা। 

যেটুকু বাংলায় লিখেছি সেটুকু বাংলায় হইছে আর যেটুকু ইংরেজিতে লিখেছি সেটুকু ইংরেজিতে হয়েছে।

ফলাফলঃ প্রশাসন  ক্যাডারে সুপারিশ প্রাপ্ত।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ