৪০তম ভাইবা অভিজ্ঞতা - Md Shahanur Shaheen - শিক্ষা ক্যাডার

৪০তম ভাইবা অভিজ্ঞতা। 
প্রোফেশনাল (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) সেশন-২০১৩-১৪। 
ইসলামী বিশ্ববিদ্যালয়। নিজ জেলাঃ নড়াইল। 
তারিখঃ ২৮/০২/২০২২.
বোর্ডঃ শ্রদ্ধেয় স্যার ড. মুবিনা খন্দকার। ১৭-২০ মিনিট।
বেল বাজতেই দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম।সালাম দিতেই বললো বসুন। আমি বসলাম। চেয়ারম্যান স্যারঃ নাম, জেলা,ছোট বেলা থেকে শেষ শিক্ষা প্রতিষ্ঠান সবই জানতে চাইলেন। কোন বিষয়ে এমএ তা জানতে চাইলেন।
চেয়ারম্যানঃ আপনি এখন কি করছেন?
আমিঃ বর্তমানে এসআই হিসাবে খুলনা ডিএসবিতে কর্মরত।শুনেই বললেন মাশাআল্লাহ।  
চেয়ারম্যানঃ চাকরীর বয়স কতদিন?
চেয়ারম্যানঃ আপনি কতদূর পদোন্নতি পাবেন?
চেয়ারম্যানঃ থানা এলাকার মানুষ পুলিশের উপর সন্তুষ্ঠু নয় কেন? আমাকে বললো আপনি আপনার মত উত্তর দিন। এখানে আমরা খোলামেলা আলোচনা করবো নো প্রবলেম।আমি আমার মত এনসার করলাম। 
চেয়ারম্যানঃ আচ্ছা এসআই হিসাবে আপনার মেইন দায়িত্ব কি? আমি সুযোগ পেয়ে বিস্তারিত আলোচনা করলাম।
চেয়ারম্যানঃ আচ্ছা বর্তমানে বাংলাদেশে মধ্যযুগের কিছু নিদর্শন সম্বলিত স্থাপনা দেখা যায়, যে গুলা পত্রিকায় বেশ সাড়া ফেলছে এমন কিছু স্থাপনা বলতে পারবেন? আমি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মসজিদ দুটির নাম বললাম।টাঙ্গাইলের টা দুইশত গম্বুজ না বলে ১০০ বললাম।  তখন এক্সটার্নাল ২ বললেন এটা মনে হয় ২০০শত গম্বুজ হবে। আমি বিনয়ের সাথে জি স্যার বললাম।
চেয়ারম্যানঃ দেশের উন্নতিতে পুলিশের কি করা উচিত বলে আপনি মনে করেন?..এটা বলার পর এক্সটার্নাল ২ এর দিকে ইশারা দিলেন।
এক্সটার্নাল ২ঃ ভিবিন্ন আমলে পুলিশকে কি বলা হতো?আমি শুধু খলিফাদের যুগেরটা বলছিলাম।  তারপর সরি বলছিলাম৷ 
এক্সটার্নাল ২ঃ কোতোয়ালি থানা কি? এটা সুন্দর করে বললাম।   ফৌজদার কি? এটা স্পেসিফিক জানা ছিলো না।
জানি না বলছিলাম।( স্যার বললেন মুঘল আমলে আপনাদের মত তদন্ত কর্মকর্তাকে ফৌজদার বলা হতো)। আমি চুপ রইলাম।
এক্সটার্নাল ২ঃ ছয়দফা এত গুরুত্বপূর্ণ কেন? দফাগুলো বলুন। এলোমেলো বলতে লাগলাম।  থামিয়ে দিয়ে এক নম্বরটা ভালো করে জানতে চাইলেন।  আমিও সুন্দর করে বললাম।  স্যার সংসদীয় গনতন্ত্রের কথা জানতে চাইছিলেন। সাথে সাথে বললেন,,,পশ্চিম পাকিস্তানীদের ছয় দফা না মানার কারণ কি? ছয় দফায় তো সবারই স্বার্থের কথা বলা হয়েছে।  আমি আমার মত বললাম। এসব নিয়ে বেশ কথা হলো৷ এরপর চেয়ারম্যান সাবজেক্ট বিশেষজ্ঞ শ্রদ্ধেয় জনাব খাদেমুল স্যারের (ঢাবি)দিকে ইশারা করলেন। 
স্যাররা খুব হাসিখুশি ছিলেন। 
খাদেমুল স্যার অনেক প্রশ্ন করলেন। এমএ তে কোন গ্রুপ ছিলো,অনার্স, মাস্টার্সে কি কি বিষয়ে পড়েছি, সব বলার পর আবারও বললেন আরো বলেন। বললাম।  এর পর,,,সিন্ধু বিজয়ী বীরের নাম কি? বর্তমানে সিন্ধু কোথায়? সিন্ধু বিজয়ের সময় খলিফা কে ছিলেন? ইরাকের শাসনকর্তা কে ছিলেন? 
স্পেন বিজয়ী বীরের নাম?  কত সালে?  তখন উত্তর আফ্রিকার শাসনকর্তা কে ছিলেন? খলিফা কে ছিলেন? 
উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে? কয়েকজন উমাইয়া খলিফার নাম? আমিন মামুন বিখ্যাত কেন?মামুন বিখ্যাত কেন? বায়তুল হিকমা কত সালে প্রতিষ্ঠিত?  কয়টা ভাগ ছিলো বায়তুল হিকমার?
আমিন মামুনের পিতা কে? কয়েকজন আব্বাসীয় খলিফাদের নাম? 
আসসাফফাহ কাকে ও কেন বলা হয়?
কাকে আরবের বাজ পাখি বলা হয় এবং কেন? আব্দুর রহমান ইতিহাসে কয়জন? 
তৃতীয় আব্দুর রহমান বিখ্যাত কেন?
প্রথম আব্দুর রহমানকে কেন আদদাখিল বলা হয়?
বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেছিলো? 
বাগদাদ নগরী ধ্বংসের ইতিহাস?  স্যারকে সকল প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে দেওয়া স্যার খুবই খুশি হয়েছিলেন। আর এদিকে চেয়ারম্যান স্যার দেখলাম নাম্বার দিয়ে যাচ্ছেন আর আমার দিকে বার বার তাকাচ্ছেন। প্রথমে একটু খারাপ লাগলেও সাথে সাথে স্বাভাবিক হয়ে গিয়েছিলাম এবং সাধারণ ভাবেই কথা বলে চলছিলাম।  শেষে কাগজ পত্র আনতে বললেন।  আমি কাগজ নিয়ে সামনে মুখি করে দরজার দিকে আসলাম।  ধন্যবাদ ও সালাম দিয়ে দরজা খুলে চলে আসলাম। শেষ হলো আমার জীবনের প্রথম ও সফল ভাইবা।শিক্ষা ক্যাডারে  সুপারিশপ্রাপ্ত।  আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ