৪০ বিসিএস ভাইভা - Md Hafizur Rahman Rana

বোর্ডঃ প্রফেসর মোঃ হামিদুল হক স্যার
তাং ১৮-০২-২০২১
সিরিয়ালঃ ৯/১৭ 
(৮/১০ মিনিট হবে)
মেগা প্রজেক্ট কি? কোনগুলো।মাতারবাড়ি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন 
ডিসির কাজ কি?স্পেসিফিক একটা জানতে চাচ্ছিল।
প্রথম চয়েজ কি? নিয়োগ পেলে কি হিসেবে জয়েন করবে? পদক্রম বল
সমন্বয় কি?এডমিনে কি কোন সমন্বয় আছে নাকি বুঝিনি তাই সরি বলেছি।
চেয়ারম্যান স্যার উঠে কাছে এসে বঙ্গবন্ধুর নয়াচীন এবং রোজনামচা বই দুটো দেখিয়ে বললেন পড়েছো? আমি বলেছি সরি স্যার পড়া হয়নি।কোনটা পড়েছো? আমি বলেছি অসমাপ্ত আত্নজীবনী পড়েছি।এরপর বললেন কোন দুটি জিনিস তোমার ভালো লেগেছে? একটা বলেছি(ব্যতিক্রমধর্মী) জানিনা কিভাবে নিল।আরেকটি বলতে না দিয়ে অন্য প্রশ্ন
বঙ্গবন্ধুর বংশের উৎপত্তি কার থেকে নাম কি?কোথা থেকে এসেছিলেন?
তারপর আসতে পারো বললেন।
দুতিনটা প্রশ্ন মনে নেই।
৪০ তম বিসিএস পুরাই আমারে দৌড়ের উপর রেখেছিল।রিটেন +ভাইবা দুটোই।টেনশান ফ্রি হলাম।আল্লাহ উত্তম রিজিকদাতা।সবার জন্য শুভকামনা।আমার জন্য দোয়া করবেন।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ