ভাইভা অভিজ্ঞতা(৪০ তম বিসিএস)- Israt Tazin

আমার ভাইভা অভিজ্ঞতা(৪০ তম বিসিএস)ঃ
বোর্ডঃ অপ্রকাশিত 
সিরিয়ালঃ ০৩/১৪ (আমার আগের দুজনও আপু ছিলেন)
তারিখঃ ২৩ জানুয়ারি ২০২২(১৮/২০ মিনিট রেখেছিল)
পছন্দক্রমঃ পররাষ্ট্র, প্রশাসন,অডিট.....এডুকেশন(ইংরেজি)
১. চেয়ারম্যানঃ
রুমে প্রবেশ করার পরই নাম বলে জানতে চাইলেন কোথায় পড়াশোনা করেছি,এখন কি করি,গ্রামের বাড়ি কোথায়, আব্বু কি করেন (ডিটেইলস), চয়েজ কি কি,এডুকেশন চয়েজ লিস্ট এ আছে কিনা।
(তিনি সব প্রশ্নই বাংলায় করেছেন)
২. এক্স-১ঃ 
- Why foreign affairs is your first choice?
- What is the difference between Ambassador & High Commissioner? 
(উত্তরে কমনওয়েলথ প্রসঙ্গ আসাতে জিজ্ঞেস করেছেন Commonwealth country কারা, বাংলাদেশে ব্রিটিশরা এসেছিল কিন(ডিটেইল উত্তর দিয়েছিলাম)
- Commonwealth countries কয়টি?
- recent crisis between USA & Russia. ( একটু ব্যাকগ্রাউন্ড বলেছিলেন,সরাসরি প্রশ্ন করেননি, তখন ইউক্রেন যুদ্ধ নিয়ে দুদেশের মাঝে টানটান উত্তেজনা বিরাজমান ছিল,এ প্রশ্নটা আমি খুবই এক্সপেক্ট করছিলাম)
- আমাকে যদি এম্বাসাডর করা হয়, প্রবাসীদের নিয়ে আমি কি কি কাজ করব? 
এটার উত্তর করার সময় চেয়ারম্যান স্যার আবার প্রশ্ন করেন 
৩. চেয়ারম্যানঃ
মধ্যপ্রাচ্যে যে নারী শ্রমিক পাঠানো হচ্ছে আমি এ বিষয়টা সাপোর্ট করি কি না? 
আমি পজিটিভ এপ্রোচ নিয়ে আন্সার করি,তখন তিনি বললেন,ওরা তো ওখানে খুব নির্যাতিত হচ্ছে,তারপরও কেন পাঠাচ্ছি?এ বিষয়ে কী করার আছে? 
আমি প্রপার মনিটরিং এর কথা বলাতে তিনি বললেন,মিনিস্ট্রিতে তো মনিটরিং এর জন্য আলাদা উইং আছে,আমি এখন বললাম,আন্তর্জাতিক সংস্থা (যেমন - জাতিসংঘ,ওআইসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা যেতে পারে।মানবাধিকার প্রসঙ্গে আসাতে তিনি বললেন তাহলে কেন আমরা কেবল মধ্যপ্রাচ্যেই শ্রমিক পাঠাই,ইউরোপে কেন পাঠাই না, আমি স্পেসিফিক উত্তর জানতাম না,  সরি বলেছি।(এ প্রশ্ন নিয়ে বোর্ড এত বেশি প্যাঁচাইছে যে আমি সারেন্ডার করেছি)
এক্স-২ঃ
ম্যাপ এ টোংগা দেখাতে বললেন,অবস্থান জানা থাকায় আমি খুব কনফিডেন্টলি এগিয়ে যাই ম্যাপের দিকে কিন্তু বিধিবাম খুঁজেই পেলাম না ( ঘটনা হল-আমার বাসার ম্যাপ এ টোংগা একদম ডান দিকে ছিল কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখার খুব কাছে হওয়ার অনেক ম্যাপেই সেটা বাম দিকে দেওয়া,অন্য কোন কারন আছে কিনা জানিনা তবে বোর্ডের ম্যাপ এ আমি খুঁজে পাইনি।)
না পারাতে এক্স১ বলেলন এরা আসলে ম্যাপ ট্যাপ পারে না
এক্স১ঃ টোংগায় কি ঘটেছিল (অগ্নুৎপাত হয়েছিল আগের সপ্তাহেই)
- difference between Ocean & Sea 
প্রশান্ত কি সাগর না মহাসাগর?
 এক্স২ঃ What is Bering Line? 
-What is Chancery? 
(আমি কনস্যুলেট আর চান্সারির মাঝে গুলিয়ে ফেলেছিলাম)
--Do u know what is COP- 26? 
উত্তর খুব ভালো ভাবে প্রিপেয়ার্ড ছিল, ডিটেইল বলেছি।উত্তরে মাননীয় প্রধানমন্ত্রীকে বেস্ট ডিল মেকার হিসেবে অভিহিত করার প্রসঙ্গ আসাতে আমাকে এক্স ২ প্রধানমন্ত্রীর প্রস্তাব গুলো জিজ্ঞেস করেন
থার্ড পয়েন্ট এ আসার পর চেয়ারম্যান থামিয়ে দেন।
শুভকামনা জানান এবং কাগজপত্র নিয়ে আসতে বলেন।
বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল।
প্রবাসী শ্রমিকদের বিষয়টা ছাড়া অন্য বিষয় নিয়ে খুব একটা প্যাঁচায়নি।
ফলাফলঃ
আলহামদুলিল্লাহ 
শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (বিষয় -ইংরেজি, মেধাক্রম- প্রথম)
(যদিও আমাকে সাব্জেক্টিভ থেকে একটা প্রশ্নও করেনি)
#গ্রুপ থেকে অনেক সাহায্য পেয়েছি।অশেষ কৃতজ্ঞতা গ্রুপের সকলের প্রতি।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ