৪০তম বিসিএস এর মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা - গোপী কিশোর রায় - বিসিএস (পুলিশ)

এই গ্রুপ থেকে পেয়েছি অনেক। এবার কিছু গল্প শেয়ার করার পালা। আজকে ৪০তম বিসিএস এর মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। 

নাম: গোপী কিশোর রায়
জেলা: সুনামগঞ্জ
পড়াশুনা: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ক্যাডার চয়েসলিস্ট: পররাষ্ট্র, পুলিশ, প্রশাসন,.... ইত্যাদি
বোর্ড: বিজ্ঞ সদস্য ইঞ্জিনিয়ার জনাব মো: জাহিদুর রশীদ। 
সিরিয়াল: ৭/৮ হবে ঠিক খেয়াল নেই। 
সময়: ১২-১৫ মিনিট
রুমে ঢুকেই দেখলাম চেয়ারম্যান স্যার নেই। এক্সটার্নাল দুইজনকে সালাম দিলাম। আমাকে বসতে বললেন। পিঠ সটান সোজা করে হাটুতে দুই হাত রেখে কনফিডেন্সের সাথে বসলাম। 
এক্সটার্নাল - ২ স্যার আমার নাম ও পড়াশুনা নিজেই পাঠ করলেন। আমি শুধুই মুখে হ্যাঁ সূচক সম্মতি দিলাম। স্যার আমার বিভাগ ও প্রথম চয়েসে মিল দেখে এক্সটার্নাল - ১ ম্যামকে প্রশ্ন করতে বললেন। 
এক্সটার্নাল - ১: বাংলাদেশের ফরেন পলিসি কী ধরনের ও বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলে কী ধরনের কূটনীতিক স্ট্র‍্যাটেজি অবলম্বন করে বা করা উচিত বলে মনে করেন। (ইংরেজিতে)
আমি: প্রথমে ফরেন পলিসি ব্যাখ্যা করলাম বঙ্গবন্ধুর নীতির উপর ভিত্তি করে। পরে IR এর ভাষায় ডিপ্লোম্যাসি টেনে এনে বাংলাদেশের কী ধরনের স্ট্র‍্যাটেজি ফলো করা উচিত তা বললাম। 
এক্সটার্নাল - ১: বাংলাদেশের এক্সপোর্ট বাস্কেট খুব ছোট। এটাকে কীভাবে সম্প্রসারণ করা যায়। (ইংরেজিতে)
আমি: উত্তর দিলাম নীতিগত, গুণগত ও পরিমাণগত পরিবর্তন সাধন। বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করলাম। 
এক্সটার্নাল - ১: একজন ফরেন ক্যাডার হিসেবে আপনি কীভাবে অবদান রাখবেন?
আমি: FDI ও FPI এর কথা বললাম। এর সাথে টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে সহযোগিতা জোরদারের বিষয় আনলাম। 
এক্সটার্নাল - ১: আচ্ছা। এবার বঙ্গবন্ধু সম্পর্কে ৫ টি লাইন বলুন ইংরেজিতে। 
আমি: ঘাবড়ে গেলাম৷ হাজারটা লাইন মাথায়। কোনটা রেখে কোনটা বলব করতে গিয়ে প্রায় রিপিটিশন কিন্তু ডিকশনের মাধ্যমে চালিয়ে দিলাম। 
এবার এক্সটার্নাল স্যারের প্রশ্ন করার পালা। স্যার এতসময় ধরে প্রশ্ন প্রস্তুত করছিলেন। 
এক্সটার্নাল - ২: স্টেট অব দ্য ইউনিয়ন সম্পর্কে কি জানুন বলুন। (ইংরেজিতে)
আমি: শুরু করলাম ঠিকমতন। বললাম, Sir, it is the first public address that a US President elect make after taking oath. 
এক্সটার্নাল - ২: Are you sure it's the first address?
আমি: I am sorry if I am wrong, sir. 
এক্সটার্নাল - ২: I assume you are quite informed about the recent Chinese military exercise in the Taiwan Strait. Suppose that you are a Bangladeshi diplomat at Beijing. You have to write a note back to your foreign secretary about the advantages Bangladesh may achieve from the concurrent events. What would you suggest?
আমি: ব্যাখ্যা করা শুরু করলাম৷ মুক্তিযুদ্ধের সময় থেকে আমাদের পররাষ্ট্র নীতির ট্রেন্ড কেমন ছিল তা একটু হাইলাইট করলাম। ইউনিপোলার বিশ্বব্যবস্থা থেকে আন্তর্জাতিক ব্যবস্থা আবার মাল্টিপোলার হচ্ছে।এই অবস্থায় কোন ব্লকেই যাওয়া বাংলাদেশের জন্য সমীচীন নয়। বিশেষ করে কৌশলগত সুবিধা আদায় করতে গিয়ে বিশ্বব্যবস্থার মোড়লদের সাথে সংঘাতে না জড়ানো উচিত ইত্যাদি বললাম। অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য চীনের বিরুদ্ধে কোন পন্থা থেকে বিরত থাকার কথা বললাম। কথা চালিয়ে যাচ্ছিলাম আমার অন্যতম প্রিয় সাবজেক্ট নিয়ে কিন্তু স্যার থামিয়ে দিলেন। 
এক্সটার্নাল - ২: আপনার বাড়ি তো সুনামগঞ্জ। সুনামগঞ্জ তো সাংস্কৃতিক ঐতিহ্যের সমাহার৷ এ সম্পর্কে কিছু বলুন। (বাংলায় উত্তর চাইলেন)
আমি: বাউল সংগীত আর বাউল সম্রাট ও মরমী কবি নিয়ে দুই এক কথা বলার পর স্যার থামিয়ে দেন। 
চেয়ারম্যান স্যার এর মধ্যেই চলে এসেছেন বোর্ডে। স্যারের দিকে ইঙ্গিত করে আমার সাবজেক্ট ও প্রথম চয়েস বললেন। 
চেয়ারম্যান স্যার: What is International Security?
আমি: Answered in a precise manner without complicating the matter. আমার বিভাগ হতে প্রাপ্ত জ্ঞান কাজে দেয়। 
চেয়ারম্যান স্যার: What are the differences between a Refugee and a Migrant?
আমি: কনভেনশনে প্রদত্ত সংজ্ঞা সহকারে দুই তিনটা পয়েন্ট বললাম। আমার উত্তরে "owing to the fear of persecution” লাইনটা ছিল। 
চেয়ারম্যান স্যার: "Freedom from Fear" গ্রন্থটি কার লেখা? ইংরেজিতে আবার বললেন প্রশ্নটা। 
আমি: কনফিউশনের ছিলাম অং সান সু কি ও নেলসন মেন্ডেলাকে নিয়ে। তাই সরি বললাম। 
চেয়ারম্যান স্যার: বাংলাদেশের এমন একটি স্থল বন্দরের নাম বলুন যেটি তিনটি দেশের সাথে সংযুক্ত। 
আমি: অনেক ভেবেও পারিনি। সরি বললাম৷ 
চেয়ারম্যান স্যার: মাস্ক পরুন, সার্টিফিকেট নিন, যান। 
এক্সটার্নাল - ২ স্যার: বেস্ট অব লাক বলে হাসি দিয়ে আমার হাতে সার্টিফিকেট তুলে দেন। 
আমি থ্যাংক ইউ বলে সকলকে সালাম দিয়ে বের হিয়ে আসি। 
দুই একটা প্রশ্ন বাদ থেকে যেতে পারে। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি আপনাদের দোয়া ও আশীর্বাদ প্রার্থী। সৃষ্টিকর্তা সকলের কল্যাণ করুক। 
বিসিএস (পুলিশ)
মেধাক্রম: ২৬ তম।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ