ভাইভা অভিজ্ঞতা #৪০তম_বিসিএস - এডমিন - পাপিয়া সুলতানা লিজা

ভাইভা অভিজ্ঞতা
#৪০তম_বিসিএস
নাম: পাপিয়া সুলতানা লিজা 
বিষয়ঃ ইন্টারন্যাশনাল বিজনেস
শিক্ষা প্রতিষ্ঠান: ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখঃ ০৪ অক্টোবর, ২০২১
সিরিয়াল: ৪ নম্বরে
বোর্ড: শ্রদ্ধেয় ফয়েজ আহমদ স্যার।
পছন্দঃ এডমিন,পুলিশ, কাস্টমস, ইকোনমিক, অডিট,ট্যাক্স.......
অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম।স্যার বসতে বললে বসে ধন্যবাদ দিলাম।
চেয়ারম্যান স্যার: Tell me about your academic background? 
আমিঃ এইচএসসি পর্যন্ত বলার পর থামিয়ে দিলেন।
চেয়ারম্যান স্যারঃ বোর্ডে ৩য় হয়েছিলেন, গুড। কোন বোর্ড ছিলো?
আমিঃসিলেট বোর্ড বলার পর আবার প্রশ্ন.. 
চেয়ারম্যান স্যারঃ অনার্স, মাস্টার্স কোথা থেকে করেছেন? বিষয় কি?  রেসাল্ট কি?
আমিঃ বিবিএ এমবিএ তে যথাক্রমে ৪র্থ ও ৭ম হয়েছিলাম বলার পর আবার প্রশ্ন..
চেয়ারম্যান স্যারঃ মাস্টার্স মাত্র ১ বছর, আপনি এত খারাপ করলেন কেনো! আরো ভালো করা দরকার ছিলো।
আমিঃ স্যার, আমি এর আগেই লক্ষ্য ঠিক করে ফেলেছি প্রশাসনে আসবো  তাই মাস্টার্সে উঠে একাডেমিক পড়াশোনাকে কম গুরুত্ব দিয়েছিলাম। এই বলে রক্ষা পেলাম।
চেয়ারম্যান স্যারঃ কোথায় জব করছি? কবে জয়েন করেছি? কোন বিসিএস থেকে পেয়েছি? বর্তমান কর্মস্থল কোথায়?
আমিঃ কর্মস্থল চট্টগ্রামে বলার পর আরো কিছু প্রশ্ন....
চট্টগ্রামের কোথায় অফিস? চট্টগ্রাম কোথায় কোথায় ঘুরেছি? CRB তে গিয়েছি কিনা? ওখানে বর্তমানে কি সমস্যা হচ্ছে?
চেয়ারম্যান স্যারঃ প্রথম চয়েস কি? মাঠ প্রশাসনের স্তর কি কি?
আমিঃ বললাল
চেয়ারম্যান স্যারঃ আজকের পেপার পড়েছেন? কি কি পড়েছেন বলেন।
আমিঃ রেমিটেন্স বাড়ছে এটাসহ বেশকিছু বললাম
চেয়ারম্যান স্যারঃ বর্তমান রেমিট্যান্স কত? রেমিট্যান্স কেনো বাড়ছে?
আমিঃ কয়েকটা কারণ বলার পর উনি আরো শুনতে চেয়েছিলেন। মূলত ২% প্রণোদনা শুনতে চেয়েছিলেন। বিষয়টা আমার মাথায় ছিলো কিন্তু কেনো যেনো ভাবলাম এই প্রণোদনাতো ৩ বছর আগে থেকেই চালু আছে, এই আর নতুন কি, স্যার মে বি নতুন কিছু জানতে চেয়েছেন। এটা ভেবে বললাম না।( বোর্ড থেকে বের হয়ে মন চাইলো কচু গাছের সাথে ফাঁসি দেই😔😔😔)
চেয়ারম্যান স্যারঃ GI কি? কেনো অনুমোদন দেওয়া হয়? GI মিনিং বলেন? Indication এর বাংলা অর্থ কি?
আমিঃ Indication এর বাংলা অর্থ কনফিডেন্টলি নির্ধারক বলে আসছি। স্যারও ভুল ধরিয়ে দেননি।(বোর্ড থেকে বের হয়ে আমি হতাশ😔😔😔)।
চেয়ারম্যান স্যারঃ ম্যাপে ফিজি কোথায় অবস্থিত দেখাতে বললেন।
আমি হাতে কলম নিয়ে দেখালাম। স্যার বললেন, এতদূর থেকেতো আমি দেখবো না, আশেপাশে কোন কোন দেশ আছে নাম বলেন।
আমিঃবললাম
চেয়ারম্যান স্যারঃ ফিজিতে বর্তমানে কি হচ্ছে বলতে পারবেন?
আমিঃ সরি বললাম। 
২য় এক্সটারনালঃ করনোর প্রভাব সারাবিশ্বেই পড়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এর প্রভাব কি কি?
আমিঃ জিডিপি কমে গেছে, শিক্ষা, স্বাস্থ্য, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বললাম।
২য় এক্সটারনালঃ মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় প্রণোদনা কত ঘোষণা করেছেন? মোট কয়টা প্রণোদনা? প্রণোদনার টাকা জিডিপির কত পার্সেন্ট?
আমিঃ প্রণোদনা জিডিপির কত পার্সেন্ট জানা ছিলো না। স্যার, নিজেই বলে দিলেন ৬% আর এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে বেশ প্রশংসিত হয়েছেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী নিউইয়র্কে ছিলেন।
৩য় এক্সটারনালঃ জেলা কোথায়?ফেনী কেন বিখ্যাত?  বিখ্যাত ব্যক্তি কারা আছেন? তাদের কি কি বই পড়েছি? কোন বইগুলো আমার বেশি ভালো লেগেছে? কেনো ভালো লেগেছে? ফেনীর জেলা ব্রান্ড কি?
আমিঃ সহজ প্রশ্ন, এন্সার দিলাম।
এরপর বেস্ট অফ লাক বলে সার্টিফিকেট এগিয়ে দিলেন।
এই ছিলো ভাইভা। আরো বেশকিছু ছোট প্রশ্ন ছিলো, এখন মনে করতে পারছি না।
৪০ রিটেন দিয়ে মনে হয়েছিলো জীবনের সবচেয়ে বাজে রিটেন দিয়েছি, ভাইভা দিয়েও সেইম ফিলিংস হয়েছিলো।
এখন মনে হচ্ছে  যতটা খারাপ ভেবেছিলাম, ঠিক ততটা হয়নি। 
রিযিকের মালিক আল্লাহ।
আলহামদুলিল্লাহ। 
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (১৩১ তম)

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ