ভাইভা অভিজ্ঞতা - ৪০তম বিসিএস - মো: জিয়াউল হাসান সৌরভ - প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

ভাইভা অভিজ্ঞতা (৪০তম বিসিএস,আমার প্রথম বিসিএস, ৮৫% ইংলিশে কনভার্সেশন হয়েছে)
নাম: মো: জিয়াউল হাসান সৌরভ (প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, ১৩৪তম)
অনুষদ: কৃষি (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)
বোর্ড: ডা. উত্তম কুমার সাহা স্যার (আনুমানিক ২০ মিনিট)
সিরিয়াল: ৬ষ্ঠ
(বেল বাজার পর অনুমতি নিয়ে প্রবেশ করলাম, সালাম দিলাম। বসার অনুমতি নিয়ে বসে ধন্যবাদ দিলাম)
চেয়ারম্যান স্যার: আপনি মো: জিয়াউল হাসান সৌরভ, বাসা রাঙ্গামাটি, পড়াশোনা করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। পাশেই তো আপনার বিশ্ববিদ্যালয়?
আমি: জ্বী স্যার।
চেয়ারম্যান স্যার: চয়েসলিস্টে আপনার প্রথম পছন্দ প্রশাসন এবং সর্বশেষে আছে শিক্ষকতা। আচ্ছা বলুনতো, সবাই কেন প্রশাসনে আসতে চায়?
আমি: ম্যাজিস্ট্র্যাটদের সম্মান, ব্যক্তিগত ভাল লাগার কথা উল্লেখ করলাম।
চেয়ারম্যান স্যার: না, আপনার কথা জিজ্ঞাসা করিনি। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কেন প্রশাসনে আসতে চায়? আপনি সম্মানের কথা বলছেন, আমি তো মনে করি মানুষ সবচেয়ে বেশি সম্মান করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। আমি এখনো তাদের পা ছুয়ে সালাম করি। আপনি কখনো ম্যাজিস্ট্র্যাটকে পা ছুয়ে সালাম করতে দেখেছেন? তবু সবাই কেন প্রশাসনে আসতে চায়?
আমি: স্যার, power exercise এর জন্য। (সত্য কথা বলে ভয় পেয়ে গেলাম)
চেয়ারম্যান স্যার: এক্সাক্টলি, power। (স্যার এটা নেগেটিভলি নিলেন কিনা সন্দেহ হল) এক্সটার্নাল ম্যাডামের দিকে ইশারা করলেন।
এক্সটার্নাল ম্যাডাম: what steps will you take in your area to reduce child marriage?
আমি: মসজিদে হুজুরদের মটিভেট করার কথা বললাম যেন তারা সাধারণ মানুষকে এর নেতিবাচক দিকগুলো তুলে ধরেন, awareness campaign করার কথা বললাম। (মুখ ফসকে একবার “ম্যাডাম” সম্বোধন করায় ততক্ষণে ঘাবড়ে গিয়েছি)
এক্সটার্নাল ম্যাডাম: you are only talking about the muslim community, what about others?
আমি কোনমতে উতরে গেলাম।
এক্সটার্নাল ম্যাডাম: what steps will you take to stop gender-based violence?
Awareness campaign এবং এলাকায় One stop service চালু করার কথা বললাম।
এক্সটার্নাল ম্যাডাম: বাংলাদেশে কতটি one stop service চালু আছে?
আমি: সরি স্যার।
এক্সটার্নাল ম্যাডাম: have you any idea about SDG? What is sustainability?
উত্তর শুনে excellent বললেন।
এক্সটার্নাল ম্যাডাম: what’s the 5th no. goal of SDGs?
আমি: বললাম
এবার ২য় এক্সটার্নাল স্যার শুরু করলেন।
এক্সটার্নাল স্যার: প্রশাসনের মাঠ পর্যায়ের hierarchy টা বলুন।
আমি: বললাম। (নার্ভাসনেস থেকে বিভাগীয় কমিশনার ও বলে ফেলেছিলাম।স্যার হেসে ভুলটি ধরিয়ে দিলেন)
এক্সটার্নাল স্যার: what is blue economy? Tell us about its prospects in Bangladesh?
ডিটেইলস বললাম। তারপর এক্সটার্নাল ম্যাডাম জিজ্ঞাসা করলেন: do you listen to song?
আমি: yes, sir
এক্সটার্নাল ম্যাডাম: আমাদের মুক্তিযুদ্ধের অনেক গান রয়েছে যা শুনে লোম দাড়িয়ে যায়। একটি গান এর ৪টি লাইন শোনাও।
আমি: মাগো ভাবনা কেন………………
আবার চেয়ারম্যান স্যার শুরু করলেন।
চেয়ারম্যান স্যার: কংস, চিত্রা ও (আরেকটির নাম মনে নেই) নদীর অবস্হান কোন জেলায়?
আমি: সরি বললাম (এক্সটার্নাল ম্যাডাম বললেন, চিত্রাটা অন্তত পারা উচিত ছিল)
চেয়ারম্যান স্যার: ফারায়েজী আন্দোলনের নেতা কে? কোথায় হয়েছিল?
আমি: হাজী শরিয়তউল্লাহ। তারপর শরীয়তপুর এর স্হলে ফরিদপুর বলে ফেলেছি। (স্যার ভুল ধরিয়ে দিলেন)
চেয়ারম্যান স্যার: উপজাতি নিয়ে জানেন? আমি সম্মতিসূচক জবাব দিলাম।
চেয়ারম্যান স্যার: সিলেটে কারা থাকে?
আমি: মণিপুরী, পাঙন
চেয়ারম্যান স্যার: খাসিয়াদের কথা বলেননি। মণিপুরীদের মধ্যে ২টা ভাগ আছে, জানেন?
আমি: সরি স্যার
চেয়ারম্যান স্যার: আপনি এডমিন ক্যাডারে যাবেন, মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনাকে আরো ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, আসুন।
আমি কাগজপত্র নিয়ে ধন্যবাদ দিয়ে বের হয়ে আসলাম।
বি.দ্র: ৪১তম বিসিএস লিখিত এর সাতদিন পর আমার মৌখিক পরীক্ষা হওয়ায় গুছিয়ে প্রস্তুতি নিতে পারিনি এবং সহজ কিছু প্রশ্ন ভুল করেছি। ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ