৪০তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত তনিমা জামান তন্বী
সফল ভাইভা অভিজ্ঞতা
৪০তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত তনিমা জামান তন্বী এর ভাইভা অভিজ্ঞতা
প্রার্থী : তনিমা জামান তন্বী
বিশ্ববিদ্যালয় : রুয়েট(মেকানিকাল ইঞ্জিনিয়ারিং)
বোর্ডঃসোহরাব হোসেন স্যার
তারিখঃ২৭-৯-২০২১
ঢুকে সালাম দিলাম,বসতে বললেন।
চে.স্যারঃ তনিমা,আপনার চয়েস লিস্ট বলুন।ফার্স্ট চয়েস এডমিন কেন?
আমিঃ স্যার ছোট থেকেই আমার ম্যাজিস্ট্রেট হওয়ার ইচ্ছা।
এক্স ১হাসতে হাসতে বললেন- কিন্তু বিচার বিভাগ তো আলাদা হয়ে গেছে, এটা তো আপনাদের পদ না।
আমিঃস্যার,আমি ছোটতে প্রসাশন ক্যাডার,অথবা বিসিএস সম্পর্কে তো জানতামনা, ম্যাজিস্ট্রেট শব্দ শুনতে ভালো লাগতো,তাই হতে চেয়েছি।
.
চে.স্যারঃতাহলে ইঞ্জিনিয়ারিং কেন পড়লেন? লোকপ্রশাসনে পড়লেননা কেন?
আমিঃ স্যার,আমারা দুই বোন, আমার বোন ডাক্তার,এজন্য গতানুগতিক ধারায় আব্বু-আম্মুর ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ার হবো 😄।
(এটা শুনে তিনজন খুব হাসলেন)
চে.স্যারঃ কাকে দেখে আপনি প্রশাসনে আসার প্রেরণা পেয়েছেন?
আমুঃস্যার,আসলে নির্দিষ্ট তেমন কাউকে দেখে না, আমার স্কুলে যখন বার্ষিক প্রোগ্রামগুলো হতো ডিসি মহোদয় আসতেন, একটা সাজ সাজ রব পড়ে যেতো।আমার তখন মনে হতো -একদিন আমিও এমন হবো।
চে.স্যারঃ প্রশাসনের পদসোপান বলুন?ধরুন আপনি uno, উপজেলা চেয়ারম্যান কোন অন্যায় কাজ করতে বললে কি করবেন?
আমিঃউত্তর দিলাম।
এক্স ১ঃ what was your major? Tell me briefly about your life in rajshahi when u were in ruet.
-answered
চে.স্যারঃ এখন জাতিসংঘে কি চলছে? (সাধারণ পরিষদের অধিবেশন চলছিল) কততম অধিবেশন? মাননীয় প্রধানমন্ত্রী কি কি বিষয়ে প্রস্তাব দিয়েছেন? করোনা নিয়ে দেওয়া প্রস্তাব গুলো বলুন। নিরাপত্তা পরিষদের কাজ কি? আপনার কি মনে হয় নিরাপত্তা পরিষদ সফল? না হলে কেন নয়?
-সুন্দরভাবে বলেছি সব।
এক্স-১ঃ tell me about 4th Industrial Revolution? How can we get facilities from it respect to our countries condition? Give logical explanation.
- answer শুনে মনে হলো সন্তুষ্ট।
চে. স্যারঃ তনিমা,আপনি পড়াশুনার পাশাপাশি আর কি পারেন?
আমুঃ(মনে মনে মহাখুশি যে এইবার গান গাইতে বলবে 😁) স্যার,আমি গান গাইতে পারি।
চে.স্যারঃ কি ধরনের গান?
আমিঃ স্যার,রবীন্দ্রসংগীত,দেশাত্মবোধক, আধুনিক।
চে.স্যারঃ রবীন্দ্রসংগীত যেহেতু পারেন,শান্তি নিকেতন সম্বন্ধে বলেন।
আমিঃ(🥴🥴🥴বললাম যা জানি)
চে.স্যারঃ সরকারের আয়ের উৎস কি? মূসক কি? বাজেট কি? gdp gnp এর পার্থক্য।
এক্স২ঃ আপনাকে আমি শুধু একটা জিনিস বলতে বলবো। রংপুরের পর্যটন সম্পর্কে বলুন?
আমিঃস্যার,রংপুর আসলে পর্যটনে তেমন....
এক্স২ঃ এভাবে না,এমনভাবে বলেন আপনার কথা শুনে যেন আমরা রংপুর চলে যাই।
- (অনেক্ষন ধরে বললাম)
এক্স ২ ঃধন্যবাদ।আপনার কাগজ নিয়ে যান।
নিতে যেয়ে দেখি অন্যজনের কাগজ।বললাম, স্যার এইটা আমার না।স্যার মনে হয় শুনতে পারেননি।পাশে থেকে চে.স্যার হাসতে হাসতে বললেন-এইটা উনার না,উনারটা দিন।
কাগজ নিয়ে ধন্যবাদ দিয়ে চলে আসলাম।
(আরো কিছু প্রশ্ন ছিল,ভুলে গেছি)
Comments
Post a Comment