৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - মোঃ জাকির হোসেন - পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

#৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

২৫জানুয়ারি, ২০২২।

বোর্ড: প্রফেসর ড. নূরজাহান বেগম স্যার

সিরিয়াল: ০৫ম (১৫জন) সময়ঃ ২৮-৩০মিনিট।

ক্যাডার চয়েস: পররাষ্ট্র>কাস্টমস> প্রশাসন>পুলিশ

**পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত**

সাব্জেক্ট: মার্কেটিং( ঢাকা বিশ্ববিদ্যালয়)

অনুমতি নিয়ে ঢুকলাম, দরজা লাগিয়ে সামনে গিয়ে চেয়াম্যানসহ সবাইকে সালাম দিলাম । চেয়ারম্যান স্যার বসতে বললেন এবং বসে পড়লাম।

চে: নাম, সাব্জেক্ট, বিশ্ববিদ্যালয় ,কোথা থেকে এসেছি, হোম ডিস্ট্রিক্ট ইত্যাদি জিজ্ঞাস করলেন।বর্তমানে কোথায় চাকরি করেন? প্রথম চয়েস কি? ২য় চয়েস কি? ৩য় চয়েস কি?

এরপর প্রথম এক্সটার্নালের কাছে দিয়ে দিলেন।

এক্স-১:

*What is the task of a diplomat when he/she is appointed in a foreign mission?

*What is the difference between Management and Administration?

*Diplomatic bag, Immunity.

আরো দুইয়েকটা প্রশ্ন ছিলো দীর্ঘদিন হয়ে যাওয়ায় মনে পড়ছেনা।

এক্স-২:

* I think you are concerned about Rohingya Crisis, as a diplomat How can you solve this problem or what will be your suggestion?

* Do you know about the Coup that happened yesterday? (আংশিক পারিনাই)

*What is economic Diplomacy?

* Do you believe that economic Diplomacy should get more priority over general diplomacy? Why/why not?

* What is the advantages of corona virus?

* What are the recent political crisis around the world? Why these are happening?

উভয় এক্সটার্নাল আমার উপর সন্তুষ্ট আর আমি ভাবছি ম্যাডাম কেন প্রশ্ন করছেনা। যাইহোক এক পর্যায়ে এক্সটার্নাল -০২ চেয়ারম্যান ম্যামকে প্রশ্ন করতে দিল ম্যাম এটা সেটা জিজ্ঞাস করছে এমন সময় প্রথম এক্সটার্নাল বলল ম্যাম ওকে নিয়ে আমার কিছু কনফিউশন আছে। ম্যাম পুনরায় উনাকে আবার প্রশ্ন করতে দিলেন।

এক্স-১:

*what is Vision 2041? What are the targets of vision-2041? What will be our PCI by 2041?

*What is our target by 2030?

* You know about LDC, when we will graduated from this and what is the prospect and challenge and how can we overcome those challenges?

তারপর তিনি ম্যাডামকে প্রশ্ন করতে দিলেন

চেয়ারম্যান ম্যামঃ

এটা আপনার কততম বিসিএস, এর আগে কি পেয়েছেন? বিয়ে করেছেন কিনা? ওয়াইফ কি করে? ডিপিডিসি কোন ধরনের প্রতিষ্ঠান? নন-ক্যাডার প্রথম শ্রেণিতে যোগদান করেন নি কেন? এমন প্রাথমিক আলোচনা শেষে প্রশ্নে আসলেন।

** Suppose you are an ambassador of Bangladesh and representing bd in a foreign conference on River now give a speech on the river system of Bangladesh before them?

ম্যাডাম সন্তুষ্ট হতে পারেন নি মূলত আমার স্ট্রেস ক্যাপাবিলিটি দেখছিলেন, আপনি তো নদীর গতিপথ, উৎপত্তি, ইত্যাদি ইত্যাদি বললেন না। আচ্ছা যান আপনি বাংলায় বলেন নদীগুলোর উৎপত্তি, উৎপত্তিস্থলে নাম, বাংলাদেশে কোথায় দিয়ে প্রবেশ করেছে, কি নামে, কোথায় কার সাথে মিলিত হয়েছে? এখানে এতোটা ভালো উত্তর করতে পারি নি ম্যাডামের ওয়ার্নিং শতভাগ নিশ্চিত না হলে ট্রাই করবেন না।

*** Gloprify Donald Trump. Why you didn’t glorify him as a businessmen ( I tactfully managed)

***বধ্যভূমি কি? প্যাচাইছে( আমিও কম যাইনা) আপনি এতো প্যাচান কেন? সর্টকাট উত্তর দেন? শুধু বুলেট পয়েন্ট

***In Which position do you want to see you after Five years? উত্তর শুনে শুধু দুইটাই ইচ্ছা আবার নিজেই বলছেন ওহ আপনিতো বিবাহিত।

*** ভারতীয় উপমহাদেশের একজন মহিলা অর্থমন্ত্রীর নাম ( পারি নাই)।

*** বুলেট পয়েন্ট

২৫মার্চ, ১৫ আগস্ট, ৩রা নভেম্বর।

*** মায়ানমারের প্রেসিডেন্টের নাম ( পারি নাই) এবং অংসান সুচি ও সেনা অভ্যুত্থান সম্প্রর্কিত কিছু প্রশ্ন। কাগজপত্র দিয়ে আচ্ছা জাকির সাহেব আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ দিয়ে চেয়ার থেকে উঠে কয়েক কদম পিছনে গিয়ে সবাইকে পুনরায় সালাম দিয়ে বের হয়ে গেলাম।

বি. দ্র. ব্যক্তিগত আলাপ ছাড়া ভাইভা সম্পূর্ণ ইংরেজিতে হয়েছে। অধিকাংশ প্রশ্নগুলোর উত্তর দিয়েছি বিষদভাবে তাই লিখলাম না, কারো দরকার পড়লে ইনবক্সে দিয়ে দিব সময় করে ইনশা-আল্লাহ।

মোঃ জাকির হোসেন

৪০তম বিসিএস পররাষ্ট্র ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)

মেধাক্রম-১০ম।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ