ভাইভা অভিজ্ঞতা - ৪০তম_বিসিএস - শারমিন রহমান - বিসিএস পুলিশ

ভাইভা অভিজ্ঞতা
#৪০তম_বিসিএস
নাম: শারমিন রহমান
বিষয়ঃ পদার্থবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠান: ঢাকা বিশ্ববিদ্যালয়
সিরিয়াল: ৩ নম্বরে
বোর্ড: শ্রদ্ধেয় আব্দুল মান্নান স্যার।
পছন্দঃ পুলিশ, এডমিন...
অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম।স্যার বসতে বললে বসে ধন্যবাদ দিলাম।
আমি একটি পাবলিক ইউনিভার্সিটির টিচার। তাই এটা নিয়ে অনেক আলোচনা করেছেন উনারা, যেটা আমি মনে করি অন্যদের কাজে লাগবে না, তাই লিখলাম না।
চেয়ারম্যান স্যার: "আমরা জনগণের শাসক নই, আমরা সেবক" এটা সবসময় কে বলেন??
আমিঃ রিস্ক নিতে চাইলাম না, স্যরি বলেছি।
স্যারঃ আমাদের নির্বাহী প্রধান কে? 
আমিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্যারঃ উনিই সবসময় এই কথা টা বলেন।
আমিঃ জ্বী স্যার
স্যারঃ প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন?
আমিঃ গণপ্রতিনিধিদের মাধ্যমে
স্যারঃ চেয়ারম্যান, কাউন্সিলররা নির্বাচিত করেন?
আমিঃ না স্যার, সংসদ সদস্য রা নির্বাচিত করেন।
স্যারঃ উনারা প্রধানমন্ত্রী নির্বাচিত করেন?
আমিঃ প্রশ্ন ধরতে না পেরে চুপ করে ছিলাম।
স্যারঃ উনারা জননেতা নির্বাচন করেন। জননেতা থেকে কিভাবে প্রধানমন্ত্রী হন?
আমিঃ আমি খুব আগ্রহ নিয়ে শুনছিলাম। স্যার খুব সুন্দর করে বুঝাচ্ছিলেন। স্যার একটু হিন্টস দেওয়াতে বললাম, শপথের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। স্যার এটাই শুনতে চাচ্ছিলেন।
এক্সটার্নাল ১ঃ আমি একটা গানের লাইন বলব, পরের লাইন বলবেন।
আমিঃ জ্বী স্যার
এক্স ১ঃ যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই..পরের লাইন কি?
আমিঃ খুশিতে বাকবাকুম হয়ে গিয়েছিলাম। আমার খুব পছন্দের গান। সানন্দে বললাম, স্যার, গেয়ে শোনাই? উনারাও খুব খুশি হয়ে গাইতে বললেন।
আমি গাইলাম। খুব প্রশংসা করলেন।
এক্স ১ঃ তুমি তো ফিজিক্স এর, বলতো বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপিত হয়?
আমিঃ বললাম।
চেয়ারম্যান স্যারঃ টেকনোক্রেট মন্ত্রী কি জানো?
আমিঃ জ্বী স্যার
চে স্যারঃ নাম বল
আমিঃ স্থপতি ইয়াফেস ওসমান এর নাম বললাম।
চে স্যারঃ উনার বাবার নাম কি?
আমিঃ চুপ করে ছিলাম
চে স্যারঃ শওকত ওসমান। উনার কয়েকটা বইয়ের নাম বল
আমিঃ বললাম, খুশি হলেন।
চে স্যারঃ উনার লেখা কোন একটা বইয়ের কয়েকটা চরিত্রের নাম জিজ্ঞেস করেছিলেন। পারিনি। তবে এটাতে উনারা বিরক্ত হন নি।
এক্স ২ঃ ৭ মার্চের ভাষণ বলতে পারবেন?
আমিঃ আবারও আমি খুশিতে বাকবাকুম হয়ে গেলাম। বিসিএস কি জানার আগে থেকেই এই ভাষণ আমার অনেকটুকুই মুখস্ত। বসেই বলতে শুরু করলাম। এক্সাইটমেন্টে ফাস্ট বলতেছিলাম।
এক্স ২ঃ বঙ্গবন্ধু কি এত ফাস্ট বলেছিলেন নাকি!
আমিঃ জ্বী না স্যার। 
তারপর উনি প্রেক্ষিত পরিকল্পনা, আশ্রয়ন প্রকল্প ইত্যাদি নিয়ে প্রশ্ন করেছিলেন।
চে স্যারঃ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোথায় আছেন এখন? ( তখন জাতিসংঘের অধিবেশন চলছিল)
আমিঃ উত্তর দিলাম। 
অধিবেশনের আহবায়ক কে ছিলেন, এগুলো নিয়ে টুকটাক জিজ্ঞেস করেছিলেন।
তারপর আমাকে বিদায় জানালেন।
আরো টুকটাক অনেক কিছু ছিল, যা আমি ভুলে গিয়েছি। 
পুরো ভাইভা টা আমি খুব এঞ্জয় করেছি। আমার মনে হচ্ছিল আমি কোন ক্লাসে আছি, উনারা আমাকে শিখাচ্ছেন। বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল। 
পুরো সময়টা বেশ কনফিডেন্ট ছিলাম। আমার মনে হয়,  ঘাবড়িয়ে গেলে সব প্রশ্নের উত্তর পারলেও বোর্ড অতটা পজেটিভলি নেন না। তবে হাসিমুখে পুরো বোর্ড ফেস করলে কিছু জিনিস না পারলেও সমস্যা হয় না।
আমি যেহেতু টিচার, আমি নিজেই অনেক ভাইভা নিয়েছি। তাই স্ট্র‍্যাটিজি টা আমি জানি। 
আমার ছোট বাচ্চা নিয়ে আমি তেমন পড়ার সুযোগ পাই নি। এই গ্রুপগুলোই আমার ভাইভা প্রিপারেশনের প্রাণ ছিল। আমি আপনাদের উপর অনেক কৃতজ্ঞ।
আমি ৪০ তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি।
মেধাক্রমঃ ৫৯.

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ