ইংরেজিতে প্রিলি, রিটেনে ভালো করার উপায়

🐝স্বপ্নের বিসিএস🐝
ইংরেজিতে প্রিলি, রিটেনে ভালো করার উপায়।
ব্যক্তিগত মতামত।। 
(অভিজ্ঞরা চাইলে এড়িয়ে যেতে পারেন)
🎇প্রিলিতে প্রায় ৪০ নম্বরের ইংরেজি থাকে।
১৫- সাহিত্য 
২০- ব্যাকরণ 
৪/৫- মেন্টাল এবিলিটি।
৩০/৩২ তোলা সম্ভব।
🎇লিখিতে ২১০ নম্বরের ইংরেজি থাকে। 
টোটাল ইংরেজি -২০০
বাংলা ২য়তে ১০ অনুবাদ। 
১৫০/১৬০ পাওয়া সম্ভব। 
ভালো করার উপায়।
১। ইংরেজি ভীতি দূর করে ইংরেজিকে ভালবাসতে হবে।
২। সম্ভবত শব্দার্থের জন্য আমাদের ইংরেজি ভীতি বেশি।
অভিযোগ শব্দার্থ মনে থাকেনা।
থাকবে কি করে,আপনি শব্দের প্রয়োগ ই করেন না।
৩। গ্রামার কঠিন লাগে। অথচ ক্লাস ওয়ান থেকে ইংরেজি পড়ে আসছি কিন্তু ইংরেজি রপ্ত করা যায়নি। আফসোস। 
মনে রাখবেন নো ইংরেজি, নো চাকরি।
বিসিএসে লিখিততে ম্যাক্সিমাম ফেল করে এই ইংরেজিতে। 
🎆আসুন কিছু টিপস জানি------>
👑 প্রতিদিন ১০/১৫ টি শব্দ খাতায় লিখে মুখস্থ করুন।পারলে শব্দের পাশে নিজে একটি বাক্য তৈরী করুন। শব্দগুলো অবশ্যই কোন ভালো ইংরেজি পত্রিকা থেকে পড়বেন।
👑 বিগত বিসিএস পরীক্ষায় আসা শব্দ খুব বেশি না। ঘুরে ফিরে আসে। শিখে ফেলুন।
 দোহাই লাগে ব্যাংকের GRE শব্দ শিখে মাথা নষ্ট করবেন না। আপনি বিসিএসে এ-র প্রয়োগ ৩০% করতে পারবেন।
👑 ভালো মানের কোন গ্রামার বই ফলো করেন। 
কমন মিস্টেক ইন ইংলিশ ভালো করে পড়বেন।বাংলা ভার্শন হলেও সমস্যা নেই।
👑 প্রতিদিন অন্তত ২/৩  পৃষ্ঠা ইংরেজি প্যারাগ্রাফ লিখুন।এটা কম্পোজিশান এবং ট্রান্সলেশন এ কাজে লাগবে।
👑 এডিটোরিয়াল থেকে অনুবাদ করার চেষ্টা করুন।এমন বই বাজারে পাওয়া যায়। অথবা নিজে করে ভালো ইংরেজি বুঝে তাকে দেখান।
👑 ইংরেজি সাহিত্য মনে থাকবে না। তাই পছন্দের কারো সাথে সাহিত্য নিয়ে গ্রুপ স্টাডি করুন।এটা খুবই কাজের। বিলিভ মি।
👑 সপ্তাহে একদিন খাতায় লিখা শব্দার্থ রিভিশন দিন।
👑 লিখিত কম্পোজিশনের জন্য বাংলাদেশ বিষয়াবলি থেকে তথ্য ইংরেজিতে নোট করে রাখুন। 
রচনায় প্রচুর ডাটা টেবিল দিবেন।
👑 ইংরেজি খবর, স্পিচ, অনলাইন ইংরেজি শুনুন, দেখুন, বলুন।
আজ এ পর্যন্তই।
ইংরেজি শিখার কিছু ওয়েবসাইট.... 
.
wordpress.com
.
 grammarbd.com
.
 ebgrammar.blogspot.com
.
শুভকামনায়
Shakil Al-Amin 
বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ