বাংলাদেশ ব্যাংক AD ভাইবা 2022 - মতিয়ার রহমান

বাংলাদেশ ব্যাংক AD ভাইবা...!
সময়: ১৫-১৮ মিনিট
সিরিয়াল: ৫
সাবজেক্ট: হিসাববিজ্ঞান ও তথ্য-ব্যবস্থাপনা।
বোর্ড মেম্বার ৪ জন
আমি: May i come in sir?
বোর্ড: Yes come in.
আমি:  আসসালামু অলাইকুম স্যার।
বোর্ড: অলাইকুম আসসালাম, Take your Seat.
আমি: Thanks You sir.
বোর্ড: আপনার নাম কি?
আমি: মতিয়ার রহমান।
বোর্ড: পড়াশুনা কোথায় করেছেন? এখন কি করছেন? 
আমি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান এ বিবিএ এবং এমবিএ করেছি স্যার। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত আছি স্যার।
বোর্ড: কোথায় আছেন?কোন শাখায় আছেন?
আমি: স্যার আমি সদরঘাট ব্রাঞ্চে কল্যান শাখায় আছি স্যার।
বোর্ড: কল্যান শাখায় কি কাজ করেন?
আমি: স্যার কোম্পানির ঔষুধ ক্রয় করে বিল পেমেন্ট করি স্যার।
বোর্ড: চিকিৎসা কেন্দ্রে কাজ করেন? না কি?
আমি: না স্যার আমি কল্যান শাখায়, চিকিৎসা কেন্দ্র স্যার আলাদা।
বোর্ড: কল্যান শাখায় তো আরো কার্যাবলি আছে জানেন সেগুলা? অভারল কি কি কাজ করতে হয় কল্যান শাখার?
আমি: স্যার বিভিন্ন ঔষুধ সম্পর্কিত কার্যাবলী, শিক্ষাভাতা, বিদেশ ভ্রমণ, ঔষুধের নো স্টক কার্যাবলী এসব কাজগুলোই করা হয় স্যার।
বোর্ড: আপনার দেশের বাড়ি কোথায় যেনো?
আমি: স্যার রাজবাড়ি তে।
বোর্ড: তাহলে বলেন বঙ্গবন্ধু মোট কতদিন জেল খেটেছে?
আমি: স্যার সম্প্রতি একটি বই বের হয়েছে ৫০৫৩(সঠিক উত্তর ৩০৫৩দিন) দিনের কিন্তু সঠিক কতদিন জেলে ছিলেন ঠিক এই মুহুর্তে মনে করতে পারছি না স্যার।
বোর্ড: আপনার সাবজেক্ট কি ছিলো?
আমি: স্যার হিসাববিজ্ঞান।
বোর্ড: তাহলে বলেন  রিজার্ভ ও প্রভিশনের মধ্যে পার্থক্য কি?
আমি: স্যার প্রতিষ্ঠানের ভবিষ্যত Strength এর কথা চিন্তা করে রিজার্ভ রাখে আর ভবিষ্যত দায় মিটানোর উদ্যেশ্যে প্রোভিশন রাখা হয়। রিজার্ব চাইলে বাইরে ইনভেস্ট করা যায় কিন্তু প্রভিশন চাইলে বাইরে বিনিয়োগ করা যায় না। আর স্যার রিজার্ব রাখা বাধ্যতামূলক নয় কিন্তু প্রোভিশন রাখা বাধ্যতামূলক।
বোর্ড: তুমি একাউন্টিং এর ছাত্র তোমার কাছ থেকে আরো ডিটেইলস জানতে চেয়েছিলাম। ভাসা ভাসা হয়ে গেলো না?
বোর্ড: একাউন্টিং এর Concept, Assumption, Princples জানো তো? 
আমি: জ্বী স্যার।
 বোর্ড: বলো অবচয় রাখা হয় কোন নীতি অনযায়ী?
আমি: তোতলামি করতেছিলাম। মাথায় শুধু ম্যাচিং প্রিনসিপল টা ঘুড়পাক খাচ্ছিলো। বলেছি সরি স্যার এ মুহুর্তে মনে করতে পারতেছি না। (সঠিক উত্তর: হিসাবকাল ধারনা অনুযায়ী।)
বোর্ড: তাহলে বলো  Accounting Princples আছে কয়েকটা সেগুলা।
আমি: স্যার, Revenues Recognition Principle, Matching Principle, Cost Benefits Principle, Economic Entity Principle Consistency Principle & Historical Cost Principle.
বোর্ড: এবার বলো একান্টিং এবং ম্যানেজারিয়াল একাউন্টিং এর মধ্যে পার্থক্য কি?
আমি: সময় নিচ্ছিলাম একটু। তখন বোর্ড বুঝাচ্ছিলো আর বলতেছিলো ম্যানেজারিয়াল একাউন্টিং কোর্স করেছো না?  আমি মাথা নেড়ে শুধু জ্বী স্যার জ্বী স্যার করেছি। তাহলে বলো।
আমি: স্যার একাউন্টিং শুধু ট্রানজেকশন গুলো প্রসেস করে তথ্যে রুপান্তর করে যেটা Interest Users দের ডিজিশন নিতে সুবিধা হয় যে তারা প্রতিষ্টানে বিনিয়োগ করবে কি না। এখানে Interest Users স্যার পাওনাদার ও ভবিষ্যত বিনিয়োগকারিরা।
আর ম্যানেজারিয়াল একাউন্টিং স্যার একাউন্টিং এর তথ্যগুলো উপর ভিত্তি করে বিভিন্ন ডিপার্টমেন্টের যেমন (HRD ও প্রোডাকশন) মধ্যে সমন্বয় করে প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে নিয়ে কাজ করে। ( আমার মাথা পুরাই ব্লাংক ছিলো তখন)
বোর্ড: তুমি একাউন্টিং এর ছাত্র।  তোমার কাছ থেকে আরো গভির উত্তর চেয়েছিলাম। যাই হোক, বলো Contract এবং Law এর মধ্যে পার্থক্য কি? 
আমি: বললাম স্যার Contract লিখিত মৌখিক উভয় প্রকার হতে পারে। ল টা স্যার আইন।( মনে মনে বলতেছি ২য় বর্ষে না কোন বর্ষে পড়েছি কিছুই মাথায় আসবে না। ব্যাংকিং ডিপ্লোমা করতেছে যারা নতুন তারা ভালো পারবে)
বোর্ড: হাসি দিয়ে সবাই বলতেছে, ল মানেই তো আইন সেটাই বলো।
আমি: বললাম স্যার এই মূহুর্তে কিছু বলতে পারতেছি না।
বোর্ড: তাহলে বলো অডিট এবং এসুরেন্সের মধ্যে পার্থক্য কি?
আমি: এসুরেন্স স্যার অডিটের মধ্যেই একটা অংশ। তারপর স্যারেরা পার্থক্য বলতে বললো
আমি সোরি স্যার বলে মাফ চাইলাম।
তবু ছাড়ে না আমাকে।
তারপর বোর্ড চেয়ারম্যান পাশের জন কে বলতে বললেন।
বোর্ড: As you are a employee of Bangladesh Bank, Which steps are required to need for the Bangladesh Bank?
আমি: Sir, As i am working as the Welfare Section, so i wanted to say that. In Bangladesh the largest number of Employee are working in Banking Sectors. So i think that in all distric there must have a Bank School and Bank Hospital for the Bank Employee.
Board: Ok Good. কেন আপনাকে আমাদের ব্যাংকে নিবো বা আপনার Strength টা কি?
আমি: স্যার যেহেতু আমি হিসাববিজ্ঞান এ (বিবিএ এবং এমবিএ) ডিগ্রি অর্জন করেছি সেহেতু ব্যাংকের ফিনান্সিয়াল বিষয়গুলো আমার মুটামুটি জানা সে হিসেবে স্যার আমি ব্যাংক রিলেটেড বিষয়গুলো আমার আয়ত্ত্বে।  তাই স্যার আমি মনে করি আমি বাংলাদেশ ব্যাংকে ভালো করতে পারবো।
 আবার চেয়ারম্যান স্যার...
বোর্ড: বলো ব্যাংকে কয়টি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে এবং কি কি?
আমি:  স্যার 
1.Statement of Financial Performance,  
2. Statement of Financila Position, 
3. Statement of Cash Flow, 4. Statement of Owners Equity, 
 & sir 5. Footnotes.  
বোর্ড:(একজন ম্যাম) তোমাদের ট্রেনিং হয়েছে?কোথায় যেনো ট্রেনিং হয়? 
আমি: না ম্যাম, পাশ থেকে স্যারেরা বললো করোনার কারনে ম্যাম ওদের ট্রেনিং পরে হবে।
বোর্ড: তাহলে বলো একজন ব্যাংকার কি জামানত ছাড়া কোনো ঋন দিতে পারে?
আমি : (HSC তে পড়েছিলাম ব্যাংকিং এ মনে আসতেছে না কিছুউ সব ঝাপসা।)  এখন শুধু বললাম ম্যাম জামানত টা রাখা হয় লোনের সিকিউরিটি বাবদ যাতে লোন টা ডিফল্ট না হয়। আমি তারপর স্টেটকার্ট ভুল বলে দিলাম যে না ম্যাম দিতে পারে না।
ম্যাম তখন সংশোধন করে বললো যে দিতে পারে।  পাশ।থেকে এক স্যার বললেন যে Reknowned person এর সুপারিশে দেওয়া যায়।
ম্যাডাম তখন সেকশন ধারা সহ ব্যাংকিং ল শুনিয়ে
ধারা সহ উল্লেখ করে বললেন এভাবে দেওয়া যায়। আর বললো ট্রেনিং করলে পারবে এগুলা।
তারপর চেয়ারম্যান স্যার বললেন ঠিক আছে আসো তাহলে।
সালাম দিয়ে দোয়া চেয়ে বের হয়ে আসলাম।
প্রশ্ন গুলোর উত্তর খুব দ্রুত দিয়ে ফেলেছিলাম...ভিতরে অনেক আলাপচারিতা ছিলো ও আমার কথার মধ্যে হালকা জড়তা ছিলো। 
এই ছিলো ভাইবা....ভুলক্রুটি ক্ষমাসূলব ভাবে দেখবেন।
দোয়া করবেন সবাই একটু আমার জন্য।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ