বিসিএস (লিখিত) প্রস্তুতি নির্দেশনা ★ আন্তর্জাতিক বিষয়াবলী ★

বিসিএস (লিখিত) প্রস্তুতি নির্দেশনা
★ আন্তর্জাতিক বিষয়াবলী ★
টার্গেট মার্কসঃ
ক. কনসেপ্চুয়াল ইস্যু: ২৫-৩০
খ. ইম্পেরিক্যাল ইস্যু: ২৭-৩৩
গ. প্রবলেম সলভিং: ১০-১২
আন্তর্জাতিক বিষয়াবলীতে ভালো মার্কস ধরা যায় ৬৫-৭০। প্রশ্ন সহজ বা কঠিনের উপর নম্বর কম-বেশি হতে পারে। 
করণীয়ঃ
(১) টেকনিক্যালি পড়লে এ বিষয়ে খুব বেশি পড়তে হয় না। বিগত বছরের প্রশ্নগুলো স্টাডি করলেই বুঝবেন, সংক্ষিপ্ত সাজেশন্স করে পড়লেও ৭০-৮০% কোয়েশ্চেন কমন পরে যায়।
(২) প্রথমবার যারা রিটেন দিচ্ছেন তাদের কাছে কনসেপ্চুয়াল ইস্যুগুলো একটু জটিল মনে হবে। এক্ষেত্রে টেকনিক হলো, এগুলো মুখস্ত না করে বুঝে 'key words' মাথায় রাখবার চেষ্টা করবেন। কিছু টপিকের সংজ্ঞা চাওয়া হয়, সেগুলোতে ২/৩টি কোটেশন দিবেন। যে প্রশ্নগুলোতে 'পার্থক্য' চাওয়া হয়, সেগুলো ছক আকারে উপস্থাপন করতে পারেন। এক্ষেত্রে গাইড বইয়ের পাশাপাশি শাহ মোঃ আব্দুল হাই স্যারের বইটি পাশে রাখবেন। আমি এই বইটি হতে ইম্পর্টেন্ট পেইজগুলো কেটে আলাদা একটা ছোট নোটবুক বানিয়ে নিয়ে ছিলাম।
(৩) ইম্পিরিক্যাল ইস্যুতে মোট ০৭টি চ্যাপ্টার আছে। সব চ্যাপ্টার না পড়লেও চলে। ৪/৫ টি চ্যাপ্টার হতেই ৩টি প্রশ্ন কমন পড়ে। The United Nations, Foreign relations of Major Powers, Global Initiatives and Institutions, Major Issues & Conflicts in the world এবং Politics in South Asia- এই পাঁচটি চ্যাপ্টারকে সর্বাধিক গুরুত্ব দিতে পারেন। 
(৪) প্রবলেম সলভিং নিয়ে এতো চিন্তার কিছু নেই। তবে অধিকাংশ পরীক্ষার্থী এখানে যে ভুলটা করে, তা হলো ঐ প্রবলেম বা সংকটের কাহিনী বর্ণনা করে ফেলেন। কিন্তু আপনার মূল কাজ হলো সমাধান দেওয়া। এ প্রশ্নে খুব আনকমন কিছু আসলেও ক্ষতি নেই। মনে রাখবেন, আপনার কাজ হলো সমাধান দেওয়া বা সুপারিশ করা। এখানে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগাবেন। গাইডের গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম সলভিং স্টাডি করুন। সেখানে কিছু কমন সুপারিশ পাবেন যেগুলো কম-বেশি সব প্রশ্নেই ব্যবহার করা যায়। সেগুলোকে আলাদাভাবে নোট করে রাখতে পারেন। মনে রাখবেন, আপনার কূটনৈতিক জ্ঞান ও যুক্তিনির্ভর উপস্থাপনাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ! 
(৫) ইম্পিরিক্যাল ইস্যুতে ম্যাপ ব্যবহার করার চেষ্টা করবেন। কোন ইস্যুতে তথ্যসমৃদ্ধ টাইমলাইন ছকাকারে উপস্থাপন করতে পারেন। প্যারা প্যারা করে উত্তর না করে চার্ট, টাইমলাইন, বুলেন্ট পয়েন্ট ব্যবহার করে উপস্থাপনার বৈচিত্র্য আনার চেষ্টা করবেন। এ সম্পর্কে সম্যক ধারণা পেতে, কোন বিষয় গুগলে সার্চ দিন এবং 'Images' অপশনে যান। সেখানে যে ধরনের চিত্রনির্ভর উপস্থাপনা থাকে তা স্টাডি করে নিজের উপস্থাপনায় ব্যবহার করতে পারেন। 
(৬) অনেকে বলেন, খাতা ভরে লিখে আসলেই নম্বর! এটা হয়তো পরীক্ষক ভেদে কিছুটা সত্য। কিন্তু বর্তমানে ডবল এক্সামাইন করা হয়। তাই আমি বলব- সঠিক লিখুন, তথ্যসমৃদ্ধ লিখুন এবং প্রয়োজনে কম লিখুন। সবসময় এটা ভাববেন, আপনার পরীক্ষার খাতা যদি আপনি নিজে দেখতেন তাহলে নিজেকে নিজে কত মার্কস দিতেন। আর কেমন উত্তর পেলে আরও বেশি নম্বর দিতেন! 
✍️✍️✍️✍️✍️✍️
©সাইফুল হুদা নাজাত
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (৩৭ তম বিসিএস)

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ