Minsk agreement (Russia vs Ukraine)

২০১৪ সালে ইইউতে যোগদানের প্রেক্ষিতে ভিক্টর ইয়ানুকোভিচের পতনের মাধ্যমে রুশপন্থী সরকারের পতন হয় এবং রাশিয়া কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপ দখল নেয় যা কিনা সারা বছর ব্যবহারের মত রাশিয়ার হাতে থাকা একমাত্র বন্দর। পরপরই ইউক্রেনের পূর্ব সীমান্তের রুশ ভাষাভাষী অধ্যুষিত লুহানস্ক ও দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ার সহায়তায় স্বাধীনতা ঘোষণা করে।শুরু হয়ে যায় গৃহযুদ্ধ যাতে প্রায় ১৪০০০ মানুষ মারা যায়। ২০১৫ সালে OSCE এর সহায়তায় বেলারুশের রাজধানী মিনস্কে জার্মানি, রাশিয়া,ফ্রান্স প্রভৃতি দেশের উপস্থিতিতে একটি Ceasefire Agreement হয় ও লুহানস্ক ও দোনেৎস্ক সায়ত্ত্বশাসনের কথা বলা হয় । উভয়পক্ষ তখনকার যে যেখানে ছিল সেই পর্যন্ত তাদের Demarcation Line নির্ধারণ করে, যা সম্ভবত প্রায় ৩৮৪ কি.মি এর মত। লুহানস্ক ও দোনেৎস্কে গণভোট হয়েছিল স্বাধীনতার প্রশ্নে কিন্ত ইউক্রেন তা স্বীকৃতি দেয় নি! উল্লেখ্য,বর্তমানে লুহানস্ক ও দোনেৎস্ক এখন দুই পক্ষেরই অবস্থান রয়েছে।


-Sayed Karim Mugdha


Rokonujjaman Rokon
২০১৪ সালে বেলারুশের মিনস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধের জন্য এক চুক্তি স্বাক্ষরিত । মিনস্ক চুক্তি নামে পরিচিতি পাওয়া এই চুক্তি অনুযায়ী দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও দোনবাস অঞ্চল থেকে রুশপন্থী বিদ্রোহীদের সরে যাওয়ার বিষয় যুক্ত ছিলো। চুক্তি অনুযায়ী দোনবাস অঞ্চল থেকে রুশপন্থী বিদ্রোহীরা সরে গেলে ইউক্রেনের ওই অঞ্চলে গণভোটের মাধ্যমে এর ভবিষ্যত নির্ধারণ করা হয়।


Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ