ইউক্রেন - রাশিয়া যুদ্ধ (এবি সোবহান)

ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ না দেওয়ার জন্য  হামলা চালিয়েছে রাশিয়া।ইউক্রেন রাশিয়ার সাথে চুক্তি ছিল,ইউক্রেন পশ্চিমা সামরিক জোট NATO তে যোগ দিবেনা।কিন্তু যুক্তরাষ্ট্রের পাতানো ফাঁদে পা দিয়ে রাশিয়ার সাথে চুক্তিভঙ্গ করে ইউক্রেন।

রাশিয়া স্বাধীন দেশ ইউক্রেনে হামলা চালিয়ে মানবতাবিরোধী কাজ করছে তা অবশ্যই সত্য,কিন্তু রাশিয়া নিরুপায় হয়ে এই কাজ করেছে,ইউক্রেন যদি আমেরিকার জোটে যোগ দেয় তাহলে রাশিয়ার সীমানায় চলে আসবে যুক্তরাষ্ট্র,আর এটা রাশিয়ার জন্য বড় একটা বিপদ।

যে সামরিক জোট NATO এর জন্য স্বাধীন রাষ্ট্র  ইউক্রেনকে তছনছ করে দিচ্ছে রুশ সামরিক বাহিনী,সেই ন্যাটো প্রধান বলছেন ইউক্রেনের পক্ষে তারা কোনো সৈন্য পাঠাবে না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন ইউক্রেনের পাশে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে রাজি নয় তার দেশ যুক্তরাজ্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার সাথে কোন কিছুর বিনিময়ে যুদ্ধে জড়াবে না তার দেশ যুক্তরাষ্ট্র।

প্রতিপক্ষ রাশিয়া হওয়ায় তথাকথিত ক্ষমতাশীল পশ্চিমা দেশগুলো অসহায়ত্ব দেখাচ্ছে,সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে,রাশিয়ার জায়গায় যদি মধ্যপ্রাচ্যের কোনো দুর্বল মুসলিম রাষ্ট্র হতো,তবে এত সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিজেদেরই সৃষ্টিকর্তা দাবি করতো।

ইরাকের কাছে প্রাণঘাতী অস্ত্র রয়েছে,এমন মিথ্যা অভিযোগ তুলে আমেরিকা,বৃটেনসহ তাদের মিত্র দেশগুলো ইরাকে হামলা চালিয়েছিল।সেই যুদ্ধে এখন পর্যন্ত ২০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এবং লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে।এখনো অনেক মানুষ মরছে।

ইউক্রেন একটি স্বাধীন দেশ,একটি স্বাধীন-সার্বভৌম দেশের উপর যদি ইচ্ছে করলেই যে-কেউ হামলা চালাতে পারে,তবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার নামে গঠিত বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংঘটন জাতিসংঘের প্রয়োজন নেই। 

পশ্চিমারা আধুনিকতা আধুনিকতা বলে বেড়ায়,অথচ এই আধুনিক বিশ্বে যদি যুদ্ধ করেই সমাধান করতে হয়,নিরীহ মানুষ যদি অকারণে জীবন দিতে হয় তাহলে সেই আধুনিকতা কিসের জন্য..?

এত সহজে রাশিয়ার বিরোধিতা করার দুঃসাহস কোনো দেশ দেখাবেনা,কারণ পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য অস্ত্র মজুদ রয়েছে রাশিয়ার।রাশিয়ার সাথে যদি অন্য কোন শক্তিশালী দেশ দাঙ্গা বাধায় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।

ইউক্রেনের পক্ষ নিয়ে যদি কোনো দেশ রাশিয়ার উপর হামলা চালায়,সাথে চীন মাঠে নামবে।চীনের প্রেসিডেন্ট পরিষ্কার বলে দিয়েছেন রাশিয়ার পাশে আছে তারা।বেলারুশ অলরেডি অস্ত্র নিয়ে রাশিয়ার পক্ষে মাঠে নেমেছ,উত্তর কোরিয়াও বসে থাকবেনা তারাও রাশিয়ার পক্ষ নিয়ে এগিয়ে আসবে।

ইউক্রেনের সাধারণ মানুষের জন্য কষ্ট হচ্ছে।ইউক্রেনের প্রেসিডেন্টের একটি ভুল সিদ্ধান্তগ্রহণ করার জন্য আজ ইউক্রেনের সাধারণ মানুষ এর ফলাফল ভোগ করছে।

বিশ্বনেতাদের এগিয়ে আসা উচিত,যুদ্ধ নয়,আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা হোক।বিশ্বের সবার জন্য ন্যায় বিচার চাই,সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ ও নিরাপদে বাঁচার অধিকার চাই।

.

এবি সোবহান

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ