সালামি স্লাইসিং
#43_written_preparation #conceptual
সালামি স্লাইসিংঃ
সালামি স্লাইসিং একটি বিভাজন ও দখলে রাখার কৌশল যারা উদ্দেশ্য বিরোধী রাষ্ট্রের ছোট ছোট অঞ্চলের উপর রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করে শেষ পর্যন্ত পুরো অঞ্চলে নিজের দখল কায়েম করা।
এই কৌশলের সর্বশেষ পরিণতি হয় যুদ্ধ কারণ বিরোধী/ প্রতিবেশী রাষ্ট্র এটা বুঝতে পারে না যে এই ছোট ছোট সামরিক ও রাজনৈতিক আগ্রাসনের কতটুকু জবাব কীভাবে দাওয়া উচিত। তাছাড়া এই আগ্রাসনের পরিব্যাপ্তি কম হওয়ার কারণে আগ্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক মহলের কূটনৈতিক দৃষ্টি সহজেই এড়াতে পারে। ছোট ছোট আগ্রসী সামরিক ও রাজনৈতিক উপস্থিতি একসাথে হয়ে বড় শক্তিতে পরিণত হয় যা আগ্রাসী রাষ্ট্রকে বিরোধী বা প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত শক্তিশালী অবস্থানের সুযোগ তৈরী করে দেয়। স্তালিনপন্থী হাঙ্গেরীর স্বৈরশাসক Mátyás Rákosi এই কৌশলের নামকরণ করেন।
উদাহরণঃ
১. দক্ষিণ চীন সাগরের ছোট ছোট নানা বিবাদপূর্ণ দ্বীপে চীনের উপস্থিত বাড়ানোকে সালামি স্লাইসিং এর উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
২. ক্রিমিয়া দখল, দোনেস্ক ও লুহানস্কে রুশপন্থীদের রাজনৈতিক ও সামরিক সহায়তা দেওয়া কিংবা স্বীকৃত দেওয়া, সেইসাথে বেলারুশ ও ইউক্রেন সীমান্তের নিকট দীর্ঘসময় ধরে ছোট ছোট করে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করে শেষ পর্যন্ত ইউক্রেনকে ঘিরে ফেলার প্রক্রিয়াকেও রুশ সালামি স্লাইসিং এর উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য সালামি একটি উপাদেয় আমিষ জাতীয় খাবার যা একবারে না খেয়ে টুকরো টুকরো করে খেতে হয়।
Comments
Post a Comment