ইউক্রেন - রাশিয়া যুদ্ধি - এবি সোবহান

রাশিয়ার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।একসময় ইউক্রেন ছিল সোভিয়েত ইউনিয়ন অন্তর্ভুক্ত।১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫ টি রাষ্ট্রে ভাগ হয়।তখন আলাদা রাষ্ট্রগুলোর সাথে চুক্তি হয়েছিল তারা পশ্চিমা সামরিক জোট NATO (North Atlantic treaty organization) তে যোগ দিবেনা।

সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার আগে ইউক্রেনের কাছে হাজারের বেশি পারমাণবিক অস্ত্র ছিল।তখন ইউক্রেন ছিল বিশ্বে পারমাণবিক ক্ষমতার দিক থেকে ৩য় স্থানে।পরে ইউক্রেন বোমাগুলো তাদের নিরাপত্তা রাশিয়া দেওয়ার চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছে স্থানান্তর করে।আজ এই বোমা যদি ইউক্রেনের হাতে থাকত ইতিহাস ভিন্ন হত।

২০২১ সালে ইসরাইল যখন ফিলিস্তিনে হামলা চালিয়ে অসংখ্য নিরপরাধ মানুষ হত্যা করেছিল,তখন ইউক্রেনের কমেডিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপহাস করে টুইটারে পোস্ট করেছিলেন।২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাকের উপর মিথ্যা অভিযোগ তুলে ইরাকে হামলা চালিয়ে তছনছ করে অসংখ্য মানুষক হত্যা করে,তখনই আজকে রাশিয়ার হাতে মার খেয়ে তছনছ অসহায় ইউক্রেন কিন্তু শান্তির দিকে না গিয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীতে ১ম পারমাণবিক অস্ত্র ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর।পরিসংখ্যান বলছে পৃথিবীতে যত দাঙ্গা হয়েছে বেশীরভাগ দাঙ্গাগুলোতে জড়িত ছিল যুক্তরাষ্ট্র।

১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে মার্কিন যুক্তরাষ্ট্র  লিটল বয় নামের পারমাণবিক বোমা ফেলে।এবং ৯ আগস্ট ফ্যাট ম্যান নামের পারমাণবিক বোমা ফেলে,পারমাণবিক বোমার ভয়াবহতা এতই যে,বোমাগুলোর আঘাতে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় সমৃদ্ধ শহর।বোমাটির আঘাতে সাথে সাথেই মারা যায় অসংখ্য মানুষ।

অনুমান করা হয় যে ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় ১৪০,০০০ লোক মারা যান।নাগাসাকিতে প্রায় ৭৪,০০০ লোক মারা যান এবং পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও ২১৪,০০০ জন।জাপানের আসাহি শিমবুন-এর করা হিসাব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় ২৩৭,০০০ এবং নাগাসাকিতে ১৩৫,০০০ লোকের মৃত্যু ঘটে।দুই শহরেই মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন সাধারণ মানুষ।(সূত্র-উইকিপিডিয়া)

পৃথিবীতে এই ভয়ংকর পারমাণবিক বোমা যেসব দেশের মালিকানায় রয়েছে-

১.রাশিয়া-৬২৫৫টি

২.মার্কিন যুক্তরাষ্ট্র-৫৫৫০টি

৩.চীন-৩৫০টি

৪.ফ্রান্স-২৯০টি

৫.ব্রিটেন-২২৫টি

৬.পাকিস্তান-১৬৫টি

৭.ভারত-১৫৬টি

৮.ইসরাইল-৯০টি*

৯.উত্তর কোরিয়া-৪০টি

(সূত্র-statista)

তবে ইসরাইল সরাসরি নিজেরা স্বীকারও করেনা অস্বীকারও করেনা তাদের পারমাণবিক অস্ত্র আছে।

রাশিয়া-ইউক্রেনের বর্তমান পরিস্থিতি যতই দিন যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে।উগ্র জাতীয়তাবাদীদের অবসান হোক,ক্ষমতার দাপট বন্ধ হোক।ফিলিস্তিনিদের উপর জুলুম বন্ধ হোক,জুলুম বন্ধ হোক ইউক্রেনিয়ানদের উপর।সারা বিশ্বে দুর্বল নিপীড়িত জনগোষ্ঠীর উপর ক্ষমতাধরের জুলুম বন্ধ হোক।

সুন্দর এই পৃথিবীতে সকল ধর্মের,সকল মানুষ সুন্দর করে বাঁচার অধিকার চাই।

.

এবি সোবহান

এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট সিলেট।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ