জাতিসংঘ সনদ ৫১ নম্বর অনুচ্ছেদ

পুতিন বলছেন, জাতিসংঘ সনদ মেনেই তারা ইউক্রেনে হামলা চালিয়েছেন। সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ তাদের সেই অধিকার দিয়েছে। 

এখন প্রশ্ন হচ্ছে, কী আছে অনুচ্ছেদ ৫১ তে?

দেখা যাক।

"Article 51, UN Charter

Nothing in the present Charter shall impair the inherent right of individual or collective self-defence if an armed attack occurs against a Member of the United Nations, until the Security Council has taken measures necessary to maintain international peace and security. Measures taken by Members in the exercise of this right of self-defence shall be immediately reported to the Security Council and shall not in any way affect the authority and responsibility of the Security Council under the present Charter to take at any time such action as it deems necessary in order to maintain or restore international peace and security."

মনোযোগ দিয়ে পড়লে বোঝা যায়, পুতিন  অনুচ্ছেদটির "inherent right of individual or collective self-defence if an armed attack occurs against a Member of the United Nations" এই অংশটায় প্রদত্ত আত্নরক্ষার অধিকার সংক্রান্ত বিধানের আলোকে ইউক্রেনে হামলা চালিয়েছেন বলে দাবী করছেন। 

এখানে বলা হয়েছে, জাতিসংঘের সদস্য কোন দেশ, অন্য কোন দেশ দ্বারা সশস্ত্র হামলার শিকার হলে, আক্রান্ত রাষ্ট্র আত্নরক্ষার জন্য ব্যক্তিগত বা সামষ্টিক পদক্ষেপ নিতে পারবে। 

প্রশ্ন হলো, রাশিয়া কী ইউক্রেনের দ্বারা আগে সশস্ত্র হামলা শিকার হয়েছে? সম্ভবত এমনটাই দাবী করছেন পুতিন।

সনদের বাকী অংশে বলা হয়েছে, আত্নরক্ষার প্রয়োজনে কোন রাষ্ট্র কোন পদক্ষেপ নিলে, অনতিবিলম্বে তা নিরাপত্তা পরিষদকে জানাতে হবে।

রাশিয়া কি নিরাপত্তা পরিষদকে অবহিত করেছে? হয়তো করেছে। জানিনা। খবরে এমন কিছু দেখলাম না।

সনদের এই অনুচ্ছেদে আরো বলা হয়েছে, দুই দেশের বিরোধে পারস্পরিক পদক্ষেপ যাই হোক না কেন, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রয়োজনে, যেকোন সময়, তার বিবেচনায় উপযুক্ত পদক্ষেপ নিতে পারবে। 

অর্থাৎ অন্যায্য পক্ষের বিপক্ষে নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে পারবে। 

কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে। নিরাপত্তা পরিষদ সামরিক বা অন্য কোন ব্যবস্থা নেওয়া আগে তার ১৫ সদস্যের মধ্যে ৯ সদস্যের ভোট লাগবে। এই ৯ ভোটের মধ্যে স্থায়ী সদস্য ৫ রাষ্ট্রের ভোট অবশ্যই থাকতে হবে। স্থায়ী কোন রাষ্ট্র, প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে তো বটেই, ভোট দানে বিরত থাকলেও ঐ প্রস্তাব পাশ হবেনা। আর এই স্থায়ী ৫ রাষ্ট্রের একটা রাশিয়া। 

মানে পরিস্কার। নিরাপত্তা পরিষদ অন্য দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেও, স্থায়ী সদস্য ৫ রাষ্ট্র বা তাদের মিত্র কোন দেশের বিরুদ্ধে কোন প্রস্তাব পাশ করতে পারবে না। 

পুতিন এটা জানেন। পুতিন জানেন, জাতিসংঘের মহাসচিব রাশিয়ার ইউক্রেন হামলার বিরুদ্ধে বড়জোর নিন্দা জানাতে পারবে, আর কিছু করতে পারবেনা।


collected from Mirza Mohammad Mizanur Rahman

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ