ভাইভাতে যাদের বই রেফারেন্স - Hasan Zahid
ভাইভাতে যাদের বই রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে এমন কিছু ব্যক্তির নাম
বঙ্গবন্ধু
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ড. হারুনুর রশিদ
মুনতাসির মামুন
অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ
সেলিনা হোসেন
এম আর আক্তার মুকুল
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
এইচ টি ইমাম
ওবায়দুল কাদের
সিদ্দিক সালিক
জে এফ আর জ্যাকব
পাশাপাশি সরকার সমর্থিত বিভিন্ন লেখকদ্বয়।
আপনার নিজের পড়া বইগুলোও অবশ্যই রিভিশন দিবেন।
ভাইভা নীতি আওড়ানোর জায়গা নয় বরং একটি গেম, মানসিক গেম। এখানে সরকারের ভাষায় কথা বলতে হয়।
সচরাচর ভাইভাতে রেফারেন্স জিজ্ঞেস করে না বা তবে সরকারের ভাষায় কথা বলতে হয়।
যেমন- আপনি সম্প্রতি কী বই পড়েছেন?
- স্যার সম্প্রতি আমি, মাননীয় প্রধানমন্ত্রীর একটি বই পড়েছি। এবার আপনাকে সেখান থেকেই কিছু জিজ্ঞেস করবে। পারলে তারাই বের হয়ে যাবে, না পারলে পুরো ভাইভা হয়তো সেখানেই শেষ।
যে বইটি পড়বেন ভালো করে পড়বেন। কারণ, চাপা মারলে শেষ।
©BCS MENs
© Hasan Zahid
Comments
Post a Comment