৪১তম লিখিত গণিত পরীক্ষা

৪১তম গণিত পরীক্ষা 

ত্রিকোণমিতি 

কার্তেসীয় 

উৎপাদক

ভেন ডায়াগ্রাম

কম্বিনেশন 

পারমিউটেশন

এগুলো থাকবেই।

পাটিগণিত, মান নির্ণয় এগুলো পেরে গেলে বেঁচে যাবেন। 

জ্যামিতি কম/বেশি থাকবে। পরীক্ষার হলে জ্যামিতি স্বাভাবিকভাবে অনেকেই নিজের জ্ঞানের আলোকে লিখে থাকেন।

কালকে কেউ ২৫, কেউ ২৫-৩৫। ১০০০ প্রার্থী গণিতে ৪০+ পাবেন।

কোন পরামর্শ নাই। যা পড়েছেন তার উপর ভরসা রাখুন। 

৪০/৪৫ এর টার্গেট নিয়ে পরীক্ষার হলে যাবেন না। মন স্থির রাখুন ভালো পরীক্ষা দিবেন। কারণ প্রত্যাশার চাপে পরীক্ষা খারাপ হতে পারে।

=========================================================================


৪১তম লিখিত গাণিতিক যুক্তি সাজেশন

*****১ম অংশঃ যাদের ৩৫+ টার্গেট

নিন্মলিখিত প্রতিটি টপিক থেকেই সবসময় প্রশ্ন হয়ে থাকে। তাই এগুলো গুরুত্ব দিয়ে চর্চা করুন।

১. বীজগাণিতিক সূত্রাবলী + উৎপাদক

২. সূচক ও লগারিদম 

৩. সেট ও ভেনচিত্র 

৪. সমীকরণ (বিশেষ করে দ্বিঘাত সমীকরণ) 

৫. বিন্যাস ও সমাবেশ 

৬. সম্ভাবনা 

৭. কার্তেসীয় জ্যামিতি

৮. ত্রিকোণমিতি + দূরত্ব ও উচ্চতা 

[এই ৮ টপিক চর্চা করলে ৩৫+ কমন পাওয়া সম্ভব বলেই আমার মনে হয়] 

***২য় অংশঃ যাদের ৪০+ টার্গেট

পাটিগণিত থেকে ১০ মার্কের মত থাকতে পারে। সম্ভব হলে নিচের টপিকগুলো চর্চা করবেন।

৯. শতকরা

১০. লাভ-ক্ষতি 

১১. সুদকষা

১২. ঐকিক নিয়ম

*** জ্যামিতি থেকে ৫ মার্ক থাকতে পারে। যারা উপপাদ্য বুঝেন শুধু তারাই চর্চা করবেন। না বুঝে উপপাদ্য পড়ে লাভ নেই, পরীক্ষার খাতায় লিখতে পারবেন না। গ্রুপে উপপাদ্যের সাজেশন দেওয়া আছে।

[যাদের ৪০+ টার্গেট তাদের পাটিগণিত ও জ্যামিতি পড়া উচিত ]

***৩য় অংশঃ যারা রিক্স নিতে চান না।

নিচের অধ্যায়গুলো থেকেও প্রশ্ন আসার চান্স আছে। যাদের দরকার চর্চা করবেন।

১৩. ধারা

১৪. অসমতা

১৫. পরিমিতি ও ঘন জ্যামিতি

[৪৫+ যাদের টার্গেট তাদের জন্য কোন সাজেশন নেই]

যারা যে সাজেশন দরকার তারা এটাকে নিজের মত বানিয়ে নিবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

Courtesy: Salim Al-Din Vhai


Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ