সম্ভাব্য ৪৩তম লিখিত প্রার্থীদের জন্য - মো: নাঈম হোসেন
::সম্ভাব্য ৪৩তম লিখিত প্রার্থীদের জন্য::
*“বিসিএস এর নিয়মই হলো প্রিলি দিয়েছ লিখিত পড়, লিখিত দিয়েছ ভাইভা পড়। ভাইভা দিয়েছ পরের প্রিলি পড়।”***-**----- শরীফ ভাই (২৯তম অর্থ ক্যাডার এবং ৩০তম প্রশাসন ক্যাডার)
**কী করবেন?**
১. প্রথমেই বলি, লিখিতর ট্রাম্প কার্ড ৩টি সাবজেক্ট। গণিত, বিজ্ঞান ও ইংরেজি। ইংরেজিতে ১২০+, গণিত ও বিজ্ঞানে ৭৫+ নম্বর সাধারণ ক্যাডারের জন্য উপযুক্ত নম্বর। পাশাপাশি বাংলা, বাংলাদেশ ও আন্তর্জাতিকে ৫৫-৬০% নম্বর পেলেই চলবে (যেহেতু কোটা নাই)। তাই প্রথমেই ঐ তিনটি সাবজেক্টে ৭৫% সময় রাখবেন।
২. আপনি পরেরবার প্রিলি পরীক্ষা ভালো নাও দিতে পারেন এমন ভেবে লিখিত প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবেন না। ছোট খাটো সব কাজ বাদ দিন। দরকার হলে লোন করে বসে বসে ৪-৫ মাস পড়েন। মনে রাখবেন ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টা ঘুম আর ২/৩ ঘণ্টা খাওয়া ও প্রার্থনা ছাড়া বাকী ১৪/১৫ ঘণ্টা শুধুই লিখিত নিয়া চিন্তা থাকবে।
৩. পার্ট টাইম জব, টাইম কিল করা কাজ বাদ দিবেনই। মনে রাখবেন যে ১৫-২০ হাজার টিকবে তার মধ্য থেকে ৮/৯ জনে ১ জন ক্যাডার এবং অন্তত ৫ জন নন ক্যাডার জব পাবেন।
৪. পত্রিকায় ডুবে থাকতে হবে। সব পাতা, সব ছবি, সব খবর পড়তে হবে। ড্যাটার খাতা বানিয়ে তাতে অর্থ ও বাণিজ্য, সারাবিশ্ব ও প্রথম পাতা থেকে প্রাপ্ত তথ্য তারিখসহ লিখে রাখতে হবে। দরকার হলে কেটে গাম দিয়ে রাখতে হবে। *[প্রথম আলো, বণিক বার্তা, ইত্তেফাক ও স্টার ভালো হেল্পফুল হবে। অর্থ ও বাণিজ্য পাতায় বেশি গুরুত্ব দিবেন]
## **#কোচিং করবেন কি না?**
**৩/৪টি যদি থাকলে করুনঃ**
১. বাসা থেকে কোচিং কাছে হলে (২০/৩০ মিনিটের পথ হলে)
২. লেখার অভ্যাস না থাকলে
৩. খুব বেশি অগোছালো মনে হলে
৪. কোন সাবজেক্টে বেশি উইকনেস থাকলে। ধরুন, ম্যাথ, বিজ্ঞান বা জিকে নিয়ে সমস্যা থাকলে ওসবের নোটের জন্য ক্লাস করতে পারেন।
::কী পড়বেন::
১. আন্তর্জাতিক:
- পত্রিকা নিয়মিত।
- বাজারে থাকা বেসিক ভিউ আন্তর্জাতিক
- আনোয়ারা বেগমের "আন্তর্জাতিক রাজনীতি"। [এটি কঠিন ও গদবাধা। বেসিক ভিউ ও এসিওরেন্সের প্রতি বিরক্তি থাকলে পড়তে পারেন]
- কনফিডেন্সের আন্তর্জাতিক টিচারদের ক্লাস লেকচার
*বিঃদ্রঃ মৌলিক বই অসংখ্য আছে। কিন্তু সিলেবাস অনুযায়ী পারফেক্ট না। অথবা পারফেক্ট করে পড়তে চাইলে ১৫০ দিনের পরিবর্তে ২৪০/৩০০ দিন লাগবে প্রস্তুতি নিতে।
২. বাংলাদেশঃ
- পত্রিকাঃ প্রথম আলোর পাশাপাশি বণিক বার্তা
- পৌরনীতি দ্বিতীয় (সিলেবাস ধরে)
- সংবিধানে গুরুত্ব দিবেন [আরিফ অথবা সর্বশেষ প্রকাশিত মূলটা]
*[প্রথমে সব বিগতগুলো পড়বেন, এরপর বাদ পড়াগেুলো মূল সংবিধান থেকে পড়বেন। (কিছু কিছু অনুচ্ছেদ ইংরেজিতেও পড়বেন)]
*-* অর্থনৈতিক সমীক্ষা ২০২১ এর আলোচনা অংশ সবগুলো রিডিং + নোট । বেশ কাজে দিবে। চাপ কমাবে।
**প্রকাশিতব্য সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিক নিয়ে Basic View বাংলাদেশ [বই প্রকাশের আগে কী করণীয় এমন পোস্ট দিব ইনশাআল্লাহ্]
**৩. বাংলাঃ**
- ব্যাকরণঃ সিলেবাস ধরে ভাষা শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও জিজ্ঞাসা লিখিতটা
- সাহিত্যঃ মাহাবুবে আলম/ ওরাকল
**৪. ইংরেজিঃ**
- ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য ইংরেজি পত্রিকা থেকে প্রতিদিন একটা করে বড় নিউজ (সম্পাদকীয় না) ২/৩ বার দেখে লিখবেন এবং স্বর উচ্চ করে পড়বেন। এতে আগামী ১৫০ দিনে ১৫০টি টপিক সম্পর্কে লিখা ও তার সংশ্লিষ্ট শব্দভান্ডার জানা হয়ে যাবে। *[অবশ্যই পুরো পত্রিকা পড়ার দরকার নাই]*
- বিনয় বর্মনের Reading Skill
- যেকোন একটা গাইড [এসিওরেন্স অথবা প্রফেসর্স]
- ব্যাংক রিটেন গাইড থেকে ইংরেজি সল্যুশন
- শরিফ স্যারের ক্লাস লেকচার
**৫. গণিতঃ**
- সিলেবাস ধরে নবম দশম জেনারেল ও হায়ার ম্যাথ
- সেট, ফাংশন, সূচক/লগ, সম্ভাব্যতা ও অন্যান্য টপিক ইন্টারের ম্যাথ থেকে দেখতে পারেন
- অপেক্ষাকৃত কঠিন প্রশ্নে সহজ উপাস্থাপনা এমন ১/২টি গাইড নিবেন।
*(এ সম্পর্কে আমার জ্ঞাান খুবই সীমিত)*
- জ্যামিতিকে ছাড়ি দিবেন না। দেখবেন ৫০ এর মধ্যে ৩০-৪০ জ্যামিতি থেকে দিয়ে তে পারে। একবার তাই করেছিল।
৬. মানসিক দক্ষতাঃ
- যেকোন গাইড থেকে বিগত পড়বেন। ভালো ব্যাখ্যা যে বইতে আছে।
*(এ সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত)*
**৭. বিজ্ঞানঃ **
- কনফিডেন্সের নায়েব আলী স্যারের ক্লাস লেকচার
- কনফিডেন্সের বইটিও ভালো
- নবম দশম বিজ্ঞান ও ইন্টারের পদার্থ থেকে সিলেবাস ধরে নোট
**৮. আইসিটিঃ**
- ওরাকল
- মোজাম্মেল হোসেন।
#কোনটির গুরুত্ব বেশি? কোটা নাই বলে আমার অনুমান:**
১. বাংলাদেশ বিষয়াবলি: এর সব তথ্যই হয় রচনা/ essay, না হয় প্রযুক্তি, না হয় আন্তর্জাতিক, না হয় ইংরেজি কম্প্রিহেনশনে লেগে থাকে। মনে রাখবেন, ইনফরমেশন ছাড়া গরুর রচনাও লেখা যায় না। এই ২০০ বেশ থ্রেট। আপনি ডাটা, ট্যাবল, গ্রাফ, উক্তি ও সোর্সসহ লিখলে ৭০% নম্বরও পাবেন। আমি ৩৫তম তে ১৪৩ পেয়েছিলাম (যদিও অংকে পেয়েছিলাম ১১!)। আবার অনেকে সাদামাটা লিখে ৭০ ও পেয়েছেন। এখানে ৫০% নম্বর খুব কম জনই পান। হয় ৩৫-৪০%, নয়ত ৬০-৭০%।
২. ইংরেজিতে ১২০ পেলে তাকে আটকানো টাফ হবে।
৩. গণিত ও বিজ্ঞানে ১৫০+ পাওয়ারা ক্যাডারের তালিকায় থেকে যাবেন।
৪. ডাটা, টেবিল, ছক, মানচিত্র ও অবজেক্টিভ স্টাইলে না লিখলে বাংলাদেশ ও আন্তর্জাতিকে ৩০/৪০ শতাংশ পাওয়ার অনেক আশংকা থাকবে।
#লিখিত প্রস্তুতি কতটা সিরিয়াসলি নিবেন?
আগামী ১২০-১৫০ দিনের মধ্যে পরীক্ষা হবে বলে মনে হচ্ছে। এই ১৫০ দিনের মধ্যে ১৫০ মিনিটও যদি লিখিত প্রস্তুতির বাইরে কিছু করেন তাহলেই মনে মনে ধরে নিবেন “আমার মনে হয় হলো না”। এর বাইরে হলে আমাদের অনেকের মতই বাঁশ খাবেন।
ধন্যবাদ।
*[৪ বার লিখিত দেয়ার অভিজ্ঞতা থেকে লিখলাম। আপনাদের যদি অন্য কোন ক্যাডারের সাজেশন ভালো লাগে তা অনুসরণ করবেন]*
**মো: নাঈম হোসেন**
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
ও
লেকচারার
আন্তর্জাতিক বিষয়াবলি
বিসিএস কনফিডেন্স (বেলাল আহমেদ রাজু)
Comments
Post a Comment