মালদ্বীপকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক
মালদ্বীপকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
* ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, যার মধ্যে এ পর্যন্ত ২.১ বিলিয়ন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয়েছে।
* চলতি বছর "Currency Swap Deal" এর মাধ্যমে রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার দেয় বাংলাদেশ যাতে করে দেশটি ব্যালান্স অফ পেমেন্ট ক্রাইসিস কাটাতে পারে।
* করোনাকালীন পর্যটন সংকটে অর্থ সমস্যায় পড়ায় মার্চ,২০২১ এ বাংলাদেশে এসে (মুজিববর্ষ উৎযাপনের সময়) মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সালেহ ৫ বছরের জন্য এ ঋণের জন্য আবেদন জানান।
* গভর্নর ফজলে কবির জানিয়েছেন, মালদ্বীপকে ঋণ দেবার সামর্থ্য বাংলাদেশ ব্যাংকের রয়েছে এবং এটি দেশের জন্য একটি গর্বের বিষয়।
সূত্রঃ The Business Standard
Comments
Post a Comment