Md Nayem Hossen - Basic View - International
Md Nayem Hossen - Basic View - International
আলহামদুলিল্লাহ্।
৪১ত প্রার্থীগণ অন্তত 50 ঘণ্টা পড়ার জন্য সময় রাখুন।
প্রথমেই পড়ুন: কিছু কথা
এরপর পড়ুন: Problem Solving (পলিসি ব্রিফসহ) প্রথম 5 টা
1. Vaccine Diplomacy
2. Compensation from Green Climate Fund
3. Quad vs BRI
4. LDC promotion
5. Rohingya Repatriation.
এরপরে পর্যায়ক্রমে পড়ুন: Empirical এর ৭ম, ৬ষ্ঠ ও ৫ম অধ্যায়।
তারপরে পর্যায়ক্রমে পড়ুন: Conceptual এর Power & Security, Actors
in the World & International Economic Relation.
তারপরে প্রতিটা চ্যাপ্টারের নির্দেশনা দেখে পড়বেন।
::বইটি সম্পর্কে আমার মন্তব্য::
এক কথায় মোট তিনটি এডিসনের চেয়ে এই এডিসন সবচেয়ে বেশি
ইফেক্টিভ হবে। অভিজ্ঞতার স্পষ্ট ছাপ পাবেন ইংশাআল্লাহ্। ৯০০ পৃষ্ঠার
বই থেকে যে উপকার প্রত্যাশা করেন তার চেয়ে কয়েকগুণ বেশি
ইফেক্টিভ পাবেন ২৮০ পৃষ্ঠার এই বইটি থেকে।
কম সময়ে পড়তে পারবেন না বলে একটা গোষ্ঠী আপনাকে ভয়
দেখাবেন, আসলে তিনি নিজেও কিন্তু পড়বেন (যদি তিনি নিজেকে ভালো
প্রতিযোগী মনে করেন)। তার প্রমাণ আন্তর্জাতিক পরীক্ষার দিনই
দেখবেন, ইংশাআল্লাহ্।
আসলে কার্যকর জিনিস পড়তে তেমন বেগ পেতে হবে না। দেরিতে বের
হয়েছে বলে আমাকে ধান্ধাবাজ বললে আপনার পরীক্ষা ভালো হয়ে যাবে
না। বইটি নিয়ে 5 দিনে 50 ঘণ্টা পড়ার পরে আপনার মন্তব্য নেবো।
Be cool, keep 50 hours & then feel relax.
পৃষ্ঠা: ২৮০ (গত এডিসন থেকে ১২০ পেজ কম)
মূল্য: ২০০
43তম প্রার্থীগণ ধীরে ধীরে পড়ে এগিয়ে থাকুন। তবে আপনারা আগামী
সপ্তাহে সংগ্রহ করুন। এখন ৪১তম প্রার্থীদের সংগ্রহ করতে দিন।
(কাল বাজারে ঢোকামাত্র জানানো হবে। বিকেলে খোজ নিবেন)
Comments
Post a Comment