প্রতিবেদন লেখার যত নিয়ম - litan
প্রতিবেদন লেখার যত নিয়মঃ
সাধারণ প্রতিবেদন-
উপরের অংশে বা একেবারে শেষে প্রতিবেদনের বিস্তারিত তথ্য প্রদান করতে হয়।
যেমনঃবিষয়,প্রকৃতি,তারিখ,সময়,লেখকের নাম।
হেডিং লিখে দাগ দিতে হবে-তার নিচে লেখা শুরু।
সংবাদপত্রে প্রকাশ হলে-
উপরে আলাদা চিঠি সংযুক্ত করতে হয়।যেমন-
তারিখ
সম্পাদক
দৈনিক প্রথম আলো
কারওয়ান বাজার,ঢাকা
বিষয়ঃ
জনাব
........…....
নিবেদক
কখগ
প্রতিবেদনের বিষয় লিখে দাগ টেনে লেখা শুরু।
নিবেদক
কখগ
রিপোর্টার হিসেবে হলে দুইভাবে লিখতে পারবেন।প্রথম ভাবে -সংবাদপত্রে প্রকাশ যেভাবে অথবা
২য় ভাবে-
তারিখ
বিশেষ প্রতিনিধিঃ
বিষয়/হেডিং দিয়ে নিচে দাগ দিয়ে শুরু...
এই বিষয়ে দ্বিমত থাকতেই পারে, তবে আমি ৯বম-দশম এবং ইন্ডিয়ান বইতে এইভাবে পেয়েছি।
Comments
Post a Comment