বাংলাদেশে করোনার ক্ষতিকর প্রভাব - Kenshin Himura (facebook)
বাংলাদেশে করোনার ক্ষতিকর প্রভাব
- ✓কোভিড-১৯ এর প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমেছে প্রায় ৩ শতাংশ।
- ✓তৈরি পোশাক রপ্তানি কমেছে- ১৯.৯৩% ।
- ✓ কর্মহীন হয়ে দেশে ফিরেছে- ৮-৯ লাখ প্রবাসী।
- ✓ বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে যে, কোভিডের কারণে প্রায় ১৬.৪ মিলিয়ন মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছে। এদের মধ্যে প্রায় ৫০ শতাংশ লোকের আয় হ্রাস পেয়েছে, ২০ শতাংশেরও বেশি লোকের মাসিক আয় ছিল ১৫,০০০ টাকার নিচে। বিআইডিএস পরিচালিত এই সমীক্ষায় আরও দেখা যায় যে, প্রায় ৫৭ শতাংশ লোক বলেছেন যে মহামারীকালীন সময়ে তাদের কোনো বেতন নেই, ৩২ শতাংশ লোকের মুনাফা হ্রাস পেয়েছে, এবং মাত্র ১১ শতাংশের একটি স্থিতিশীল আয় ছিল।
- ✓পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এর যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণা অনুসারে, ২০২০ এর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে গ্রামীণ মানুষের দৈনিক আয় ৭৯ শতাংশ কমেছে। শতকরা হারটি শহুরে দরিদ্রদের মধ্যে ৮২ শতাংশ। শহুরে দরিদ্রদের খাদ্য বাজেটে ৪৭ শতাংশ হ্রাস পেয়েছে এবং গ্রামাঞ্চলের দরিদ্রের মধ্যে এই হার ৩০%।
- ✓বাংলাদেশে করোনায় বেকার হওয়ায় ঝুঁকিতে আছে- ২ কোটি ৫০ লাখ।
- (সূত্র: পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (PPRC) ও ব্রাক এর জরিপ)
- ✓নতুনভাবে দরিদ্র হয়েছে- ১৪.৭৫% এবং ৪% হয়েছে চরম দরিদ্র। (সূত্র: PPRC ও ব্রাক এর জরিপ)
- ✓মানুষের আয় কমেছে ১১%। (সূত্র: PPRC ও ব্রাক এর জরিপ)
- ✓করোনা মহামারীতে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি হয়েছে- ১৭০০ কোটি ডলারের। (বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী।)
- ✓বিশ্ব অর্থনীতি সংকুচিত হবে ৪-৫ শতাংশ। (সূত্র: OECD)
- ✓২০২০ সালে SME খাতে সামগ্রিক আয় কমেছে প্রায় ৬৬ শতাংশ। (সূত্র: BIDS)
- ✓কৃষি, শিল্প ও সেবা খাতে দেশে ক্ষতির পরিমাণ ছিল- ৩৩০০ কোটি টাকা। (ঢাবির একটি গবেষণা)
- ✓দেশজুড়ে প্রায় ১২ থেকে ১৫ মিলিয়ন লিটার দুধ বিক্রি বন্ধ হয়ে গেছে, যার ফলশ্রুতিতে প্রান্তিক দুগ্ধচাষীদের দৈনিক ৫ মিলিয়ন টাকার ক্ষতির সম্মুখীন হয়।
- ✓লকডাউনের সময় মুরগি ও ডিমের চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশের পোল্ট্রি বাণিজ্য ধ্বংসের মুখে পড়ে।
- ✓বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন প্রকল্পগুলি (যেমন পদ্মা সেতু, পদ্মা রেল লিংক, কর্ণফুলী রোড টানেল এবং বৃহত্তর ঢাকা টেকসই আরবান ট্রান্সপোর্ট প্রকল্প) চীন থেকে স্বল্পমেয়াদি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা লাভ করে থাকে। এসকল প্রকল্পের অনেকটাই মহামারীজনিত কারণে বাধাগ্রস্ত হয়েছে।
- ✓নারী নির্যাতণ বেড়েছে।
- ✓বাল্য বিবাহ বেড়েছে।
Education Sector
কোভিডকালীন শিক্ষা খাতে ব্যাপক প্রভাব পড়েছে। অনলাইন এডুকেশনের জনপ্রিয়তা বাড়লেও বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে দেশে পড়ালেখায় ক্ষতির মুখে পড়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭৯ লাখ। ( Source: পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)
ক. বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে।
খ. বড় ঘাটতি নিয়ে ওপরের ক্লাসে উঠেছে শিক্ষার্থীরা।
গ. পরীক্ষা না নিতে পারায় শেখার দক্ষতা যাচাই হচ্ছে না।
ঘ. শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ বাধা গ্রস্ত হচ্ছে।
ঙ. গ্রাম ও শহরের শিক্ষার্থীদের বৈষম্য বাড়ছে।
Comments
Post a Comment