বাংলা টুকিটাকি
শব্দের উচ্চারণ
.
প্রদত্ত শব্দ ----------উচ্চারণ
অক্ষ ---------- ওকখো
অক্ষর-----------ওকখোর
অগ্নি ------------ওগনি
অঙ্ক-----------------অঙকো
অজ্ঞ-----------------অগগোঁ
অদক্ষ-----------------অদোকখো
.
অধ্যায়------------------ওদধায়
অন্যূন----------------অননুনো
অপরাহ্ণ ------------অপোরানহো
অবস্থা -------------- অবোসথা
অভিজ্ঞ -------------- ওভিগগোঁ
অভিধান -------------- ওভিধান
অসহ্য -------------- অশোজঝো
.
অহ্ন -------------- অনহো
আকাঙ্ক্ষা --------------আকাংখা
আদ্য -------------- আদদো
আহ্নিক -------------- আনহিক
.
আহবান --------------আওভান
উদ্বেগ -------------- উদবেগ
উদ্বেল -------------- উদবেল
উদ্বোধন -------------- উদবোধোন
উদ্যোগ --------------উদজোগ
ঐকমত্য ----------- ওইকোমোততো
ঐক্য -------------- ওইককো
.
সবচেয়ে কমন উপযোগী শুদ্ধ বানান
.
পক্ব
অঘ্রান
অচিন্তনীয়
অচিন্ত্য
অদ্যাবধি
অন্তঃকরণ
আপস
আয়ত্ত তবে আয়ত্বাধীন নয়
আশিস
ইতঃপূর্বে
.
ইতোমধ্যে
উদ্ভূত
ক্ষুন্নিবৃত্তি
গড্ডলিকা
দিগহারা
দুরবস্থা
দুর্গ
নিক্বণ
পিশাচ
পুণ্য
পূর্বাহ্ণ
বক্ষ্যমাণ
বাল্মীকি
বিদুষী
বৈদগ্ধ্য
ভূরিভূরি
ভৌগোলিক
মনঃকষ্ট
মহত্ত্ব
মুমূর্ষু
মুহুর্মুহু
যদ্যপি
যশোলাভ
শনাক্ত
সদ্যোজাত
স্বায়ত্তশাসন
স্বত্বাধিকারী
.
গলাধঃকরণ
.
তৎসম,অর্ধ-তৎসম, তদ্ভব ও দেশি শব্দ
।
।
তৎসম শব্দ: সু পাত্র দেখে কন্যা হস্তগত করলে চন্দ্র,সূর্য,গ্রহ ও নক্ষত্রের ন্যায় মস্তক উজ্জ্বল হবে।গৃহিণীও মনুষ্য জাতি তাই তাদের সাথে ধর্মের নিয়ম অনুযায়ী আচরণ করা উচিত।
.
ব্যাখ্যা: পাত্র,কন্যা,হস্ত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র,মস্তক,গৃহিণী, মনুষ্য,ধর্ম।
.
অর্ধ-তৎসম:জোছনা কেষ্টকে ভালোবেসে নেমন্তন করতে কুচ্ছিত হলো না।ভালোবাসায় ছেরাদ্দ থাকতে হয়;শুধু গিন্নি ভেবে চন্দর রাতে ভোগ করার নাম পেন্নাম নয়।
.
ব্যাখ্যা: জোছনা,কেষ্ট,নেমন্তন, কুচ্ছিত,ছেরাদ্দ, গিন্নি,চন্দর,পেন্নাম।
.
তদ্ভব শব্দ : চাঁদ রাতে গায়ে সুগন্ধি তেল মেখে প্রেয়সীর হাত,পা ও কানে চুমো দেওয়ার নাম ভালোবাসা নয়।প্রকৃত ভালোবাসার মূল কাজ হচ্ছে বই পড়ে ভালো চাকরি পেয়ে ভালোবাসার মানুষটিকে দুধে-ভাতে রাখা।
.
ব্যাখ্যা: চাঁদ,রাত,গা,তেল,হাত,পা,কান,কাজ,বই,ভাত।
.
দেশি শব্দ:গঞ্জ থেকে এক কুড়ি ডাগর ডাব কিনে পেট পুরে আমার পাগলি'টাকে টোপর পড়িয়ে ডিঙ্গা নৌকায় করে চোঙ্গা মেলার থেকে চুলা ও কুলা উপহার দিয়ে ঢেঁকিতে ভালোবাসার রসালো ধান ভাঙ্গলাম।
.
ব্যাখ্যা: গঞ্জ,কুড়ি,ডাগর,ডাব,পেট,টোপর,ডিঙ্গা, চোঙ্গা, চুলা,কুলা,ঢেঁকি।
.
ইকারাস চৌধুরী ইকরাম
বিশ্বসাহিত্য কেন্দ্র(আলোর ইশকুল)
Comments
Post a Comment