রোহিঙ্গা সমস্যা সমাধানে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রথমত শীর্ষ অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। আর সেই লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে। 

দ্বিতীয়ত, মিয়ানমারকেও এই সংকটের সমাধান বের করতে হবে। 

তৃতীয়ত, এ বিষয়ে আমরা মনে করি আসিয়ানের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং তিনি মনে করেন মিয়ানমার বিষয়ক আসিয়ান দূতের নিয়োগ এই প্রত্যাবসনকে তাদের কর্মসূচিতে শীর্ষে স্থান দেবে। 

তিনি বলেন, আসিয়ানকে মিয়ানমারে এমন আস্থা তৈরি করাতে হবে যাতে করে রোহিঙ্গারা স্বদেশে ফিরে যেতে আগ্রহী হয়ে ওঠে। 

চতুর্থত, আমাদের মনে রাখতে মানবিক সহযোগিতা অত্যাবশ্যক তবে এটা কোন ক্রমেই স্থায়ী কোন সমাধান নয়; জাতিসংঘ এবং শরীকদের গ্রহণযোগ্য এমন ব্যবস্থা নিতে হবে যাতে করে মিয়ানমারে এমন পরিবেশ তৈরি করা যায় যা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী হয়। এ পর্যন্ত আমরা এমন কোন অগ্রগতি লক্ষ্য করিনি। 

পঞ্চমত, রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে তার জবাবদিহিতা গুরুত্বপূর্ণ কারণ তাতে রোহিঙ্গাদের মনে এই আস্থা জন্মাবে। কোন ভাবেই এই ঘৃণ্য অপরাধকে পাশ কাটিয়ে যাওয়া যায় না। এ ব্যাপারে আন্তর্জাতিক বিচারিক আদালতসহ সব ক্ষেত্রেই মিয়ানমারের জবাবদিহিতাকে বাংলাদেশ সমর্থন করে।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ