৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা - মাহমুদুল হাসান

৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা 
বাংলা ও ইংরেজি রচনা এবং বর্ণনামূলক প্রশ্ন কমন না পড়লে যে ভাবে উত্তর করবেন :::
লেখক:মাহমুদুল_হাসান,বিসিএস পুলিশ,৩৩ তম বিসিএস।


লিখিত পরীক্ষার জন্য ফ্রি-হ্যান্ড রাইটিংইয়ের কিছু জরুরী বিষয় 
[পার্ট-১]

লিখিত পরীক্ষায় ভাল করার জন্য কিছু গবেষণার প্রয়োজন রয়েছে। কিভাবে লিখলে ভাল হবে, কিভাবে লিখলে লেখাটা নজর কাড়বে, আমি অনেক জানি বুঝাবে তার জন্য কিছুটা চিন্তা বা সময় ব্যয় করাটা জরুরী। একেক জনের পড়া-লেখার স্টাইল একেক রকম। তাই যার যার মত করে নিজের জন্য গবেষণা করা প্রয়োজন। অনেকেই গন্ডায় গন্ডায় রচনা, রচনামূলক প্রশ্ন আরও অন্যান্য বিষয় মুখস্ত করেন যা একেবারেই অপ্রয়োজনীয় এবং সময় নষ্ট। কিছু কিছু জিনিস জানলে বা মাথায় রাখলে যে কোন লিখাই লিখতে পারবেন। এখানে কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করব। বাকিটা নিজের মত করে নিজেকে গুছিয়ে নিবেন। 

# নিজেরা যা জানি তার সর্বোচ্চ ব্যবহার

প্রত্যহ জীবনে চলতে-ফিরতে, বইয়ের পাতায়, পেপারের পাতায় আর ফেসবুকের পাতায় আমরা অনেক সময় অনেক সুন্দর লাইন বা বাক্য দেখে থাকি। ভাল হয় এগুলো যদি লিখে রাখি। কোন একটা বিষয়ে লিখতে বললে প্রথমে আমাদের চিন্তা করতে হবে আমরা এই সম্পর্কে কী কী জানি। যা যা জানি সব কিছুই যেন মোটামুটি উপস্থাপন করতে পারি তার চেষ্টা করতে হবে। তাহলেও দেখবেন লেখা অনেক বাস্তব সম্মত হয়েছে। 

# বিভিন্ন বিখ্যাত ব্যাক্তিবর্গের উক্তির ব্যবহার

বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের উক্তির ব্যবহার অনেক বেশি নাম্বার ক্যারি করবে। এগুলো আলাদা কালার ব্যবহার করে লিখলে নজরে পড়তে সুবিধা হবে। বিভিন্ন বিখ্যাত ব্যক্তি যেমন- আইনস্টাইন, আব্রাহাম লিংকন, এ পি জে আব্দুল কালাম, নেলসন ম্যান্ডেলা এদের অনেক উক্তি নেট ঘাটলেই পাবেন। যেগুলো ভাল মনে হয় নোট করে রাখুন।

যেমন এখন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন বেশি আসে তার জন্য "If blood is the price of independence, then Bangladesh has paid the highest price in history" - London Times (1971)। এই লাইনটি অনেক গুরুত্বপুর্ণ। মুক্তিযুদ্ধ বিষয়ক যেকোন লেখাতেই এটা আপনি চালাতে পারবেন। 

এছাড়াও আপনার জানা কিছু লাইন যেমন- That's one small step for man, one giant leap for mankind.- Armstrong. এগুলো মনে রাখুন, কোথাও লিখে রাখুন অনেক জায়গাতেই ব্যবহার করতে পারবেন।

নারীর ক্ষমতায়ন কমন ইস্যু। এখানে "Wives are young men's mistresses, companions for middle age, and old men's nurses." - Francis Bacon। এই উক্তি কাজে লাগাতে পারেন। এইভাবে খুঁজে খুঁজে নোট করে রাখুন।

# ছড়া/ কবিতার ব্যবহার

লেখার মধ্যে কবিতার লাইন আলাদা মাত্রা যোগ করবে। বাংলা সাহিত্য পড়তে গিয়ে এখন অনেক ছড়া/কবিতা পড়তে হয়। গুরুত্বপুর্ণ দেখে লিখে রাখুন। এর মধ্যে আবার অনেকগুলোই আপনার জানা থাকবে। যেমনঃ 
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
এরকম জানা লাইনগুলো এই সম্পর্কিত লেখাতে অবশ্যই ব্যবহার করবেন। নিজে যা জানেন তা ঠিকমত লিখে আসতে পারলেও অনেক।

# Idioms/Phrase/ বাগ-ধারার ব্যবহার
Idioms/phrase এগুলো অনেকটা লেখার অলংকার স্বরুপ। এগুলোর ঠিকমত ব্যবহার লেখাকে আকর্ষনীয় করে তোলে।

সুন্দর সুন্দর Idioms/phrase বা word  দেখে নোট করে রাখতে পারেন। যেমনঃ

Move heaven and earth= সম্ভাব্য সব করা
Nip in the bud= অঙ্কুরে বিনষ্ট করা
Between the devil and the deep sea= মহাসংকটে পড়া ইত্যাদি।
এগুলো বেশিরভাগই আপনার জানা জিনিস। অনেক লেখাতে অনেক জায়গাতেই ব্যবহার করতে পারবেন। 

আজকে এ পর্যন্তই। বারবার একটা কথাই বলি- নিজে যা জানেন তা গুছিয়ে লিখলেই অনেক হবে। সেজন্য সবচেয়ে ভাল হবে সুন্দর যেকোন শব্দ বা বাক্য দেখলেই লিখে রাখা। এরপর কিভাবে বড় প্রশ্নে অনেক বেশি পয়েন্ট লিখা যায় বা পয়েন্ট কিভাবে বাড়ানো যায় সে সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করব।

ধন্যবাদ।

লিখিত পরীক্ষার জন্য ফ্রি-হ্যান্ড রাইটিংইয়ের কিছু পরামর্শ 
[পার্ট-২]

আগের পার্টে লেখার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে এবং কিভাবে বেশি নাম্বার পাওয়া যায় তা নিয়ে ধারণা দিয়েছিলাম। কারও কাছে আর কোন কিছু জানা থাকলে শেয়ার করতে পারেন।  এখানে কিভাবে রচনা বা রচনামূলক প্রশ্নের পয়েন্ট লেখা যায় সে সম্পর্কে  কিছু লেখা। এমনকি কমন না পরলেও নিজের ধারণা থেকে মোটামুটি লিখতে পারবেন। 

১। ভূমিকা/ সূচনা
২। যে বিষয় সম্পর্কে লিখবেন তার সংঙা বা তার সম্পর্কে ধারণা
৩।উন্নত বিশ্বে এর কি অবস্থা
৪। উন্নতশীল বিশ্বে অবস্থা
৫। বাংলাদেশে অবস্থা
৬। বৈশিষ্ট্য (পয়েন্ট আকারে)
৭। এর গুরুত্ব (এখানে সাব-পয়েন্ট হিসেবে কম-বেশি ৫টা পয়েন্ট দিতে পারেন)
৮। এর প্রতিবন্ধকতা এবং এর কারণসমূহ (সাব-পয়েন্ট) 
    -অর্থনৈতিক কারণ (সাব-পয়েন্ট হবে)
   -সামাজিক ও ধর্মীয় কারণ
   -রাজনৈতিক কারণ 
৯। সংবিধানে কিছু থাকলে
১০। গৃহীত পদক্ষেপসমূহ (পয়েন্ট আকারে) 
১১। বেসরকারি উদ্যোগ(পয়েন্ট আকারে) 
১২। আন্তর্জাতিকভাবে গৃহীত পদক্ষেপসমূহ (পয়েন্ট আকারে)
১৩। সুপারিশ (পয়েন্ট আকারে)
১৪। উপসংহার 

সবগুলি পয়েন্টের ভেতরে ৪/৫টা করে সাব-পয়েন্ট দিলে লেখা অনেক বড় হবে। এর বাইরে নিজের কোন ধারণা থাকলে সেগুলো যোগ করুন। এটার বেশিরভাগ পয়েন্ট মিলে সমস্যামূলক প্রশ্ন/রচনার জন্য। অন্য ধরণের প্রশ্ন হলেও এখানকার পয়েন্ট অনেক মিলবে। এছাড়া কিভাবে ভিন্নধর্মী প্রশ্ন/রচনা সাজাবেন তা নিজেই ঠিক করুন। ভিন্নধর্মী কী ধরনের প্রশ্ন হতে পারে তা বই ঘাটাঘাটি ধারণা নিয়ে নিন। 
আর এগুলোর মধ্যে-মধ্যে বিখ্যাত উক্তি/ কবিতার লাইন/ ম্যাপ/ চিত্র (আলাদা কালিতে, আলাদা প্যারাতে যাতে চোখে পড়ে) ব্যবহার করবেন।
৩৩ তম বিসিএসে ইংরেজিতে একটা আন-কমন science and religion  রচনা এসেছিল।

সেটা এভাবে লিখেছিলাম-

প্রথমে আইন্সটাইন এর এই সম্পর্কে একটা উক্তি আছে। “science without religion is lame, religion without science is blind.” বিভিন্ন উক্তি পড়তে গিয়ে এটা পড়েছিলাম। আর বাকি পুরা রচনাটাই বানিয়ে লিখেছিলাম।

1. Introduction
2. Science Definition
3. Religion Definition
4. Features of Science
5. Features of Religion
6. Positive Relations Between Science and Religion
7. Conflicts Between Science and Religion
8. Own Assumptions
9. Conclusion

আরও দুয়েকটা পয়েন্ট ছিল এখন মনে নেই। যেখানে পেরেছি সাব-পয়েন্ট দেয়ার চেষ্টা করেছি। এরকম ভিন্নধর্মী রচনা/ প্রশ্ন লিখতে হলে কিভাবে লিখবেন তার জন্য আগে থেকেই একটু সময় ব্যয় করুন। 

# আরেকটা গুরুত্বপুর্ণ বিষয় বিভিন্ন ডাটা টেবিল/ ছক দেয়া। অনেকেই এটা সাজেস্ট করে থাকেন। আমার ব্যক্তিগত মতামত হল- এগুলো মনে রাখা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ ব্যপার। ডাটা টেবিল পড়লেও ২/৩ বছরের বেশি পড়তে যাবেন না। কিছু কিছু গুরুত্বপুর্ণ বিষয়ের ছকে ২/৩ বছরের ডাটা পড়লেই হবে।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ