৪১ তম বাংলাদেশ বিষয়াবলী লিখিত সাজেশন

# ৪১ তম বাংলাদেশ বিষয়াবলী লিখিত সাজেশন... 

বি.দ্র.- বাংলাদেশ বিষয়াবলীতে ভালো মার্কস পেতে হলে অবশ্যই ফুল আন্সার করতে হবে, লেখা হতে হবে অবশ্যই তথ্য সমৃদ্ধ, প্রয়োজন অনুযায়ী ছোট করে ম্যাপ দেয়া যেতে পারে। লিখা ফুটিয়ে তোলার জন্য কালো এবং নীল কালির সমন্বয় করে লেখা যেতে পারে। এক প্রশ্নে বেশি সময় নষ্ট না করে সময়কে ভাগ করে নিন। ৩৭ তম থেকে ৪০ তম পর্যন্ত ৪টি টীকা (৪*৫=২০) বাদে আরো ৯টি (৯*২০=১৮০) প্রশ্নের উত্তর করতে হয়েছে, এক্ষেত্রে মোট ১০টি প্রশ্নের উত্তরের জন্য ২৪ মিনিট করে পাওয়া যাবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মুক্তিযুদ্ধে কোটেশন ব্যবহার করতে পারেন।

শুভ কামনায়-

মোঃ আসলাম সাগর 

সহকারী পুলিশ সুপার

৩৮ বিসিএস

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ