কম্বাইন্ড_সিনিয়র_অফিসার_রিটেন_সাজেশন

Prescribed by,
Ekarash Chowdhury Ekram 
Senior officer
Rupali Bank Ltd.
.
ফোকাস রাইটিং: 
.
করোনা পরবর্তী অর্থনৈতিক ব্যবস্থা
.
করোনা ও ভ্যাক্সিনেশন ব্যবস্থাপনা
.
মহামারি করোনা ও বাংলাদেশ প্রেক্ষাপট
.
করোনায় অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের প্রভাব
.
ব্যাংকিং সুশাসন
.
অনলাইন ব্যাংকিং ও অনলাইন বিজনেস
.
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ
.
তথ্য প্রযুক্তি ও ব্যাংকিং সেবা
.
করোনা ও পরিবেশ বিপর্যয়
.
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রেক্ষাপট পদ্মা সেতু ও মেট্রোরেল।
.
বি.দ্র.ব্যাংকিং সম্পর্কিত ইংরেজি ফোকাস রাইটিং-এ ভালো করার জন্য আমার টাইম লাইনে ৮ লাইনের একটা কবিতা ও কিছু ফোকাস রাইটিং-এর টেম্পলেট শেয়ার করা আছে।পোস্টে এতকিছু অ্যাড করা যাচ্ছে না।
.
Comprehension:
.
Comprehension এর প্রশ্নগুলোকে চমৎকারভাবে উত্তর করার জন্য আমার টাইমমলাইনে কিছু ফরমেট শেয়ার করা আছে;এ পোস্টে এতবড়ো নোট অ্যাড করা যাচ্ছে না।
.
Letter/Application
.
এ সেগমেন্টে ভালো করার জন্য যেকোনো বই থেকে ফরমেট শিখে যাবেন;তাহলেই হবে।তারপরও কয়েকটা টপিক বেশি দেখে যাবেন।
.
দ্রব্যমূ্ল্যের ঊর্ধ্বগতি
সড়ক দুর্ঘটনা
করোনা
ATM কার্ড হারিয়ে যাওয়ায় আবেদন
পরিবেশ বিপর্যয়
.
Translation:
.
বিগত পরীক্ষায় ব্যাংকিং ও করোনা সম্পর্কিত যতগুলো Translation এসেছে জাস্ট ঐগুলো পড়ে যান;তাহলে ভোকাবস মেমোরিতে সেট-আপ থাকবে;আর Translation ৮০% হলেও উত্তর করে আসতে পারবেন।
.
গণিত: 
.
যেহেতু,Arts Faulty পরীক্ষা নিচ্ছে;সুতরাং উচিত হবে তাদের বিগত সব ম্যাথ আগে করে ফেলা।
.
তারপর নবম-দশম শ্রেণির গণিত বইয়ের ১৬.১-১৬.৪ এ চার অধ্যায় খুব ভালো করে দেখা।
.
আবার নবম-দশম শ্রেণির ৩.১ ও ৩.২ এর সূত্রগুলো ও ম্যাথগুলো করে যাওয়া।
.
যদি সম্ভব হয় এ বইয়ের সামান্তর ধারা অধ্যায়টি   করে যাবেন।
.
আপনার কাছে যেকোনো একটা গণিত বই তো আছে--ঐ বই থেকে সেট অধ্যায়টির একটু দেখবাল করে গেলে মন্দ হবে না।
.
আগারওয়াল বইটা সবার থাকার কথা ঐ বইয়ের জাস্ট Equitation Chapter টি করে যাবেন।
.
জ্যামিতির তো আসলে কোনো সাজেশন হয় না;আকাশের মতো বিশাল এক জগত।তবে ব্যাংকে আসা বিগত বছরের জ্যামিতিগুলো করা যেতে পারে।
.
আমার মন বলছে Number System থেকে এবার একটা ম্যাথ থাকবে।আর আমার পরীক্ষা থাকলে আমি আগারওয়াল থেকে এ চ্যাপ্টারটি করে নিতাম।
.
সবার জন্য ফুঁ থাকল--ইনশাল্লাহ সবাই সিনিয়র অফিসার হয়ে যাবেন।


-----------------

আমি রূপালি ব্যাংকের রেজাল্ট দেখে একটা বিষয়ে খুব অবাক হয়ে গিয়েছিলাম—আমার পরিচিত দুজন সাতটাতে সাতটা ম্যাথ করার পরও ফাইনালি লিস্টেড হয়নি আর এর মধ্যে একজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA(MBA) করা।অর্থাৎ, ম্যাথ পারার পরও এখন ভালোভাবে রিটেন লিখে আসতে হয়।রিটেনে দক্ষতা মানে খুব দ্রুত সরকারি চাকরি পেয়ে যাবেন।যারা ডাটা পড়তে বা মনে রাখতে পারেন না;তারা লেখায় প্রাবন্ধিক মান বজায় রাখার চেষ্টা করবেন।ইনশায়াল্লা ডাটাছাড়াও আপনার লেখা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে।
.
এখানে আমি দুটো টপিক আলোচনা করছি।
.
যেমন,পরীক্ষায় 'কাশ্মীর ইস্যু' নিয়ে প্রশ্ন আসল;কিন্তু আপনি এ ইস্যু সম্পর্কে ভালোভাবে জানেন না;তখন পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা সুখপাঠ্য লেখার জন্য কী পদ্ধতি অবলম্বন করবেন তা আলোচ্য লেখায় পেয়ে যাবেন।
.
Thought by,
Ekarash Chowdhury Ekram 
                    'রক্ত ঝরছে,মানুষ মরছে
                       কাশ্মীরের ঐ প্রান্তরে
                    বিশ্ব বিবেক আছে না কি!
                          কোন সে অন্তরে।'
প্রকৃতি যেন আপন মানসে কাশ্মীরের সৌন্দর্যের আল্পনা অঙ্কন করেছে।ঐ আল্পনাতে খায়েশের রক্ত বিবর্ণ করে দিচ্ছে 'ভূস্বর্গ' খ্যাত কাশ্মীরের উপত্যকা।মানুষ তার ভূমিতে সুখে দিন গুজরান করেন;কিন্তু কাশ্মীরের আত্মা নলের মুখে আতঙ্কিত।অথচ বিশ্ব মানবতার বিবেকে আজ খিড়কি পড়ে আছে।
.
ইংরেজিতে একটা প্রবাদ আছে,'Elephant in the room' অর্থাৎ, সমস্যাটি সবাই দেখছে;কিন্তু কেউ কথা বলছে না।চলমান 'কাশ্মীর ইস্যু' সবারই জানা,সমস্যাটি মানবতাকে হারিয়ে দিচ্ছে,সে সম্পর্কে বিশ্ববিবেক ভালোই ওয়াকিবহাল;কিন্তু সমাধানের পদক্ষেপ যেন এক পা-ও নড়ছে না।সোভিয়েত নেতা ক্রুশ্চেভ বলেছিলেন,'They talk about who won and who lost.Human reason won,Mankind won.ক্রুশ্চেভ Mankind কে জিতিয়ে দিলেও কাশ্মীরের Mankind বরাবরই হারছে।
.
এখানে আরেকটা ডেমো আলোচনা করছি।যেমন,'বাংলাদেশে বিদেশি বিনিয়োগ' সম্পর্কে একটা ফোকাস রাইটিং আসল।কিন্তু আপনি এর কোনো ডাটাই জানেন না;তাহলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করবেন কীভাবে?
.
      'বিদেশি বিনিয়োগ অর্থনীতির বিকল্প চাকা;
       সমৃদ্ধ বাংলাদেশ এ ভিত্তির উপর আঁকা।'
বিদেশি বিনিয়োগ যেকোনো অর্থনৈতিক উন্নয়নের সেতুবন্ধন।সেতু দিয়ে যেমন নদীর ওপারে যাওয়া সহজ হয়;ঠিক তেমনি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিও, যেকোনো দেশের অর্থনৈতিক সেতু পার হতে যথাযথ ভূমিকা পালন করে।আমাদের দেশের অর্থনৈতিক অবকাঠামোর সিংহভাগই বিদেশি বিনিয়োগের চাদরে আবৃত।এ চাদর বাংলাদেশের প্রবৃদ্ধিকে অর্থনৈতিক সমৃদ্ধি দ্বারা ঢেকে রেখেছে।
.
একটা দেশ ঠিক কতটা উন্নত,তা বিদেশি বিনিয়োগের মানদণ্ডে পরিমাপ করা যায়।বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ফসল,অর্থনৈতিক সমৃদ্ধিকে দিন দিন রেলগাড়ির ইঞ্জিনের মতো সচল রেখেছে। এ সচল গতি বাংলাদেশকে তৃতীয় বিশ্বের একটা সেরা অর্থনৈতিক সমৃদ্ধ দেশে উন্নীত করবে।
.
উল্লিখিত টপিকটি 'ডাটা' ছাড়া লিখা প্রায় সম্ভবই ছিল না;কিন্তু টপিকটি আপনার কমন আসেনি বা কোনো  ডাটাও জানা নেই,তাহলে পরীক্ষকের নজর কাটতে বা সুখপাঠ্য করে লিখতে উপর্যুক্ত প্রাবন্ধিক প্যাটার্নটি আপনাকে সহায়তা করবে আশা রাখছি।


-------------------------

ব্যাংক ও অন্যান্য  নিয়োগ পরীক্ষায় এ টপিকগুলো থেকে প্রায় প্রশ্ন আসে আর যারা  হঠাৎ কনফিউশনে পড়ে যান তাদের জন্য।
.
By,
Ekarash Chowdhury Ekram 
.
Animal living on meat/flesh -Carnivorous(মাংসাশী) 
.
.
One who eats human flesh-Cannibal( যে পশু স্বজাতীয়ের মাংস ভক্ষণ  করে।
.
.
One going  to foreign  land to settle-Emigrant( দেশ ত্যাগ করা), নিজ দেশ থেকে অন্যদেশে স্থায়ীভাবে  বসবাসের জন্য দেশ ত্যাগ)  যেমন: আপনি কানাডায় বসবাসের  উদ্দেশ্যে গেলে Emigrant হবে।
A person  leaving  his native country  to settle in another is called Emigrant.
.
.
One coming  to foreign  land to settle-Immigrant(  অভিবাসী)  যেমন: রোহিঙ্গারা আমাদের দেশের জন্য এখন Immigrant.
.
Brown Study means-পড়াশুনায় গভীর মগ্ন থাকা
One who believes in one god-Monotheist
.
One who believes in God-theist
.
Bear away-জয় করে নেওয়া
.
Bear out-সমর্থন করা
.
Bear with-সহ্য করা
.
Blow away-উড়াইয়া নেওয়া
.
Blow out-নিভিয়ে ফেলা
.
Blow off-নির্গত করা
.
Break out-প্রাদুর্ভাব হওয়া
.
Bring about-ঘটানো
His failure brought about his own action. 
.
Bring out-প্রকাশ করা
.
Call off-প্রত্যাহার করা
.
Carry out-পালন করা
.
Carry off-জয় করা
.
Cast away-প্রত্যাখ্যান করা/নিক্ষেপ করা
.
Come off-সম্পন্ন হওয়া
.
Draw up-সাজানো
.
Fall off-হ্রাস পাওয়া
.
Fall on/upon-আক্রমণ করা
.
Hold over-মূলতবী রাখা
.
Hold with-একমত হওয়া
.
.
Fall away-সরে পড়া
.
.
Look for-খোঁজা
.
Look into-তদন্ত করা
.
Look up-তন্ন তন্ন করে খোঁজা
Look up the word in the dictionary
.
Make for-গমন করা/যাত্রা করা
.
Make out-বুঝতে পারা
.
Pass away-সরে যাওয়া/মারা যাওয়া
.
Pass for-বিবেচিত হওয়া
.
Die of-রোগে মরা
.
Die by-দুর্ঘটনায় মারা যাওয়া
.
Die for-আত্ম-ত্যাগ
.
Die from-কোনো কারণে মারা যাওয়া
He died from over eating

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ