৪১তম লিখিত বাংলাদেশ বিষয়াবলি সাজেশন্স - atik raju confidence
৪১তম লিখিত
বাংলাদেশ বিষয়াবলি সাজেশন্স
------------------------------------
ক বিভাগ: ইতিহাস (চ্যাপ্টার ৩ ও ১৬)
১. প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার বর্ণনা দিন।
২. মধ্যযুগের স্থাপত্য ও চিত্রকলা সম্পর্কে ধারণা দিন।
৩. পলাশি যুদ্ধের কারণ ও ফলাফল লিখুন।
৪. দ্বৈত শাসনব্যবস্থা সম্পর্কে ধারণা দিন।
৫. চিরস্থায়ী বন্দোবস্ত কী?
৬. বঙ্গভঙ্গের কারণ ও রদের তাৎপর্য লিখুন।
৭. ১৯১৯ ও ১৯৩৫ সালের ভারত শাসন আইনের তুলোনা করুন।
৮. লাহোর প্রস্তাব সম্পর্কে লিখুন।
৯. বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লিখুন।
১০. আওয়ামী মুসলিম লীগ থেকে কেনো আওয়ামী লীগ করা হয়?
১১. ভাষা আন্দোলনের পটভূমি, কারণ ও ফলাফল আলোচনা করুন।
১২. ৫৪ এর নির্বচনের তাৎপর্য ব্যাখ্যা করুন।
১৩. ৬২ এর শিক্ষা আন্দোলন কেনো হয়েছিলো?
১৪. ছয় দফার তাৎপর্য আলোচনা করুন।
১৫. আগরতলা মিথ্যা মামলা সম্পর্কে ধারণা দিন।
১৬. স্বাধীনতা অর্জনে উনসত্তরের গণঅভ্যুত্থানের ভূমিকা লিখুন।
১৭. সত্তরের নির্বাচনের প্রেক্ষাপট, ফলাফল ও তাৎপর্য বর্ণনা করুন।
১৮. ৭ মার্চের ভাষণের গুরুত্ব নিরূপণ করুন।
১৯. মুজিব নগর সরকারের গঠন, কার্যক্রম সম্পর্কে লিখুন।
২০. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও স্বাধীন বাংলা ফুটবল টিমের ভূমিকা লিখুন।
২১. বাংলাদেশের অভ্যুদয়ে বিশ্বসমাজের ভূমিকা লিখুন।
২২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কী ছিলো?
২৩. স্বাধীনতার ঘোষণাপত্র ও স্বাধীনতার ঘোষণা কী?
২৪. মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার ভূমিকা আলোচনা করুন।
২৫. অপারেশন সার্চ লাইট সম্পর্কে লিখুন।
২৬. বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল, সংক্ষেপে লিখুন।
২৭. বঙ্গবন্ধু একজন অবিসংবাদিত নেতা, মূল্যায়ন করুন।
২৮. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে লিখুন।
২৯. বাকশাল গঠনের তাৎপর্য ব্যাখ্যা করুন।
৩০. মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা আলোচনা করুন।
৩১. বীরশ্রেষ্ঠদের পরিচয় তুলে ধরুন।
৩২. ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে লিখুন।
৩২. বঙ্গবন্ধুর লেখা বইগুলোর মূল্যায়ন করুন।
খ বিভাগ: বাংলাদেশের আইন (চ্যাপ্টার ৭, ৮, ১০, ১১)
৩৩. সাংবিধানিক ডকুমেন্টগুলো সংক্ষেপে লিখুন।
৩৪. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের সবগুলো অনুচ্ছেদ লিখুন।
৩৪. সংবিধানের প্রস্তাবনায় কী বলা আছে?
৩৫. মৌলিক অধিকার, মৌলিক প্রয়োজন ও মানবাধিকার কী?
৩৬. আইন প্রণয়ন প্রক্রিয়া উল্লেখ করুন।
৩৭. সংবিধানের ১৭টি সংশোধনী সংক্ষেপে লিখুন।
৩৮. সংবিধানের বাতিল সংশোধনীগুলো উল্লেখ করুন।
৩৯. সংসদের কার্যপ্রণালি বিধির গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো লিখুন।
৪০. এক কক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা বলতে কী বুঝেন?
৪১. স্পিকার ও ডেপুটি স্পিকার কারা হন, কীভাবে হন?
৪২. হুইপের কাজ কী? সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কী কী প্রয়োজন?
৪৩. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর বর্ণনা দিন।
৪৪. স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব আলোচনা করুন।
৪৫. স্থানীয় সরকারের স্তরগুলোর কাজ কী? আলোচনা করুন।
৪৬. বাংলাদেশের প্রধানমন্ত্রী অতিমাত্রায় ক্ষমতার অধিকারী, পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরুন।
৪৭. রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? তার প্রধান কাজগুলো কী কী?
৪৮. সংসদীয় সরকার পদ্ধতি বলতে কী বুঝেন?
৪৯. রাজস্ব বাজেট ও উন্নয়ন বাজেট কী?
৫০. স্থানীয় সরকারের দুর্বল দিকগুলো আলোচনা করুন।
৫১. প্রশাসনে স্বচ্ছতা বলতে কী বুঝেন?
৫২. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝায়?
৫৩. সুপ্রিম কোর্টের গঠন, প্রতিষ্ঠা ও কার্যক্রম লিখুন।
৫৪. দ্রুত বিচার ট্রাইব্যুনাল কী?
৫৫. নিম্ন আদালতের কাঠামো সম্পর্কে ধারণা দিন।
৫৬. রাজনৈতিক দল বলতে কী বুঝেন, এর কাজ কী?
৫৭. গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করুন।
৫৮. বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠন ও কাজ আলোচনা করুন।
৫৯. ভোটার হওয়ার যোগ্যতা কী কী প্রয়োজন।
৬০. নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা কী? তাদের আচরণ বিধি লিখুন।
৬১. রাজনৈতিক দলের নিবন্ধন নেয়ার শর্তগুলো কী?
৬২. আরপিও সম্পর্কে ধারণা দিন।
গ বিভাগ: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (চ্যাপ্টার ৯, ১৩, ১৪)
৬৩. পররাষ্ট্রনীতি কী? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি উল্লেখ করুন।
৬৪. বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আলোচনা করুন।
৬৫. বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের ইতিবাচক ও নেতিবাচক দিক আলোচনা করুন।
৬৬. অর্থনৈতিক কূটনীতি কী? বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি সম্পর্কে আলোচনা করুন।
৬৭. জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আলোচনা করুন।
৬৮. বাংলাদেশের সমুদ্র জয় ও ভারতের সাথে নতুন বিরোধ উল্লেখ করুন।
৬৯. রেমিটেন্স কী? জনশক্তি রপ্তানি কীভাবে বাড়ানো যায়, পরামর্শ দিন।
৭০. বাংলাদেশের উন্নয়নসহযোগী কারা?
৭১. বাংলাদেশের উন্নয়নের এনজিওদের ভূমিকা আলোচনা করুন।
৭২. সুশীলসমাজ কী? এদের ভূমিকা কী?
৭৩. সামরিক-বেসামরিক সম্পর্ক আলোচনা করুন।
৭৪. মুক্তি বাজার অর্থনীতি বলতে কী বুঝায়?
৭৫. বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক, এডিবির ভূমিকা আলোচনা করুন।
৭৬. বিশ্ব বাণিজ্য সংস্থার কাজ কী?
৭৭. ট্রানজিট, ট্রানশিপমেন্ট কী?
৭৮. বিআরআই থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে?
৭৯. জিসএসপি কী?
৮০. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য, পিটিএ, এফটিএ সম্পর্কে ধারণা দিন।
ঘ বিভাগ: বাংলাদেশের সম্পদ (চ্যাপ্টার ৪ চ্যাপ্টার ৬)
৮১. মধ্যম আয়ের দেশ সম্পর্কে ধারণা দিন।
৮২. বাংলাদেশ এলডিসি উত্তরণের শর্তগুলো কতখানি অর্জন করেছে, উল্লেখ করুন।
৮৩. বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি সম্পর্কে লিখুন।
৮৪. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে কী আছে?
৮৫. দ্বিতীয় পরিপেক্ষিত পরিকল্পনায় কী আছে?
৮৬. টেকসই উন্নয়ন কী? সরকারের পদক্ষেপগুলো লিখুন।
৮৭. সুনীল অর্থনীতি কী? বাংলাদেশের সমুদ্র সম্পদের বিবরণ দিন।
৮৮. ভিশন ২০৪১ সম্পর্কে ধারণা দিন।
৮৯. পোশাক রপ্তানি সম্পর্কে লিখুন।
৯০. মানবসম্পদ কী? উন্নয়নে সরকারের ভূমিকা।
৯১. ইপিজেড কয়টি, কোথায়, এদের কার্যক্রম লিখুন।
৯২. জিডিপি, জিএনআই, এনএনআই এসব সম্পর্কে ধারণা দিন।
৯৩. বাংলাদেশের কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, প্রকৃতিক সম্পদ সম্পর্কে লিখুন।
৯৪. বণ্যপ্রাণী সংরক্ষণে সরকারের সফলতা ও ব্যর্থতা উল্লেখ করুন।
৯৫. মৎস্যখাতের ভূমিকা আলোচনা করুন।
৯৬. খনিজ সম্পদের গুরুত্ব তুলে ধরুন।
৯৭. সামাজিক বনায়ন কী?
ঙ বিভাগ: ভূগোল ও জনসংখ্যা (চ্যাপ্টার ১ ও চ্যাপ্টার ২)
৯৮. বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও ভূপ্রকৃতির ব্যাখ্যা দিন।
৯৯. বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ- ব্যাখ্যা করুন।
১০০. বাংলার প্রাচীন জনপদগুলোর বিবরণ দিন।
১০১. বাংলাদেশের ভূপ্রাকৃতিক গঠন উল্লেখ করুন।
১০২. বাঙালি একটি শংকর জাতি- ব্যাখ্যা করুন।
১০৩. জনসংখ্যা সম্পদ নাকি বোঝা- ব্যখ্যা করুন।
১০৪. বাংলাদেশের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনধারা সম্পর্কে লিখুন।
১০৫. হাওর ও বাওর অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করুন।
১০৬. জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণের সরকারের কর্মসূচি উল্লেখ করুন।
১০৭. জনশুমারি কী? বাংলাদেশে কয়টি হয়েছে। তাতে কী পরিমাণ জনসংখ্যা দেখানো হয়েছে?
চ বিভাগ: অন্যান্য (চ্যাপ্টার ৫, ১২, ১৫)
১০৮. বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করুন।
১০৯. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের পদক্ষেপ আলোচনা করুন।
১১০. তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে কতটা ভূমিকা রাখবে আলোচনা করুন।
১১২. ডিজিটাল বাংলাদেশের সুফল আলোচনা করুন।
১১৩. প্রশাসনে তথ্য প্রযুক্তির ব্যবহার দুর্নীতি কমাতে কতটা সহায়ক বলে মনে করেন?
১১৪. নারীর ক্ষমতায়ন কী? বাংলাদেশ নারী উন্নয়নে রোল মডেল- আলোচনা করুন।
১১৫. জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সরকারের করণীয় আলোচনা করুন।
আরো পড়ুন
১০টি মেগা প্রকল্প
অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রয়োজনীয় তথ্য
মুজিববর্ষ
স্বাধীনতার ৫০ বছর পূর্তি
বদ্বীপ পরিকল্পনা
ধন্যবাদসহ
এসএম আতিক
সিনিয়র শিক্ষক, বিসিএস কনফিডেন্স (বেলাল আহমেদ রাজু পরিচালিত)
[প্রশ্ন কয়টি কমন হবে এ জাতীয় প্রশ্ন করবেন না। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক জায়গায় করে দিলাম। আশা করি উপকৃত হবেন]
Comments
Post a Comment