৪১তম বিসিএস লিখিত পরীক্ষা-২০২১ আন্তর্জাতিক বিষয়াবলি - atik raju confidence
৪১তম বিসিএস লিখিত পরীক্ষা-২০২১
আন্তর্জাতিক বিষয়াবলি
সাজেশন্স
১. নিম্নলিখিত ১০টি প্রশ্নের উত্তর লিখুন (নমুনা প্রশ্ন)।
ক) আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়ন পদ্ধতিগুলো উল্লেখ করুন।
খ) জাতিরাষ্ট্রকে উদাহরণসহ সংজ্ঞায়িত করুন।
গ) ক্ষুদ্র রাষ্ট্র কী? এর বৈশিষ্ট্যগুলো লিখুন।
ঘ) স্মার্ট পাওয়ার কী?
ঙ) শক্তিসাম্য কী?
চ) যুদ্ধাপরাধকে সংজ্ঞায়িত করুন।
ছ) বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো লিখুন।
জ) অর্থনৈতিক কূটনীতি কী?
জ) এফডিআই ও এফপিআইয়ের মধ্যে পার্থক্য কী?
ঝ) ব্যালেন্স অব পেমেন্ট কী?
ঞ) বাণিজ্যবাধাগুলো উল্লেখ করুন।
ট) আইপিসিসি ষষ্ঠ অ্যাসেসমেন্ট সংক্ষেপে লিখুন।
ঠ) মানব নিরাপত্তা বলতে কী বুঝেন? এর উপাদানগুলো লিখুন।
২. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিন (সাজেশন্স)।
ক) আফগানিস্তান ভবিষ্যত, আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব/ ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানের বাধাগুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ দিন/ সিরিয়া সংকট
খ) চিনের সাথে আমেরিকার, ভারতের দ্বন্দ্বের কী কারণ। সম্পর্কের সাম্প্রতিক গতিপ্রকৃতি উল্লেখ করুন/ ইসরায়েল- ইরান সম্পর্ক আলোচনা করুন।
গ) বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ/বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জন/ বাণিজ্য বৈচিত্রকরণ/ সুনীল অর্থনীতি/ পরিবেশত চ্যালেঞ্জ
ঘ) নিরাপত্তা পরিষদের সংস্থার/নারীর ক্ষমতায়নে জাতিসংঘের ভূমিকা/শান্তিরক্ষা কার্যক্রম ও বাংলাদেশ/আরসিইপি ও বাংলাদেশ।
ঙ) করোনার প্রভাব বিশ্বে ও বাংলাদেশে। বাংলাদেশের সফলতা করোনা মোকাবিলায়। করণীয়।
৩. প্রবলেম সলভিং। যেকোনো একটির উত্তর দিন।
ক) এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ।
খ) জেনোসাইডের স্বীকৃতি আদায়।
গ) রোহিঙ্গা প্রত্যাবাসন
ঘ) করোনার অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে করণীয়
ঙ) রেমিটেন্স প্রভাহ বাড়াতে করণীয়।
চ) বঙ্গবন্ধুর খুনীদের ফেরাতে করণীয়।
[দ্বিতীয় অংশে বাংলাদেশ নিয়ে যে টপিকগুলো দিয়েছি সেগুলো থেকেও প্রবলেম সলভিং আসতে পারে]।
ইনশাল্লাহ এগুলো পড়ে গেলে বড় তিনটি প্রশ্ন ও প্রবলেম সলভিং লিখে আসতে পারবেন।
Comments
Post a Comment