IBA ফ্যাকাল্টি করা প্রশ্নে যেভাবে প্রস্তুতি নেবেন - Ekarash Chowdhury Ekram

##IBA ফ্যাকাল্টি করা প্রশ্নে যেভাবে প্রস্তুতি নেবেন; সাথে গ্যাসফিল্ড, তিতাস, বাপেক্স ও বাখারাবাদ গ্যাসফিল্ডে প্রস্তুতির মাখন রেসিপি।
.
Cooked by,
Ekarash Chowdhury Ekram 
.
যেকোনো খাবার সুসজ্জিতভাবে পরিবেশন করতে হলে,প্রথমে ভালোভাবে রান্না করা আবশ্যক।রাঁধুনি ভালো হলেই যে সুস্বাদু রান্না হবে তা কিন্তু নয়।
.
কোন রেসিপির সাথে কোন মসল্লা লাগবে,সেটা ভালোভাবে করায়ত্ত করতে পারলেই কেবল ভালো রাঁধুনি হওয়া যাবে।
.
IBA হচ্ছে পুরান ঢাকার হাজীর বিরিয়ানির মতো;ইয়াম্মি ফ্যাকাল্টি--কখন কাকে ধরা খাইয়ে দেয় বলা যায় না।তবে ধরা না খাওয়ার জন্য এক গ্লাস বোরহানি খেয়ে নিলেই হবে।এক পোস্ট বোরহানি-ই আপনাকে স্বস্তির তৃপ্তি দেবে।
.
ইংরেজি বোরহানি:এ বোরহানির  মূল উপাদান হচ্ছে--
১)Phrase and Idiom(PC Das বই থেকে কমন পড়ে)
২) one word to substitution(PC থেকে কমন পাওয়া যায়)
৩) If clause
৪) Gerund(CLIFFS TOEFL থেকে পড়বেন)
৫) Group verb(যেকোনো বই)
৬) Vocabulary(৩৩৩ টা GRE High Frequency) 
সম্ভব হলে Wordsmart 1 and 2) 
৭) voice(Let আর Wh-এর গুলো দেখে যাবেন)
৮) Narration(জাস্ট ব্যাসিক থেকে আসবে) 
৯) Spelling(যেকোনো বই)
১০) Pin point error( CLIFFS TOEFL এর মিনিটেস্ট ৬ টা বোঝে করতে পারলে গ্রামারে জাস্ট মিনি বস হওয়া যায়;যা যেকোনো পরীক্ষায় কাজে লেগে যাবে।
.
এ দশটা উপাদান দিয়ে জাস্ট এক গ্লাস বোরহানি পান করলে কেমন তৃপ্তি লাগবে,ভাবতেই আমার লোভ লেগে যাচ্ছে।
.
বোরহানি এক গ্লাসের বেশি খাওয়া যায় না--অরুচি চলে আসে।অরুচি চলে আসলে খাবাবের মেন্যু চেঞ্জ করতে হয়।তো বিরিয়ানি তো খেলেন--এখন খিচুড়ি খাওয়া যাক।স্টার কাবাবের খিচুড়ি আমার ফেইভরিট--কেমনে যে তারা এত মজা করে রান্না করে।অঙ্করেও যদি এভাবে খিচুড়ি বানিয়ে খাওয়া যেত।কত্ত ইয়াম্মি হতো!
.
অঙ্ক খিচুড়ি: IBA-এ খিচুড়িতে যে যে রেসিপি ইউজ করে--
১) Number System(Even and Odd বেশি দেখে যাবেন) 
২) Speed
৩) Equation
৪) অসমতা
৫) সেট(ভেনচিত্রের গুলো) 
৬) Profit and loss
৭) Ratio and Mixture
৮) Age আর বিসিএস প্রিলি ও রিটেনের সব মানসিক দক্ষতা।IBA প্রায় সময় মানসিক দক্ষতা সেট করে থাকে। 
.
এ আটটা উপাদানের এক প্লেট খিচুড়ি ভোজন করলে IBA ফ্যাকাল্টির ম্যাথ নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না।
.
বিরিয়ানি আর খিচুড়ি খেলে হালকা ঘুমের লাইক আসে;ঘুমাতে ঘুমাতে বিসিএস প্রিলির কম্পিউটার অংশের সব MCQ পড়ে ফেললে একসাথে ঘুমও হবে,অন্যদিকে পরীক্ষায় চান্স পাবার মতো কমনও চলে আসবে।
.
তারপর একটা ফ্রেশ ঘুমের পর এক কাপ চা খেলে পুরো শরীর একদম রিফ্রেশ হয়ে যায়;যদি সে-ই এককাপ চা এভাবে খাওয়া যায়।
.
সাধারণ জ্ঞানের অসাধারণ চা: IBA একেক সময় একেক চা পরিবেশন করে থাকে;তবে সাধারণ জ্ঞানের চা তৈরিতে তাদের উপাদান প্রায় সময় এক থাকে।
.
সদর দপ্তর
সাম্প্রতিক কে,কী পুরস্কার পেল
SDG,মেট্রোরেল,পদ্মাব্রিজ
মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে একেবারে ব্যাসিক প্রশ্ন
.
বাংলাদেশের ঐতিহ্য ও শিল্প
SEC,BB ও অর্থমন্ত্রণালয়
Historical Place
রাজধানী
জাতিসংঘ
রাজধানী
.
সাম্প্রতিক অর্জন,আবিষ্কার,কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে।
.
IBA-এর সাধারণ জ্ঞানের জন্য এ,এককাপ 'চা' ই যথেষ্ট।বেশি চা খাওয়া আখেরে ভালো না।পরিমিত চা সেবনকারীরাই আল্টিমেইটলি বেশি রিফ্রেশমেন্ট থাকে।মনে আছে তো তাহলে বেশি কী খাবেন? ধুরো, আপনাদের সব বলে দিতে হয়--আপনাদের নিয়ে আর পারলুম না।বিরিয়ানি আর খিচুড়ি বেশি বেশি খাবেন।জব মার্কেটে যে যত বেশি বিরিয়ানি আর খিচুড়ি রুচির সাথে খেতে পারবে,সে ততবেশি টিকে থাকবে।
.
সর্বশেষ বাংলার জন্য কিছু কওন লাগবে? আপনারা এমনিতেই বাংলা ভালো পারেন।যারা পারেন না,তারা দুপুরে নীলক্ষেতে মামার হোটেলে গিয়ে একবেলা লাঞ্চ করে আসবেন;সেখানে গেলে আমি কনফিউজড হয়ে যাই--কোন আইটেম দিয়ে ভাত খাব!সবগুলোই মজাদার রেসিপি!এত এত রেসিপির মাঝে আপনি কোন কোন রেসিপি খাবেন!
.
বাংলার একবেলা লাঞ্চ :
.
বিসিএস প্রিলির (১০-৪২) বাংলা অংশের সব প্রশ্ন। 
.
তারপর নবম-দশম শ্রেণির বোর্ড বাংলা ব্যাকরণ বই থেকে--
সাধু ও চলিত রীতির পার্থক্য
বাংলা ভাষার শব্দভাণ্ডার( তৎসম,তদ্ভব,অর্ধতৎসম,দেশি শব্দ)
.
পর্তুগিজ ও ফারসি শব্দ
বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়(এক পাতা  একদম খেয়ে ফেলা) সম্ভবত ৭ পৃষ্ঠায় পাবেন।
.
ঘোষ,অঘোষ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
.
ধ্বনি পরিবর্তন( আদি স্বরাগম,অন্ত্যস্বরাগম, অপিনিহিত,অসমীকরণ, ধ্বনি বিপর্যয় ও বিষমীভবন ভালো করে দেখে যাবেন।
.
দ্বিরুক্ত শব্দ (জাস্ট ২ পাতা আছে,ভালো করে দেখবেন) 
.
শব্দের শ্রেণীবিভাগ(জাস্ট একপাতা--তামা তামা করে ফেলবেন) ৮৫ পৃষ্ঠা মে বি! 
.
অব্যয়ের চার প্রকার এ অংশটি একবার দেখবেন।
.
সরল বাক্য ও যৌগিক বাক্য
.
প্রাচীন ও মধ্যযুগ(সাহিত্য) এ অংশের জন্য MP3 এর জাস্ট MCQ গুলো। 
.
পারিভাষিক শব্দ
প্রতিশব্দ
সমার্থক শব্দ
এক কথায় প্রকাশ
বাগধারা
সমাস(দ্বন্দ্ব,উপমান-উপমিত,কর্মধারয়, তৎপুরুষ ও অব্যয়ীভাব ভালো করে দেখবেন) 
বিপরীত শব্দ
শুদ্ধ-অশুদ্ধ 
সন্ধি ( নিপাতনে সিদ্ধগুলো ভালো করে দেখবেন)
.
বাংলা এত এত রেসিপির মাঝে উপর্যুক্ত আইটেম দিয়ে লাঞ্চ করলে আপনার ক্ষুধা মিটে যাবার কথা।বেশি খেলে পেট খারাপ হবে,পরে আমার দোষ দিতে পারবেন না।
.
আবার এত রেসিপি দেখে ভজকে যাবার কিছু নেই;প্রতিদিন একটু একটু ভোজন করতে পারলে সব খাবারই হজম হয়ে যাবে বলে আমার বিশ্বাস।
.
পরিশেষে প্রার্থনা থাকল যেন সবার বলার মতো একটা অবস্থান হয় আর আল্লাহতায়ালা যেন সবার উত্তম রিজিকের অভিভাবক হন।
.
"আল্লাহুম্মা আনতাস সালাম,ওয়া মিনকাস সালাম,তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম"
.
হে আল্লাহ,আপনি শান্তিময় এবং আপনার থেকেই শান্তির ঝর্ণাধারা প্রবাহিত হয়।আপনি বরকতময় মহান সম্মানের অধিকারী।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ