Essay ও রচনা

 ৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি 

বাংলা রচনা- ৪০ নম্বর

বাংলা রচনা লেখার কৌশল.....

i) ভূমিকা লেখা শুরু করতে হবে বিখ্যাত কোন

কবি/লেখক/মনীষীর উক্তি দিয়ে।যেমনঃ

নারীর ক্ষমতায়ন/নারী উন্নয়ন/সমাজে নারীর অবস্থান রচনা আসলে লিখতে পারেন.....

কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত 'নারী' কবিতার লাইন......

"এ বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণ কর

অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।"

পর্যটন শিল্প আসলে লিখতে পারেন......

"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।"

ii) ভূমিকা এমনভাবে লিখতে হবে যেন রচনায় আপনি কি আলোচনা করতে যাচ্ছেন তার একটা

সারমর্ম থাকে, আর ভূমিকা এমনভাবে লিখতে হবে যেন এটি পড়ে এরপর কি লেখা আছে তা পড়ার জন্য পরীক্ষকের মনে একটা আগ্রহ তৈরি হয়। ভূমিকা ১ পৃষ্ঠা লিখলেই যথেষ্ট।

iii) রচনায় পয়েন্ট উল্লেখ করতে পারেন,আবার নাও করতে পারেন,পয়েন্টের শিরোনাম লিখলে নীল কালি দিয়ে আন্ডারলাইন করতে হবে,পয়েন্ট না লিখলে প্যারা করে লিখতে হবে। উক্তি নীল কালি দিয়ে লিখতে হবে।

iv) রচনা লেখার জন্য এক ঘন্টা সময় রাখতে হবে,আর রচনা কমপক্ষে ২০ পৃষ্ঠা লিখতে হবে।

v) রচনায় ডাটা/চার্ট,মানচিত্র প্রয়োজন অনুযায়ী দিতে হবে। ডাটা/চার্ট পেন্সিল দিয়ে ছক করে নীল কালি দিয়ে লিখতে হবে,মানচিত্র পেন্সিল দিয়ে আঁকতে হবে। ডাটা/চার্টের উৎস অবশ্যই লিখতে হবে।

vi) রচনা লেখার সময় বানান ভুল যাতে না হয়,সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে। শব্দ গঠন,

বাক্য গঠন ও প্রয়োগ-অপপ্রয়োগ ঠিক রেখে লিখতে হবে।

vii) যেহেতু ৫ টা রচনা থেকে একটি রচনা লিখতে হবে,তাই কমন রচনা না লিখে ব্যতিক্রম একটা রচনা লিখতে হবে।

viii) উপসংহারে নিজের মতামত লিখতে পারেন,তবে অবশ্যই প্রসঙ্গের সাথে মিল রেখে। উপসংহার ১/২ পৃষ্ঠা লিখতে হবে।শেষ করতে হবে বিখ্যাত কোন কবি/লেখক/ মনীষীর উক্তি দিয়ে।

///

সংগৃহীত

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ