৪১ তম বিসিএস লিখিত পরীক্ষা প্রসঙ্গে - Shakil Al-Amin

#৪১এতম_লিখিত_প্রসঙ্গে 

প্রথমেই বিগত বিসিএস (৩৫-৪০ গুরুত্বপূর্ণ) এর প্রশ্ন বিশ্লেষণ করুন আর আবার বলছি এক মিনিট দেরি না করে পড়তে বসুন! 

(বইয়ের লিস্ট ইতিমধ্যে পেয়েছেন এবং একেক সিরিজের লিখিত গাইড একেক স্পেশালিটি। শুধু এক সিরিজের সব বই নিবেন না। দেখবেন কোন সিরিজ কোন বই ভালো করেছর। সেটাই নিবেন আর বাংলাদেশ আন্তর্জাতিক কখনোই পুরাতন বই পড়বেন না। আপডেটসহ পড়বেন।)

লিখিত নিয়ে ধারাবাহিক সিরিজ লিখছি।  সাথেই থাকুন। 

শুভকামনা যোদ্ধারা।

Shakil Al-Amin Shakil Al-Amin 

৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত। 

আর কিছু কিছু বিষয় খাতায় নোট করুন! যেমন -

১। কোটেশন (ইংরেজী রচনা জন্য লাগবে)

২।বিখ্যাত কবিতার চরন (বাংলা সাহিত্য, রচনার জন্য লাগবে)

৩। গাইড, অর্থনৈতিক সমীক্ষা থেকে তথ্য নিয়ে ডাটা টেবিল বানিয়ে রাখুন খাতায়। 

রেফারেন্স হিসেবে অর্থনৈতিক সমীক্ষা ব্যবহার করতে হবে।

৪। কয়েকজন বিশ্বের বিখ্যাত আন্তর্জাতিক বিশ্লেষকের নাম যেমন নোয়ান চমস্কি।

৫। বিশ্বের নামকরা সংবাদ পত্রের নাম

৬।দেশের কিছু জার্নাল

৭।বড় প্রশ্নের সংক্ষিপ্ত নোট ইত্যাদি

৮।যারা গণিতে দূর্বল তারা গ্রুপ স্টাডি করুন (প্রয়োজনে ছোট ভাইয়ের কাছে প্রাইভেট পড়ুন, আমি পড়তাম)!

৯।নিয়মিত পত্রিকার কলাম পড়ুন এবং পেপার কাটিং করুন!(জরুরি)

১০। আলাদা আলাদা খাতা তৈরী

১১। ফেসবুকে সময় নষ্ট না করে 

কয়েকটা অনলাইন সাইটে যান..

*জাতীয় তথ্য বাতায়ন

(www.bangladesh.gov) 

* বাংলা উইকিপিডিয়া 

১২। নিজের মতো রুটিন করে ১২/ ১৪ ঘন্টা পড়াশোনা করুন!

বিসিএস ক্যাডার হতে হলে দরকার --

★ পরিকল্পনা

★ পরিশ্রম

★ ভাগ্য 

  সাথেই থাকুন!

শাকিল আল-আমিন 

৩৬তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে কর্মরত।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ